
08/09/2023
মাঝে মাঝে মনে হয়,
আমার আমি নই,
ভেসে চলা যেনো এক কচুরিপানা।
জোয়ার স্রোতের টানে,
ভেসে চলি আনমনে,
কুল হারা করে দেয় বায়ু দখিনা।
পারিনি হতে কারো,
প্রিয়জন কাছে আরও,
থেকে গেছি শুধু শুধু দূরে দাঁড়িয়ে।
স্বপ্ন পুষেছি মনে,
সুখেরী আয়োজনে,
আসেনি তো কেউ কাছে হাত বাড়িয়ে।