Madaripur News Media

Madaripur News Media তথ্য দিতে কল করুণ +8801711190030
(Contact ‍and WhatsApp)
Email: [email protected]

মাদারীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হালিম তালুকদার অসুস্থ হয়ে রাজধানী ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের ICU...
08/10/2025

মাদারীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হালিম তালুকদার অসুস্থ হয়ে রাজধানী ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের ICU-তে ভর্তি #মাদারীপুরনিউজমিডিয়া

সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খানের নেতৃত্বে মাদারীপুর শহরের পুরাণবাজারে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কার বিষয়ক ৩১ দফা কর্মসূ...
08/10/2025

সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খানের নেতৃত্বে মাদারীপুর শহরের পুরাণবাজারে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কার বিষয়ক ৩১ দফা কর্মসূচি সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া হয় পরিবর্তনের বার্তা।
#মাদারীপুরনিউজমিডিয়া

বিএনপি'র কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য কাজী হুমায়ূন কবির অসুস্থ অবস্থায় ভর্তি রাজধানী ঢাকার ইউনিভার্সাল মেডিকেল ...
08/10/2025

বিএনপি'র কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য কাজী হুমায়ূন কবির অসুস্থ অবস্থায় ভর্তি রাজধানী ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে
#মাদারীপুরনিউজমিডিয়া

08/10/2025

বিভিন্ন জেলায় হানা দিচ্ছে ডা কা তচক্র। টার্গেট স্বর্ণের দোকান। দেশিয় অ স্ত্রশ স্ত্র নিয়ে লু ট করছে মূল্যবান জিনিসপত্রও। মাঝে মাঝে বাসাবাড়িতেও হা না দিচ্ছে ১০-১৫ জনের দল। সম্প্রতি বরিশালের গৌরনদীর শরিকল ও পিরোজপুরের স্বরূপকাঠির ইন্দুরহাট বাজারে ঘটে ভ য়ানক ঘটনা। স্পিডবোটে এসে ডা কা তদল, পরে......

08/10/2025

বিভিন্ন জেলায় হানা দিচ্ছে ডা কা তচক্র। টার্গেট স্বর্ণের দোকান। দেশিয় অ স্ত্রশ স্ত্র নিয়ে লু ট করছে মূল্যবান জিনিসপত্রও। মাঝে মাঝে বাসাবাড়িতেও হা না দিচ্ছে ১০-১৫ জনের দল। সম্প্রতি বরিশালের গৌরনদীর শরিকল ও পিরোজপুরের স্বরূপকাঠির ইন্দুরহাট বাজারে ঘটে ভ য়ানক ঘটনা। স্পিডবোটে এসে ডা কা তদল, পরে......
#মাদারীপুরনিউজমিডিয়া

মাদারীপুরে মা নবপা চার মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার রাতে রাজৈর উপজেলার পূর্ব শ্রী-নদী, দক্ষিন কাউয়াকুড়ি ও...
08/10/2025

মাদারীপুরে মা নবপা চার মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রাজৈর উপজেলার পূর্ব শ্রী-নদী, দক্ষিন কাউয়াকুড়ি ও মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রাম থেকে মুকুল হাওলাদার, অহিদ হাওলাদার ও সোহেল মাতুব্বর নামে ৩ আসামীকে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ। দুপুরে ডাসার থানা থেকে আসামীদের মাদারীপুর জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। র্দীঘ বছর ধরে এ চক্রটি মাদারীপুরের আসহায় যুবদের ইতালি নেওয়ার প্র লোভন দিয়ে কোটি কোটি টাকা হা তিয়ে নিচ্ছে।
#মাদারীপুরনিউজমিডিয়া

08/10/2025

মাদারীপুরে মা নবপা চার মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রাজৈর উপজেলার পূর্ব শ্রী-নদী, দক্ষিন কাউয়াকুড়ি ও মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রাম থেকে মুকুল হাওলাদার, অহিদ হাওলাদার ও সোহেল মাতুব্বর নামে ৩ আসামীকে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ। দুপুরে ডাসার থানা থেকে আসামীদের মাদারীপুর জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। র্দীঘ বছর ধরে এ চক্রটি মাদারীপুরের আসহায় যুবদের ইতালি নেওয়ার প্র লোভন দিয়ে কোটি কোটি টাকা হা তিয়ে নিচ্ছে।
#মাদারীপুরনিউজমিডিয়া

08/10/2025

মাদারীপুরের শিবচরে সাংবাদিক অপুর্ব দাস অপুর বাসা চু রি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ নিয়ে গেছে মূল্যবান জিনিসপত্র

মাদারীপুরের শিবচরে স্থানীয় এক সংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চু রির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ হাজর টাকা ও ১২ ভরি স্বর্ণাংকা...
08/10/2025

মাদারীপুরের শিবচরে স্থানীয় এক সংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চু রির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ হাজর টাকা ও ১২ ভরি স্বর্ণাংকার নিয়ে গেছে চো রচক্র। বুধবার সকালে শিবচর পৌরসভার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত অপূর্ব দাস অপু দীপ্ত টিভির সাবেক মাদারীপুর জেলা প্রতিনিধি ও মাইটিভির শিবচর উপজেলার সাবেক প্রতিনিধি ছিলেন। বর্তমানে একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত। আর ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়া মঞ্জুরুল ইসলাম শিবচর বাজারের হার্ডওয়ার ব্যবসা করছেন।
ভুক্তভোগী সাংবাদিক অপূর্ব দাস অপু মুঠোফোনে জানান, গত ১৫ দিন ধরে পরিবার নিয়ে ভারতে অবস্থান করছেন। বুধবার সকালে তার প্রতিবেশী মুঞ্জুরুল ইসলাম তাকে কল করেন এবং তাদের দুই ঘরের দরজার তালা ভাঙ্গা ও ঘরের মালামাল এলোমেলো রয়েছে বলে জানান। খবর পেয়ে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী নিরবকে বাসায় পাঠান। নিরব বাসায় গিয়ে দেখেন দরজার তালা ভে ঙ্গে ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চো রচক্র।
অপরদিকে অপূর্ব দাসের ফ্ল্যাটের ভাড়াটিয়া মঞ্জুরুল আলম জানান, স্ত্রীকে নিয়ে মঙ্গলবার গ্রামেরবাড়ি চলে যান মঞ্জুরুল আলম। বুধবার সকালে ফিরে এসে দেখেন ঘরের দরজার তালা ভাঙ্গা। পাশাপাশি দেখতে পান ঘরের আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছে চো রচক্র।
দুটি চু রির ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের বিচারের পাশাপাশি খো য়া যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল কাশেম ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরির্দশণ করেছে। এ বিষয়ে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
#মাদারীপুরনিউজমিডিয়া

মাদারীপুরে জাতীয় খেলা কাবাডি প্রতুিযোগিতায় জেলা পুরুষ ও নারী দল ফাইনালে। নারী দল বগুড়া জেলা দলকে হারিয়ে জয়লাভ করে ও পু...
08/10/2025

মাদারীপুরে জাতীয় খেলা কাবাডি প্রতুিযোগিতায় জেলা পুরুষ ও নারী দল ফাইনালে। নারী দল বগুড়া জেলা দলকে হারিয়ে জয়লাভ করে ও পুরুষ দল বাগেরহাট জেলা দলকে হারিয়ে জয় লাভ করে। ভেন্যু ছিল গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে।

#মাদারীপুরনিউজমিডিয়া

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ বাজারে স্পীডবোট যোগে এসে স্বর্ণের দোকানসহ বেশ কয়েকটি দোকানে ডা কাতি করে ...
08/10/2025

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ বাজারে স্পীডবোট যোগে এসে স্বর্ণের দোকানসহ বেশ কয়েকটি দোকানে ডা কাতি করে কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডা কাতি চলাকালীন সময়ের সিসি ক্যামেরা ভাংচু রের করে তারা। তার আগে সিসি ক্যামেরায় ধরা পড়ে এক ডা কাতের ছবি। ছবির ব্যক্তি কারো পরিচিত হলে গৌরনদী থানা পুলিশেকে জানাতে পারেন, তথ্যদাতার পরিচয় গোপন থাকবে।
-প্রেস বিজ্ঞপ্তি
#মাদারীপুরনিউজমিডিয়া

08/10/2025

মাদারীপুরের শিবচরের সাংবাদিক অপূর্ব দাস অপু'র বাসায় চু রি, নগদ টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে গেছে চো রচক্র

Address

Madaripur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madaripur News Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share