08/10/2025
মাদারীপুরের শিবচরে স্থানীয় এক সংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চু রির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ হাজর টাকা ও ১২ ভরি স্বর্ণাংকার নিয়ে গেছে চো রচক্র। বুধবার সকালে শিবচর পৌরসভার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত অপূর্ব দাস অপু দীপ্ত টিভির সাবেক মাদারীপুর জেলা প্রতিনিধি ও মাইটিভির শিবচর উপজেলার সাবেক প্রতিনিধি ছিলেন। বর্তমানে একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত। আর ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়া মঞ্জুরুল ইসলাম শিবচর বাজারের হার্ডওয়ার ব্যবসা করছেন।
ভুক্তভোগী সাংবাদিক অপূর্ব দাস অপু মুঠোফোনে জানান, গত ১৫ দিন ধরে পরিবার নিয়ে ভারতে অবস্থান করছেন। বুধবার সকালে তার প্রতিবেশী মুঞ্জুরুল ইসলাম তাকে কল করেন এবং তাদের দুই ঘরের দরজার তালা ভাঙ্গা ও ঘরের মালামাল এলোমেলো রয়েছে বলে জানান। খবর পেয়ে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী নিরবকে বাসায় পাঠান। নিরব বাসায় গিয়ে দেখেন দরজার তালা ভে ঙ্গে ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চো রচক্র।
অপরদিকে অপূর্ব দাসের ফ্ল্যাটের ভাড়াটিয়া মঞ্জুরুল আলম জানান, স্ত্রীকে নিয়ে মঙ্গলবার গ্রামেরবাড়ি চলে যান মঞ্জুরুল আলম। বুধবার সকালে ফিরে এসে দেখেন ঘরের দরজার তালা ভাঙ্গা। পাশাপাশি দেখতে পান ঘরের আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছে চো রচক্র।
দুটি চু রির ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের বিচারের পাশাপাশি খো য়া যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল কাশেম ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরির্দশণ করেছে। এ বিষয়ে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
#মাদারীপুরনিউজমিডিয়া