
06/08/2025
চুনারুঘাট চিতল মুখলেস নামে পরিচিত তিনি,,
গতকাল মারা যাওয়া মরহুম আব্দুল কাইয়ুম তরফদার সাহেব ছিলেন তার নিকট তম উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, ২জন একই সাথে ভোটের মাঠে লড়াই করে নির্বাচন করে হেরে ছিলেন এই চিতল মুখলেস,
সেক্ষেত্রে একটু মান অভিমান থাকতেই পারে, তাই বলে এই ভাবে কেন.??একজন জনভোটে নির্বাচিত চেয়ারম্যান, একজন শিক্ষক, একজন সমাজসেবকে ওনাকে কি ছোট্ট করতে পারেন.?
তাও আবার মৃত মানুষ নিয়ে কথা,
পাগড়ি বা টুপির তার পার্সোনাল বিষয়, সেখানে আমার কোনো মতামত নেই,
কিন্তু তিনি সামান্য ভিউ পাওয়ার আসায় তিনি লাইভে এসে বলেছেন ওনার করা লাইভ শেয়ার না দিলে আমরা মুসলমান হবো না,
আমি ভিডিও টা দেখেছি শুনেছি আমি শেয়ার দিব না তাই বলে আমি কি মুসলিম না.??
তীব্র নিন্দা জানাই তার সেই বক্তব্যের, তিনি ওনার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে চুনারুঘাটে সকল মুসলমান এক হয়ে মুকলেস এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলা হবে।✊