06/08/2025
ক্লায়েন্ট কমিউনিকেশনের সময় ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা সবথেকে বেশি করে, তা হচ্ছে-
অল্প সময়েই ধৈর্য হারিয়ে টাকাপয়সার আলোচনায় ঢুকে যাওয়া।
তারা ক্লায়েন্টের Vision, Problem, Goal এগুলা না জেনেই জিজ্ঞেস করে বসবে, "আপনার বাজেট কতো?"
কিংবা "কতো ডলার দিবেন আমাকে?"
আর এইখানেই তারা প্রজেক্ট হাতছাড়া করে ফেলে। এগুলা কিভাবে জানলাম?
মাঝেমাঝে আমার প্রজেক্টের জন্য এক্সট্রা হ্যান্ড দরকার হয়। তখন বিভিন্ন গ্রুপে পোস্ট দেই। ১০০ জন আমাকে মেসেজ দিলে তার মধ্যে ৯৫ জনই বলবে,
"ভাই, আমাকে কাজটা দেন। আমি পারবো।" অথবা "ভাই আপনার বাজেট কতো?"
অথচ তারা তখন পর্যন্ত জানেই না যে, তাদের কি কাজ করতে হবে। কিভাবে করতে হবে।
পৃথিবীর বিভিন্ন দেশের বেশকিছু ক্লায়েন্টের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা হইছে। সেই সুবাদে একটা বিষয় নিশ্চিত ভাবে বলতে পারি যে,
আপনি যদি ক্লায়েন্টের core প্রব্লেম ফাইন্ড আউট করে তাকে একটা প্রপার স্যলুশনের রাস্তা দেখাইতে পারেন! নিশ্চিত থাকেন যে আপনি এক্সপেকটেশনের থেকেও বেশি বাজেটে প্রজেক্ট কনফার্ম করতে পারবেন।