11/10/2025
মাশা-আল্লাহ
অভিনন্দন ও শুভেচ্ছা 🌹
ইন্জিনিয়ার ইসরাক হোসেন ও ব্যারিস্টার নূসরাতের শুভ বিবাহ গতকাল সম্পন্ন হয়েছে ঘরোয়া ভাবে।
নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য এবং টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।
ইশরাক হোসেন এবং নুসরাত খান দুইজনই রাজধানীর স্কলাস্টিকা থেকে ও লেভেল কমপ্লিট করেছেন। নুসরাত খান তারপরে University of London থেকে এ LLB, BPP Law School থেকে LLM ও BPTC পাশ করেন। এছাড়াও নুসরাত খান University of Cambridge থেকে Business Sustainability Management এবং
University of Oxford থেকে Political Philosophy তে বিশেষ কোর্স সম্পন্ন করেন।
শুভ হোক দুজনের আগামীর পথ চলা !