༄ শেষ পৃষ্ঠা ࿐

༄ শেষ পৃষ্ঠা ࿐ সম্পর্কের মাঝে যদি জেদ চলে আসে
তখন জিতে যায় দু'জন-ই
শুধু হেরে যায় সম্পর্কটা..😢🥀

আলহামদুলিল্লাহ
28/06/2025

আলহামদুলিল্লাহ

🐝 মৌমাছির দুটি পেট থাকে — একটি তার নিজের খাবারের জন্য, আর অন্যটি অমৃত সংরক্ষণ করে মধু বানানোর জন্য, যেটিকে 'বীক' (Bee st...
20/06/2025

🐝 মৌমাছির দুটি পেট থাকে — একটি তার নিজের খাবারের জন্য, আর অন্যটি অমৃত সংরক্ষণ করে মধু বানানোর জন্য, যেটিকে 'বীক' (Bee stomach) বলা হয়।

🌸🐝 একটি মৌমাছি গড়ে ৪০ দিন বাঁচে, এই সময়ের মধ্যে কমপক্ষে ১০০০টি ফুলে ঘুরে মধুর অমৃত সংগ্রহ করে, আর সারাজীবনে মাত্র এক চা চামচ মধু উৎপাদন করতে পারে।

🥄 আমাদের কাছে এক চামচ মধু হয়তো কিছু না,

কিন্তু 🐝 তার কাছে সেটাই তার পুরো জীবনের গল্প…

পরকীয়া: যে প্রেম  শুধুই প্রতারণা দেয়।একজন পুরুষ যখন পরকীয়ায় জড়িয়ে পড়ে, তখন সে যেন এক অদ্ভুত দ্বৈতজীবন বেছে নেয়। তার ...
19/06/2025

পরকীয়া: যে প্রেম শুধুই প্রতারণা দেয়।

একজন পুরুষ যখন পরকীয়ায় জড়িয়ে পড়ে, তখন সে যেন এক অদ্ভুত দ্বৈতজীবন বেছে নেয়। তার জীবনে আপনি আসেন এক স্বপ্নের মতো—যেখানে সাময়িক ভালোবাসা, কিছু উত্তেজনা, কিছু সময়ের প্রশান্তি থাকে। সে হয়তো আপনাকে বলে, “তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না”, “আমার সংসারে আমি সম্পূর্ণ একা”, “বউ আমার প্রতি এতটুকু খেয়াল রাখে না, ভালোবাসে না”—এইরকম নানা করুণ কাহিনি শুনিয়ে সে আপনাকে তার জীবনে টেনে আনে। আপনি ভাবেন, আপনার কাঁধে ভর দিয়ে হয়তো সে মুক্তি পাবে, একদিন সব ছেড়ে আপনাকেই গ্রহণ করবে।

কিন্তু দিনের শেষে, পুরুষটি যায় কোথায়? নিজের বৈধ ঘরেই। তার স্ত্রী, তার সন্তান, তার পরিবার—সব কিছু সে আগের মতোই আঁকড়ে ধরে রাখে। এমনকি আপনাকে নিয়েও তার ভিতরে ভয় কাজ করে। যদি সবকিছু প্রকাশ পেয়ে যায়? যদি তার সম্মান, সামাজিক অবস্থান, সম্পর্ক সব কিছু ভেঙে পড়ে? তাই সে আপনাকে ভালোবাসা দেয়ার নাম করে বাস্তবতা থেকে আড়াল করে রাখে। স্পষ্ট কথায় ঠকায়।

আপনি এই সম্পর্কের মধ্যে থেকে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেন। নিজেকে প্রশ্ন করেন—আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? দিনের পর দিন অপেক্ষা করেন, সে কবে এসে বলবে “চলো, এবার আমরা একসাথে শুরু করি”। কিন্তু সেই দিনটা কোনোদিন আসে না। আসেও না কখনো। বরং সময় যত যায়, সে তত নিখুঁতভাবে তার সংসারটাকে সামলে নেয়। আপনাকে রাখে একটি লুকানো, অপ্রকাশিত আবেগের খাঁচায়। আর আপনি সেই খাঁচার পাখি হয়েই থেকে যান—ভালোবাসার নামে বন্দী, অথচ মুক্তির কোনো আশা নেই।

আপনি হয়তো নিজেকে বোঝাতে থাকেন—সে একদিন বুঝবে, একদিন ফিরে আসবে, একদিন আপনাকেই চায় বলবে। কিন্তু আপনি ভুলে যান, পুরুষটি আপনাকে চেয়েছিল ‘পাশে’, 'পেছনে’, সামনে নয়। কারণ সমাজে তার জায়গা, সম্মান, পরিচয়—সবকিছু সেই ‘লিগ্যাল’ সংসারের ভেতরেই সীমাবদ্ধ।

এই খেলায় আপনি কী পান? কেবল একরাশ শূন্যতা, অপমান, আর অস্পষ্ট ভবিষ্যৎ। তার জীবনে আপনি ছিলেন এক পর্ব, আর তার স্ত্রী ছিল পুরোটাই বইয়ের মূল কাহিনি। আপনি নিজের আবেগ, বিশ্বাস, সময় দিয়ে তাকে বুঝতে চাইলেন, গড়তে চাইলেন, অথচ সে কেবল আপনাকে ব্যবহার করে নিজের ক্লান্তি ঘোচাতে। দিনের শেষে সে যখন তার ঘরে ফিরে যায়, তখন আপনি একা, বিষাদগ্রস্ত, অথচ তার চোখে কোনো দুঃখ নেই।

আর সবথেকে আশ্চর্যের বিষয়? আজ পর্যন্ত কয়জন পুরুষকে দেখেছেন, যারা সত্যি পরকীয়ার সম্পর্কের জন্য সব কিছু হারিয়ে আপনাকে গ্রহণ করেছে? হয়তো এক-দুজন আছে, যারা সমাজে ব্যতিক্রম, কিন্তু তারা ব্যতিক্রম বলেই তারা গল্প হয়, বাস্তবতা নয়।

তাই নিজের জীবনকে এমন কাউকে ঘিরে তৈরি করবেন না, যার কাছে আপনি কোনোদিনও প্রথম পছন্দ হয়ে উঠবেন না। যে মানুষটি দিনের আলোয় আপনাকে প্রকাশ করতে চায় না, তাকে নিয়ে রাতের অন্ধকারে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখবেন না।

যে ভালোবাসায় সাহস নেই, স্বীকৃতি নেই—সেটা ভালোবাসা নয়, সেটা একতরফা প্রতারণা। আপনি নিজে তার জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায় লিখতে চাইবেন, কিন্তু সে হয়তো আপনাকে পাদটীকাতেও রাখবে না।

নিজেকে ভালোবাসুন। নিজেকে গুরুত্ব দিন। কারণ আপনি কারও গল্পের গোপন চরিত্র হয়ে থাকতে আসেননি—আপনি মূলনায়িকা হওয়ার যোগ্য, সবসময়।

❤️সংগৃহীত

19/06/2025
18/06/2025

18/06/2025

Jf Ferdousi

15/06/2025

🥲🥲

15/06/2025

❤️❤️❤️
Jf Ferdousi

Address

Madhabdi Chak
1604

Telephone

+8801825237175

Website

Alerts

Be the first to know and let us send you an email when ༄ শেষ পৃষ্ঠা ࿐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ༄ শেষ পৃষ্ঠা ࿐:

Share