Fashion For Life

Fashion For Life Better days are coming soon In Sha Allah �

11/07/2025
Sunflower baby dress combo
01/07/2025

Sunflower baby dress combo

শহীদ মীর মুগ্ধ সহ সকল জুলাই শহীদের প্রতি ভালোবাসা রইলো।
30/06/2025

শহীদ মীর মুগ্ধ সহ সকল জুলাই শহীদের প্রতি ভালোবাসা রইলো।

Viral bear botol available all color Capacity 1000 ml
30/06/2025

Viral bear botol available all color
Capacity 1000 ml

কাবাঘরের ছায়ায়, যেখানে লক্ষ প্রার্থনা উড়ে বেড়ায়, সেখানে তিনটি সাদা কাফনের মাঝেরটি ছিল একজন বাঙালির—যার গল্পে জড়িয়ে আছে ঈ...
28/05/2025

কাবাঘরের ছায়ায়, যেখানে লক্ষ প্রার্থনা উড়ে বেড়ায়, সেখানে তিনটি সাদা কাফনের মাঝেরটি ছিল একজন বাঙালির—যার গল্পে জড়িয়ে আছে ঈমান, ত্যাগ আর সৃষ্টিকর্তার প্রতি অটুট ভালোবাসা।

মক্কার গলিতে গলিতে তাঁর হাসি ছড়িয়ে পড়েছিল বারো বছর ধরে। পেশায় ফার্মাসিস্ট, কিন্তু হৃদয়ে একজন হাফেজ। বাংলাদেশে ফিরে এসে তিনি নিয়ে এলেন কোনো স্যুভেনির নয়, বরং একটি স্বপ্ন: চার ছেলেকেই যেন কুরআন হিফজ করতে দেখেন। ছোট ছেলে আব্দুর রহমান ২০ পারার পর আর আগচ্ছিল না। "আল্লাহ, আমাকে বাঁচিয়ে রাখো, যতক্ষণ না সে শেষ করে," তিনি তাসবিহ চেপে প্রার্থনা করতেন।

তারপরই ধরা পড়ল কোলন ক্যান্সার। ডাক্তাররা ভারতের কেমোথেরাপির পরামর্শ দিলেন। তিনি রাজি নন। "সেখানে মারা গেলে বিদেশের বিধর্মীর মত মাটিতে কবর দেবে," কাঁপা কণ্ঠে বললেন। কিমোতে দাড়ি পড়ে যাওয়ার আশঙ্কাও অরাজি হওয়ার আরেকটি কারন। "আল্লাহই আমার সময় ঠিক করবেন, ক্যান্সার নয়।”

সপ্তাহগুলো তাঁর চামড়াকে ফ্যাকাশে, হাড়গুলো ভঙ্গুর করে দিল। তবুও যখন এক বন্ধু উমরাহর একটি গ্রুপের কথা বলল, তাঁর চোখে জ্বলে উঠল দৃঢ়তা। "আমি যাব," তিনি ঘোষণা দিলেন।
স্ত্রী আতঙ্কে বললেন, "কিভাবে?" পাসপোর্টের মেয়াদ শেষ।
ক্যান্সার ছড়িয়ে পড়েছে সর্বত্র। কিন্তু ঈমান পাহাড়ও সরায়—দুই দিনেই পাসপোর্ট রিনিউ হলো। ভিসা মিলে গেল। তিনি পরলেন ইহরামের সাদা কাপড়, যেন এক সাদা পোশাকের যোদ্ধা।

তিনি উমরাহ শেষ করলেন। পরের এক দিন তিনি হাসলেন, স্মৃতিচারণ করলেন, আল্লাহর প্রশংসা করলেন। তারপর আসরের আজান যখন পবিত্র নগরীতে ভেসে বেড়াল, তাঁর কণ্ঠ স্তব্ধ হয়ে গেল।
শেষ দৃষ্টি: কাবা। শেষ নিঃশ্বাস: শাহাদাতের একটি ফিসফিসানি।

বাড়িতে শোকাহতরা অবাক হয়ে বলল, "মক্কায় মৃত্যু?" যে বিদেশে মরতে ভয় পেতেন, তিনি এখন ইসলামের পবিত্র মাটিতে শায়িত। তাঁর ছোট ছেলে আব্দুর রহমান সপ্তাহখানেক আগেই হিফজ শেষ করেছিল—সময়ের বিরুদ্ধে দৌড়ে এক উত্তরিত প্রার্থনা।

আপনি ভাবেন, শুধু কালিমা পড়লেই 'সুন্দর মৃত্যু'? না।
নবী ﷺ বলেছেন, 'যার শেষ আমল ভালো, সে জান্নাতে যাবে।'
এই ব্যক্তির শেষ আমল ছিল উমরাহ। তাঁর মৃত্যু? এক রহমত।

বেদনা রয়ে গেল, কিন্তু রয়ে গেল বিস্ময়ও। দ্রুত পাসপোর্ট, আকস্মিক ভিসা, তাওয়াফের শক্তি—এগুলোই তো নিদর্শন, যার প্রিয় বান্দাকে আল্লাহ প্রিয় করেই নিয়েছেন।

ফজরের নামাজের নীরবতায় পরিবারটা সান্ত্বনা খুঁজে পায়। তারা কল্পনা করে, তিনি এখন ব্যথামুক্ত, জান্নাতের বাগানে ঘুরছেন—হাফেজদের পিতা, এক বান্দা যে ঘরে ফিরেছে।

ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আরশিল আযিম, আমাদেরও এমনই একটি শেষ দিন দান করুন। আমাদের শেষ আমল যেন হয় সর্বোত্তম আমল। আমিন।

আলেয়াকে বিয়ে করার ২৫ দিনের মাথায় বাহরাইন চলে যাই। বাহরাইনে থাকা অবস্থায় শুনি আলেয়া তার আগের প্রেমিকের সাথে চলে গেছে। আলে...
20/01/2025

আলেয়াকে বিয়ে করার ২৫ দিনের মাথায় বাহরাইন চলে যাই। বাহরাইনে থাকা অবস্থায় শুনি আলেয়া তার আগের প্রেমিকের সাথে চলে গেছে।

আলেয়াকে আমার মা-বাবা পছন্দ করেছিল। পারিবারিকভাবে বিয়ে হলেও আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। সে-ই ছিল আমার জীবনের প্রথম নারী, আমার প্রথম ভালোবাসা।

আলেয়ার চলে যাওয়ার বিষয়টা আমি মেনে নিতে পারি নি। সেই কষ্টে দীর্ঘ ২২ বছর আর দেশে ফিরি নি। পরবর্তীতে মেডিক্যালে আনফিট হয়ে বাধ্য হয়ে দেশে ফিরতে হয়।

দেশে ফিরে দেখি আমার দীর্ঘ প্রবাসজীবনের অর্জিত অর্থের সব কিছুই মা-বোন-ভাইয়েরা শেষ করে দিয়েছে। চার মাস বাড়ি থাকার পর রাগে-কষ্টে এক কাপড়ে বাড়ি থেকে বের হই।

বাড়ি থেকে বের হয়েছি আজ সাড়ে পাঁচ বছর। তারপর থেকে মাজারে থাকি শুধু দুই বেলা ভাত খাওয়ার লোভে। এখন যাচ্ছি চট্টগ্রাম আমানত শাহ মাজারে, শুনেছি এই মাজারে নাকি খাবার পাওয়া যায়।

আজ একুশ দিনে হেটে হেটে চাঁদপুর হাজীগঞ্জ থেকে কুমিল্লা স্টেশনে এসেছি। যাব চট্টগ্রাম আমানত শাহ-এর মাজারে। জীবনের কাছে আমার কোনো চাওয়া নেই, শুধু দুই বেলা ভাত খেতে পারলেই সুখী।

চোখ মুছতে মুছতে কথাগুলো বললেন কাশেম আলী।

#জীবন_চক্র

হাত ভাঙ্গা( Colle's Fracture) নিয়ে কবিরাজের কাছে গিয়েছিল। কবিরাজ মশাই বাঁশের চটির ব্যান্ডেজ করিয়ে দিয়েছিলেন। রক্ত চলাচল ...
20/01/2025

হাত ভাঙ্গা( Colle's Fracture) নিয়ে কবিরাজের কাছে গিয়েছিল। কবিরাজ মশাই বাঁশের চটির ব্যান্ডেজ করিয়ে দিয়েছিলেন। রক্ত চলাচল বন্ধ হয়ে Gangrene (পচে যাওয়া) গিয়েছে। এবার হাত কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকলো না।

যারা ডাক্তারদের গালি দিয়ে কবিরাজ ভালোবাসেন। তাদের জন্য এটা।

কবিরাজের কাছে কখনো কোন চিকিৎসা নিতে যাবেন না। তারা অনেক Hocus Pocus জেনে থাকলেও চিকিৎসার চ ও জানে না।

শীতের বিকেল আর গরম ভাপা পিঠা সাথে এত্তো সুন্দর প্রকৃতি 💛অসাধারণ ছিলো দিনগুলো! 🍃
20/01/2025

শীতের বিকেল আর গরম ভাপা পিঠা সাথে এত্তো সুন্দর প্রকৃতি 💛
অসাধারণ ছিলো দিনগুলো! 🍃

Address

Madhabdi

Telephone

+8801724347175

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fashion For Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share