Sajjad or Thinker

Sajjad or Thinker Generating idea...

13/09/2025

অনেকেই তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার জন্য Fiverr কে বেছে নেয়।

তারা Upwork এ যাইতে চায়না তার একমাত্র কারন, আপওয়ার্কে শুরুতে বেশ ভালো একটা ইনভেস্টমেন্ট লাগে কানেক্ট কেনার জন্য।

বাট, যদি প্রোপার স্কিল থাকে। পোর্টফলিও তে বেশকিছু প্রজেক্ট থাকে। তাহলে Fiverr এর থেকে Upwork আপনাকে দ্রুত সাকসেস এনে দিবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে।

-মুহাম্মাদ সাজ্জাদ
(Top rated, Upwork)

Upwork এ আমার বয়স ৬ মাস। ৬ মাসেই Top Rated ফ্রিল্যান্সার। আলহামদুলিল্লাহ।অনেকের কাছেই এটা অসম্ভব মনে হয়। বাট, প্রোপার স্...
12/09/2025

Upwork এ আমার বয়স ৬ মাস। ৬ মাসেই Top Rated ফ্রিল্যান্সার। আলহামদুলিল্লাহ।
অনেকের কাছেই এটা অসম্ভব মনে হয়। বাট, প্রোপার স্ট্র‍্যাটেজি মেন্টেইন করতে পারলে এটা কঠিন কিছুই না। জাস্ট কয়েকটা টিপস শেয়ার করি!

১. আপনার স্কিল অনুযায়ী প্রোফাইল একদম টপনচ করে সাজাতে হবে।
২. কানেক্ট কিনতে কার্পণ্য করা যাবেনা। এইটা ইনভেস্টমেন্ট।
৩. কভার লেটার লেখায় এক্সপার্ট হতে হবে। ভুলেও Ai generated বিশাল বিশাল কভার লেটার দিয়ে জবে এপ্লাই করা যাবেনা।
৪. ধৈর্য্য, ধৈর্য্য এবং চেষ্টা।

আপনার ফ্রিল্যান্সিং জার্নি সুন্দর হোক!

25/08/2025

I've developed a complete Wordpress plugin (Album based Gallery) with AI.🤖

দুইটা প্রজেক্টের টোটাল বাজেট ছিলো ৭৮০ ডলার। মানে প্রায় ৯৫ হাজার টাকা। Fiverr কে চান্দা দিলাম ২০%। Payoneer কে দিলাম ৩%।আ...
07/08/2025

দুইটা প্রজেক্টের টোটাল বাজেট ছিলো ৭৮০ ডলার। মানে প্রায় ৯৫ হাজার টাকা।
Fiverr কে চান্দা দিলাম ২০%। Payoneer কে দিলাম ৩%।

আমার কাছে আসলো ৬২২ ডলার। মানে টোটাল প্রায় ২০ হাজার টাকা চান্দা দেয়া লাগছে।

এই একটা কারনেই Fiverr এ এক্সপার্টরা থাকেনা। একটা সময় Upwork এ চলে যায়। যেমনটা আমিও করার ট্রাই করতেছি।

Payoneer এর কথা আর না বলি। পেপাল নাই এই সুযোগে ইচ্ছামতো বিজনেস করে যাইতেছে বাংলাদেশে।

ক্লায়েন্ট কমিউনিকেশনের সময় ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা সবথেকে বেশি করে, তা হচ্ছে-অল্প সময়েই ধৈর্য হারিয়ে টাকাপয়সার আলোচনা...
06/08/2025

ক্লায়েন্ট কমিউনিকেশনের সময় ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা সবথেকে বেশি করে, তা হচ্ছে-
অল্প সময়েই ধৈর্য হারিয়ে টাকাপয়সার আলোচনায় ঢুকে যাওয়া।

তারা ক্লায়েন্টের Vision, Problem, Goal এগুলা না জেনেই জিজ্ঞেস করে বসবে, "আপনার বাজেট কতো?"
কিংবা "কতো ডলার দিবেন আমাকে?"
আর এইখানেই তারা প্রজেক্ট হাতছাড়া করে ফেলে। এগুলা কিভাবে জানলাম?

মাঝেমাঝে আমার প্রজেক্টের জন্য এক্সট্রা হ্যান্ড দরকার হয়। তখন বিভিন্ন গ্রুপে পোস্ট দেই। ১০০ জন আমাকে মেসেজ দিলে তার মধ্যে ৯৫ জনই বলবে,
"ভাই, আমাকে কাজটা দেন। আমি পারবো।" অথবা "ভাই আপনার বাজেট কতো?"
অথচ তারা তখন পর্যন্ত জানেই না যে, তাদের কি কাজ করতে হবে। কিভাবে করতে হবে।

পৃথিবীর বিভিন্ন দেশের বেশকিছু ক্লায়েন্টের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা হইছে। সেই সুবাদে একটা বিষয় নিশ্চিত ভাবে বলতে পারি যে,
আপনি যদি ক্লায়েন্টের core প্রব্লেম ফাইন্ড আউট করে তাকে একটা প্রপার স্যলুশনের রাস্তা দেখাইতে পারেন! নিশ্চিত থাকেন যে আপনি এক্সপেকটেশনের থেকেও বেশি বাজেটে প্রজেক্ট কনফার্ম করতে পারবেন।

15/06/2025

🚀RoadmapBP- an AI powered roadmap generator.

Created this MVP for one of my client using Next.js, OpenAi, & Supabase.

🤖The most strong point of this MVP is, it can generate a detailed and perfect Roadmap from just a simple prompt.
Because I have integrated multiple LLM calls to generate the final result.

03/05/2025

🤖Touri - an AI based tour guide web application.

It was just a fun project to play with AI, ha ha. Feel free to share if you have some opinion!

29/10/2024

ফ্রিল্যান্সিং শুরু করার জন্য ফাইভারের থেকে ভালো মার্কেটপ্লেস মেবি এখন পর্যন্ত নেই।
ইদানীং দেখলাম ফাইভার অটোমেটিক নতুন সেলারদের গিগ ফার্স্টের দিকে পুশ করতেছে।

যাইহোক, নতুন শুরু করতে গিয়ে আমরা প্রায়ই একটা ভুল করি। সেটা হচ্ছে অতিরিক্ত তাড়াহুড়ো।
ম্যাক্সিমামই দেখা যায় ২/৩ দিনের মধ্যে একাউন্ট ক্রিয়েট করে গিগও পাবলিশ করে ফেলে। তারপর তারা ৬ মাস অপেক্ষা করতেও রাজী।

কিন্তু ব্যাপারটা আসলে উল্টো হওয়া উচিৎ। আপনি ফাইভারে একাউন্ট খোলা বা গিগ দেয়ার আগে অপেক্ষা করা উচিৎ। অন্তত ১ মাস সময় দিন ফাইভারকে বোঝার জন্য।

-- এর মধ্যে প্রথম ১৫ দিন ভালোচাবে টপ রেটেড ফ্রিল্যান্সার দের প্রোফাইল রিসার্চ করুন!
তারপর তাদের মতো করে নিজের প্রোফাইল সুন্দর করে সাজানোর চেষ্টা করুন।

-- পরের ১৫ দিন সময় দিবেন গিগ রিসার্চের জন্য। ফার্স্ট পেজে থাকা নতুন গিগ গুলো ওপেন করে তাদের গিগ টাইটেল, ডেসক্রিপশন, প্রাইসিং, কীওয়ার্ড, ইমেজ/ভিডিও পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে নোট করে রাখুন।
এভাবে অন্তত ১০ টা গিগ প্রোপারলি রিসার্চ করবেন। তারপর সেখান থেকে আইডিয়া নিয়ে Google Doc অথবা Ms word এ নিজের গিগ রেডি করবেন।

-- গিগ ইমেজ বা ভিডিও সুন্দর করে বানানোর চেষ্টা করতে হবে। কারণ এটাই সবার আগে বায়ারদের চোখে পড়ে। ইমেজের থেকে ভিডিও এক্ষেত্রে বেটার রেসপন্স এনে দিবে আপনাকে।

-- কম্পিটিটিভ প্রাইসিং রাখার চেষ্টা করবেন। আপনার কম্পিটিটর যারা আছে তাদের সমান বা তাদের থেকে কিছুটা কম প্রাইসিং রাখাটা বেটার। মনে রাখবেন, গিগের প্রাইসিং আপনি যতোই রাখেন! মাক্সিমাম ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করেই কাস্টম অফার দিতে হবে।

কিন্তু এমন যেন না হয় যে ক্লায়েন্ট আপনার প্রাইসিং দেখে আপনাকে নকই দিলোনা।

সবশেষে আপনার রেডি করা গিগ ফাইভারে পাবলিশ করবেন।
এভাবে প্রতিটা গিগ পাবলিশ করার আগে অন্তত ১০ থেকে ১৫ দিন সময় নিবেন। রিসার্চ করবেন।
হতে পারে এই ১০/১৫ দিন রিসার্চের জন্য আপনাকে ৬ মাস অপেক্ষা করতে হলোনা। মাস খানেকের মধ্যেই অর্ডার পেয়ে গেলেন!

হ্যাপি ফ্রিল্যান্সিং।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? কোথায় কোর্স করবো? কোন স্কিলের ডিমান্ড বেশি? ক্লায়েন্ট কিভাবে পাবো?এইরকম প্রশ্ন ইদানীং প্রায়ই...
27/10/2024

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? কোথায় কোর্স করবো? কোন স্কিলের ডিমান্ড বেশি? ক্লায়েন্ট কিভাবে পাবো?

এইরকম প্রশ্ন ইদানীং প্রায়ই আমার সামনে আসে। চেষ্টা করি কমেন্টে যতোটুক সম্ভব হেল্প করতে। কিন্তু, সবার পোস্টে কমেন্ট করা হয়ে উঠেনা।

এজন্য ভাবছিলাম ফ্রিল্যান্সিং বিষয়ে সব ধরনের কনফিউশন দূর করতে, আর প্রোপার একটা গাইডলাইন দেয়ার জন্য একটা লাইভ সেশন করবো। কোন টাকা পয়সা লাগবেনা। একদম ফ্রিতে আমি আমার জার্নি এবং এক্সপেরিয়েন্স থেকে আপনাদের একটা প্রোপার গাইডলাইন দেয়ার চেষ্টা করবো। যাতে আপনারা অন্তত কারও কাছে প্রতারিত না হন!

আগ্রহী হলে কমেন্ট করে রাখতে পারেন। আর একটা গুগল ফর্ম পূরণ করতে হবে (কমেন্ট সেকশনে লিংক থাকবে)। আপনাদের আগ্রহের উপর নির্ভর করে আমি নেক্সট ডিসিশন নিবো।

বছর খানেক আগে আমিও আপনাদের মতো অবস্থানে ছিলাম। ১ বছরে আলহামদুলিল্লাহ অনেকদূর আসতে পারছি। মার্কেটপ্লেস এবং আউট অফ মার্কেটপ্লেস মিলিয়ে ভালো একটা এমাউন্ট আর্ন করতে পারছি।
ওহ হ্যা, দোয়া কইরেন আমার জন্য।

বি:দ্র: আমি কোন কোর্স করাবোনা। জাস্ট আপনাদের কমন প্রশ্ন এবং কনফিউশন গুলা নিয়ে আলোচনা করবো।

27/10/2024

যারা নতুন ফ্রিল্যান্সিং এর দুনিয়ায় আসতে চাচ্ছেন, তাদের জন্য AI (Artificial Intelligence) হতে পারে বেস্ট অপশন।

ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভলপমেন্টের ভীড়ে না গিয়ে AI রিলেটেড কোন একটা স্কিল ডেভলপ করে যদি শুরু করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ জার্নিটা অনেক বেশি সফল হওয়ার চান্স আছে।

ফাইভারের AI service ট্যাবে গিয়ে যেকোনো একটা সার্ভিস ওপেন করলে দেখবেন সেখানে গিগ সংখ্যা তুলনামূলক অনেক কম, কিন্তু অর্ডার সংখ্যা অনেক বেশি। ইভেন যারা নতুন গিগ পাবলিশ করেছে তাদেরও ২/৩ টা করে অর্ডার আছে।

বিলিভ মি! এই সেক্টরে যদি আপনি নিজেকে এক্সপার্ট বানিয়ে শুরু করতে পারেন, তাহলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবেনা।

যেসব সার্ভিস দিয়ে শুরু করতে পারেন তার একটা লিস্ট দিচ্ছি আপনাদের সুবিধার্থে,
1. AI chatbot
2. AI application development
3. AI feature integration
4. AI avatar design
5. AI music video creation
6. AI audio
7. Data analytics
8. AI prompt expert
9. AI image generation and editing

এই সেক্টরে শুরু করার মেইন বাধা হচ্ছে ফ্রি টুলস না থাকা। বাট, আপনি বেছে বেছে ২/৩ টা AI প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিয়ে নিলে আপনার ইনভেস্টমেন্ট বৃথা যাবেনা গ্যারান্টি।

25/10/2024

ফ্রিল্যান্সিং সেক্টরে সফল না হওয়ার পেছনে অনেক বড় একটা কারণ হচ্ছে "Communication skill" না থাকা।

আপনি আপনার সেক্টরে যতোই স্কিল্ড পার্সন হন না কেনো! যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো না হয়, তাহলে কখনোই ক্লায়েন্টের থেকে প্রজেক্ট নিতে পারবেন না।

আবার আপনি যতোই কমিউনিকেশনে এক্সপার্ট হন না কেনো, আপনার যদি সার্ভিস রিলেটেড প্রোপার স্কিল না থাকে তাহলে কখনোই ক্লায়েন্ট কে স্যাটিসফাই করতে পারবেন না।

এই দুইটা সমান ভাবে গুরুত্বপূর্ণ।
(Video loading...)

09/10/2024

Sandalwood memories, UK.

আমার ডেভলপ করা ওয়েব এপ্লিকেশন নিয়ে এই সপ্তাহেই ইংল্যান্ডে Sandalwood memories তাদের বিজনেস লঞ্চ করতে যাচ্ছে।

My product in UK, really a proud moment for me.😇

Address

Madaripur

Alerts

Be the first to know and let us send you an email when Sajjad or Thinker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajjad or Thinker:

Share