মুসাফির

মুসাফির দুনিয়ার মুসাফির i am a muslim i love Mohammad

সুবহানআল্লাহ
19/05/2025

সুবহানআল্লাহ

বিকেলের ফুটবল মাঠ.⚽😊
16/05/2025

বিকেলের ফুটবল মাঠ.⚽😊

সান্ডা এখন সেলিব্রিটি!ছোট্ট এই প্রাণীটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চলছে ব্যাপক আলোচনা। কফিলের ছেলের জন্য সান্ডা খুঁজতে খ...
16/05/2025

সান্ডা এখন সেলিব্রিটি!

ছোট্ট এই প্রাণীটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চলছে ব্যাপক আলোচনা। কফিলের ছেলের জন্য সান্ডা খুঁজতে খুঁজতে প্রাণীটিকে রীতিমতো ফেসবুক সেলিব্রিটি বানিয়ে দিয়েছে নেটিজেনরা।
বাঙ্গালীরা সাণ্ডা ভেবে যেন গুইসাপ খাওয়া শুরু না করে।

আসুন জেনে নিই সান্ডা ও গুইসাপের পার্থক্যঃ

15/05/2025

তুমি থাকলে আজ আমার জীবনের সমীকরণটা অন্যরকম হতো বাবা।🥺💔

মনের দাবী পূরন না হলে মানুষের বাঁচার স্বাদ কমে যায়...💔
15/05/2025

মনের দাবী পূরন না হলে
মানুষের বাঁচার স্বাদ কমে যায়...💔

14/05/2025

Alhamdulillah For Everything😊

14/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Nayon Imran, Debendra Nath Tarapder, Nirjon Haider, Md. Saifu, Monir Hossain, Saiful Islam, Delwar Hossan, Farhan Imroz, Jakir Hossain, Md Eunus Sarkar, Sudipta Mate, Sazzad Zahid

বন্ধুত্বতো এমনি হয়!এক যু*দ্ধে একজন সৈ*ন্য তার আ*হত বন্ধুকে যু*দ্ধ*ক্ষেত্র থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।তার ক্যাপ্টেন বললেন, ...
13/05/2025

বন্ধুত্বতো এমনি হয়!

এক যু*দ্ধে একজন সৈ*ন্য তার আ*হত বন্ধুকে যু*দ্ধ*ক্ষেত্র থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

তার ক্যাপ্টেন বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু সৈ*নিক তখনও গিয়ে তার বন্ধুকে ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ক্যাপ্টেন বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

সৈ*নিক উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"

কথা সংগৃহীত

13/05/2025

এক মাওলানা এক বৃদ্ধাকে ছরকায় সূতা কাটতে দেখে বললেন, বুড়ি, সাড়া জীবন কি শুধু ছরকা ঘুরাতে রইলে, নাকি খোদাকেও জানার জন্য কিছু করলে? বৃদ্ধা উত্তর দিল, বেটা, এ ছরকার মধ্যে আমি খোদাকে জানতে পেরেছি। মাওলানা সাহেব বললেন কি আশ্চর্য! তাহলে বলেন দেখি, আল্লাহ মওজুদ আছে কিনা? বুড়ি বললো, প্রতিটি মুহুর্তে, রাতদিন সব সময় আল্লাহ মওযুদ আছেন। মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন এটা কিভাবে? সে বললো, এভাবে, যেমন- যতক্ষন পর্যন্ত আমি এ ছরকাকে চালাতে থাকি, ততক্ষন এটা চলতে থাকে এবং যখন আমি এটাকে ছেড়ে দি, তখন এটা সে অবস্থায় থেমে যায়। তাই যদি এ ছোট ছরকায় সব সময় চালকের প্রয়োজন হয়, তাহলে জমীন, আসমান, চাঁদ, সূর্যের মত বিশাল ছরকাগুলোর চালকের প্রয়োজন কিভাবে না হতে পারে। অতএব যেভাবে আমার কাঠের ছরকার একজন চালকের প্রয়োজন, সে রকম আসমান-জমীনের মত বিশাল ছরকারও চালকের প্রয়োজন।

যতক্ষন পর্য়ন্ত সে চালাতে থাকবে , ততক্ষন পর্যন্ত এ সব ছরকা ছলতে থাকবে এবং যখন সে ছেড়ে দেবে, তখন থেমে যাবে। কিন্ত আমি কোন সময় জমীন-আসমান, চাঁদ, সূর্যকে থেমে থাকতে দেখিনি। এতে প্রমানিত হয় যে, এগুলোর চালক সব সময় মওযুদ আছেন।

মাওলানা সাহেব পুনরায় জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন দেখি, আসমান-জমীনের চালক একজন, কি দুজন? বুড়ি জবাব দিল, একজন এবং এর প্রমাণও আমার এ ছরকা। কেননা, যখন আমি এ ছরাকাকে আমার মর্জি মোতাবেক যেদিকে চলনা করি, তখন এ ছরকা আমারই মর্জিমত সেদিকে চলে। যদি অন্য আর একজন চালক হতো, তাহলে সে হয়ত আমার সাহায্যকারী হয়ে আমার মর্জি মুতাবে চালাতো। তখন ছরকার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে উৎপাদনে ব্যাঘাত হতো আর যদি সে আমার মর্জিও বিপরীত এবং আমার চালনার উল্টোদিকে চালাতো, তাহলে এ ছরকা হয়তো থেমে যেত অথবা ভেঙ্গে যেত। কিন্তু এরকম হয়নি। কেননা আমি ছাড়া অন্য কেউ এটা চালায় নাই।

অনুরূপ আসমান-জমীনের যদি দ্বিতীয় আর একজন চালক হতো, তাহলে নিশ্চই আসমানী ছরকার গতি বৃদ্ধি পেয়ে রাত দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেতো বা থেমে যেত বা ভেঙ্গে যেত। যখন এরকম হয়নি, তাহলে নিশ্চই মনে করতে হবে আসমান জমীনের ছরকা চালক একজনই।

সবকঃ
দুনিয়ার প্রতিটি জিনিস স্বীয় সৃষ্টিকর্তার অীস্তত্ব ও একত্বের স্বাক্ষী। কিন্ত এটা উপলব্ধি করার জন্য সুষ্ঠ জ্ঞানের প্রয়োজন।

তথ্যসূত্র
সীরাতুছছালেহীন ৩পৃঃ
ইসলামের বাস্তব কাহিনী - ১ম খন্ড

প্রকৃতি যখন কথা বলে,,🥰
11/05/2025

প্রকৃতি যখন কথা বলে,,🥰

প্রকৃতির অসাধারণ রুপ,,🥰
11/05/2025

প্রকৃতির অসাধারণ রুপ,,🥰

এক চিমটি ওজন বাড়ে না🤣
10/05/2025

এক চিমটি ওজন বাড়ে না🤣

Address

Dhaka Sylhet
Madhabpur
3333

Alerts

Be the first to know and let us send you an email when মুসাফির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুসাফির:

Share