Nbtv news

Nbtv news This Page publishes all the necessary information for Bangladeshi people

টিকটক, ফানি ভিডিওর নামে ফাতরামো করে ভিউ বাড়ায় ।  হেন কোনো ফাতরামো নাই এরা করে না।এমনই এক ফাতরা আলামিন নাম তার, ফানি ভি...
30/11/2025

টিকটক, ফানি ভিডিওর নামে ফাতরামো করে ভিউ বাড়ায় । হেন কোনো ফাতরামো নাই এরা করে না।

এমনই এক ফাতরা আলামিন নাম তার, ফানি ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি।
আরো বেশি করে ফাতরামো করো।

@@@@সৌদি আরবের মক্কায় ফুড ডেলিভারির কাজ করার সময় একজন প্রবাসী বাংলাদেশি হঠাৎ হার্ট অ্যাটাক করে, রাস্তায় লুটিয়ে পড়ে ই*ন্...
27/11/2025

@@@@সৌদি আরবের মক্কায় ফুড ডেলিভারির কাজ করার সময় একজন প্রবাসী বাংলাদেশি হঠাৎ হার্ট অ্যাটাক করে, রাস্তায় লুটিয়ে পড়ে ই*ন্তেকাল করেছে ।

@@@@ খুবই দুঃখজনক যে আসে পাশে অনেক বাংলাদেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো, কিন্তু কেউ তেমনভাবে হেল্প করতে এগিয়ে আসেনি।

@@@@তবে পাকিস্তানিদের আমরা খারাপ ভাবি সবাই খারাপ না , ঝুঁকি নিয়ে এক পাকিস্তানি লোক তার সাধ্যমত চেষ্টা করছে সাহায্য করার জন্য , তার বুকে চাপ দিয়ে, মুখে ফু দিয়ে অক্সিজেন দিয়ে বাঁচাতে চেষ্টা করছে । কিন্তু তাকে বাঁচানো যায়নি, হসপিটালে নেওয়ার আগেই উনি মা**রা যায়। #সৌদিআরব #প্রবাসী

স্থানীয়রা জানান, ইমুতে পরিচয়ের সূত্র ধরে ওই যুবক প্রায়ই এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন। সম্প্রতি একই ধরনের ঘট...
24/11/2025

স্থানীয়রা জানান, ইমুতে পরিচয়ের সূত্র ধরে ওই যুবক প্রায়ই এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন। সম্প্রতি একই ধরনের ঘটনা একাধিকবার ঘটায় এলাকাবাসীর সন্দেহের সৃষ্টি হয়। এরপর পরিকল্পনা করে তাঁরা গত রাতে হাতেনাতে ওই যুবককে ধরে ফেলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, প্রবাসীর স্ত্রী একজন সন্তানের জননী। বিষয়টি নিয়ে পরিবারের পাশাপাশি গ্রামের লোকজনও ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনার পর যুবককে স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

সিরাজগঞ্জে প্রবাসীর স্ত্রীকে নিয়ে অ*নৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগে যুবক আটক। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কিচক ইউনিয়নের বেলায় গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার রাতে এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে নরসিংদীর মাধবীদীতে সংঘটিত ৫.৭ মাত্রার ভূমিকম্পটি হয়েছে ভারতীয় ও বার্মা প্লেটের সংযোগস্থলে। এই সংযোগস্থল ব...
24/11/2025

শুক্রবার সকালে নরসিংদীর মাধবীদীতে সংঘটিত ৫.৭ মাত্রার ভূমিকম্পটি হয়েছে ভারতীয় ও বার্মা প্লেটের সংযোগস্থলে। এই সংযোগস্থল বাংলাদেশের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাওর হয়ে মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগরের দক্ষিণে চলে গেছে, যাকে সাবডাকশন জোনও বলা হয়।

সাবডাকশন জোনে একটা প্লেট আরেকটা প্লেটের নিচে তলিয়ে যায়। আমাদের এখানে সাবডাকশন জোনে ভারতীয় প্লেট বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। এখানে বিপুল শক্তি জমা হয়ে আছে, যা বের হওয়ার অপেক্ষায়। আমরা গবেষণায় দেখেছি, এই সাবডাকশন জোনে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্পের শক্তি জমা হয়ে আছে।

বাংলাদেশি ডাক্তার, নার্স, কেয়ারগিভার, টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট কর্মী সৌদি আরবে নিয়োগের জন্য একটি প্রাতিষ্ঠানিক জি-টু-জি (স...
24/11/2025

বাংলাদেশি ডাক্তার, নার্স, কেয়ারগিভার, টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট কর্মী সৌদি আরবে নিয়োগের জন্য একটি প্রাতিষ্ঠানিক জি-টু-জি (সরকারি পর্যায়ে) ফ্রেমওয়ার্ক প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি রিয়াদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্র্যাক্টিং ও বিদেশি অফিসবিষয়ক মহাপরিচালক ড. মোহাম্মদ বিন হাসান আল-দুগাইসারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব আলোচনা হয়।

রবিবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

রাজধানীতে আজ শনিবার সন্ধ্যায় দুবার ভূমিকম্প হয়েছে। একটির উৎপত্তিস্থল বাড্ডায়, আরেকটির উৎপত্তিস্থল নরসিংদীতে।আবহাওয়া অধি...
22/11/2025

রাজধানীতে আজ শনিবার সন্ধ্যায় দুবার ভূমিকম্প হয়েছে। একটির উৎপত্তিস্থল বাড্ডায়, আরেকটির উৎপত্তিস্থল নরসিংদীতে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আজ সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩। বেশি ঝুঁকিপূর্ণ রাজধানীর পুরান ঢাকা। #ভুমিকমপ #বাংলাদেশ

দুইদিনে অন্তত তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী ঢাকা ও এর আশেপাশে। ঘন ঘন এমন ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছে দেশবাসী। বিশ...
22/11/2025

দুইদিনে অন্তত তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী ঢাকা ও এর আশেপাশে। ঘন ঘন এমন ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছে দেশবাসী। বিশেষজ্ঞরাও এরই মধ্যে দিয়েছেন অদূর ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের সতর্কবার্তা।

এ অবস্থায় ভূমিকম্প নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী। সেখানে পবিত্র কোরানের আলোকে তিনি ব্যাখ্যা করেছেন ভূমিকম্পের কারণ।

মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেছেন, সকালের ভূমিকম্পে যখন আমাদের বিল্ডিংটা দুলছে, তখন কিছু মূহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আতঙ্কে বুকটা কাঁপছিলো। আর কয়েকটা ঝাঁকুনি দিলে ঢাকায় হয়তো আজকে লাশের মিছিল হতো। নিমেষেই গোটা শহর পরিণত হতো নিস্তব্ধ এক গোরস্থানে! দয়াময় এই যাত্রায় আমাদের রক্ষা করেছেন। প্রভু হে, তুমি বড়ই মেহেরবান!
#বাংলাদেশ #ভুমিকমপ

নরসিংদী সদর, পলাশ ও শিবপুর উপজেলায় আজ শুক্রবার সকালে ভূমিকম্পে মৃ*তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। এর মধ্যে সদর উপজেলায় ছাদ ...
22/11/2025

নরসিংদী সদর, পলাশ ও শিবপুর উপজেলায় আজ শুক্রবার সকালে ভূমিকম্পে মৃ*তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। এর মধ্যে সদর উপজেলায় ছাদ ধসে বাবা-ছেলে মা**রা গেছেন।
মৃ**ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকার মো. দেলোয়ার হোসেন (৩৭) ও তাঁর ছেলে মো. ওমর ফারুক (৯), পলাশের ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামের নয়াপাড়া এলাকার নাসির উদ্দীন (৬৫) ও চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামের পশ্চিমপাড়া এলাকার কাজম আলী ভূঁইয়া (৭৫) এবং শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের ফোরকান মিয়া (৩৫)। #নরসিংদী #ভুমিকমপ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ডের রায়...
22/11/2025

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যত এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি এখন আর বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবেন কি-না, সেই প্রশ্নও উঠতে দেখা যাচ্ছে।

"সি ইজ ফিনিশড (সে শেষ)। আমার মনে হয়ে না এটা আর আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে," বিবিসি বাংলাকে বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বীর আহমেদ।

নরসিংদীতে ভূমিকম্পে ১০ বছরের ছেলে হাফেজ ওমর মারা যায় । তার কয়েক ঘণ্টা পর  আহত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় দেলোয়...
21/11/2025

নরসিংদীতে ভূমিকম্পে ১০ বছরের ছেলে হাফেজ ওমর মারা যায় । তার কয়েক ঘণ্টা পর আহত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন উজ্জল (৪০)ও মা**রা যান । শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ওমর, আর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেলোয়ার ঢাকা মেডিকেল হাসপাতালে মা**রা যান।
#ভুমিকমপ #বাংলাদেশ #সবাই



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার ফটকে অ*গ্নিসংযোগ ও ক*কটেল বি*স...
21/11/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার ফটকে অ*গ্নিসংযোগ ও ক*কটেল বি*স্ফোরণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) ভোরে ও দিনে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) ও মো. রাজন (১৯)। গ্রেপ্তারদের মধ্যে মো. মাসুদ রানা (৪৫) ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম। #বাংলাদেশ #রাজনীতি

ভূমিকম্পে রাজধানীর আরমানিটোলার কসাইটুলিতে ভবনের একাংশ ধসে পড়েছে। ঘটনাস্থলে  ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। শুক্রবা...
21/11/2025

ভূমিকম্পে রাজধানীর আরমানিটোলার কসাইটুলিতে ভবনের একাংশ ধসে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এর আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ভূমিকম্পের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Address

Dhaka
Madaripur
7930

Alerts

Be the first to know and let us send you an email when Nbtv news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share