
13/06/2025
প্রিয় জামালপুর কাঁদে, বাতাসে বোবা হাহাকার,
কে দেবে এই প্রজন্মকে সঠিক পথের সন্ধান
তদন্ত চলছে ঠিকই, তবে প্রশ্ন রয়ে যায়—
কেন এত অল্প বয়সে জীবন থেমে যায়?,
টিকটক এখন বিষের মতন, ছড়িয়ে দিচ্ছে ধোঁয়া,
নাচে-গানে ঢেকে রাখে, কষ্টভরা বোয়া।
শিশু-কিশোর মনগুলো আজ, বিভ্রান্তের পথে,
স্মার্টফোনে ঝরে পড়ে, জীবন এক নিমিষে।