বিডিনিউজ অনলাইন - Onlinebdnews24x7

বিডিনিউজ অনলাইন - Onlinebdnews24x7 সত্যের পথে নির্ভিক, আমরা সত্য প্রকাশে নির্ভয়!

06/09/2025

ভারতে নারী সহপাঠীকে চরিত্রহীন বলায় বন্ধুদের হাতে ১ মিনিটে ২৬ থাপ্পড়!
উত্তরপ্রদেশের লখনউতে অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের আইন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সহপাঠীরা এক মিনিটেরও বেশি সময় ধরে কমপক্ষে ২৬ বার চড় মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
জানাযায় এক নারী সহপাঠীর চরিত্র নিয়ে কথা বলায় সেই নারী সহপাঠী ও তার ছেলে বন্ধুরা তাকে এই নির্যাতন করে।

06/09/2025

গতকাল নূরাল পাগলার মাজারে হামলায় মাজার খাদেম নিহত, আহত অর্ধশত।

05/09/2025

লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া কে প্রকাশ্যে অপদস্ত করলো উশৃংখল যুবকেরা।

05/09/2025

তুরষ্ক TB-3 ড্রোনের সফল পরিক্ষা চালিয়েছে যা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে টেইক অফ এবং ল্যান্ড করতে সক্ষম।

05/09/2025

সাতছড়ির সেগুন গাছ চুরির নিউজ করে চাঁদাবাজি মামলা খেলেন কালবেলা সাংবাদিক মুজাহিদ মসি

05/09/2025

তীব্র গরম থেকে বাঁচতে বানিয়ে ফেলুন ঘরের ছাদে সুইমিংপুল!

05/09/2025

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সন্ধ্যায় আবারও হামলা, ভাংচুর, আগুন!

05/09/2025

রাজবাড়ীতে কবর থেকে তুলে পুড়িয়ে দিল নূরাল পাগলার লাশ!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরুল হক ওরফে নুরাল পাগল নামের এক ব্যক্তিকে মাটি থেকে কয়েক ফুট উঁচু বেদি তৈরি করে দাফন করা হয়েছে। এটি 'শরিয়ত পরিপন্থী' দাবি করে করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে উত্তেজিত জনতা কবর থেকে নুরুল হকের লাশ উত্তোলন করে পদ্মার মোড় এলাকায় অগ্নিসংযোগ করেন।

আজ শুক্রবার (৫ই সেপ্টেম্বর) দুপুরের পর বিক্ষুব্ধ জনতা এ হামলা ও অগ্নিসংযোগ করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় পুলিশের দুইটি ডাবল কেবিন পিকআপসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির ভাজুর করা হয়।

খরব পেয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ সেনবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনেন। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব এই তথ্য নিশ্চিত করেছেন।

05/09/2025

বিমানে ওঠার আগে রানওয়েতে বসে প্রস্রাব এক ভারতীয়র। ভিডিও ভাইরালের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড়!

05/09/2025

আজ জুমার নামাজের পর রাজধানীতে আওয়ামী লীগের বিশাল মিছিল।

আবারও রাজধানীর ধানমণ্ডিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল হয়েছে। পুলিশ বলছে ঘটনাস্থলে গিয়ে তারা কাউকে পায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার জুমার নামাজের পর হঠাৎ করে ধানমণ্ডি-৩ এলাকায় একদল যুবক মিছিল শুরু করে। তাদের কাছে ব্যানার ছিল। তারা পলাতক শেখ হাসিনার নামে স্লোগান দেয়। প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়। কেউ কেউ হেলমেট ও মাস্কে মুখ ঢেকে রাখলেও বেশিরভাগের মুখমণ্ডলই ছিল খোলা।

শুক্রবার দুপুরে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বিডিনিউজ অনলাইন - Onlinebdnews24x7 অনলাইনকে বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর ঘটনা ঘটে। খুবই স্বল্প সময়ে তারা স্লোগান দিয়ে দ্রুত স্থান ছেড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।
তবে স্থানীয়রা বলেন এত লোকের একসাথে বারবার মিছিল করাটা গোয়েন্দা ব্যার্থতা কিনা তা খতিয়ে দেখা দরকার।

05/09/2025

ইন্দোনেশিয়ায় আঞ্চলিক সংসদ ভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা! নিহত ৩ আহত ৫!
শ্রীলঙ্কার পরে বাংলাদেশ, তারপর ইন্দোনেশিয়া। এরপর সিরিয়াল কার?

ইন্দোনেশিয়ায় দুর্নীতিবিরোধী আগুন!
সেপ্টেম্বর ২০২৫—রাজধানী জাকার্তাসহ দেশজুড়ে উত্তাল বিক্ষোভ!
হাজার হাজার মানুষ রাস্তায় নেমে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সরব।
🔹 সংসদ সদস্যদের বিলাসী জীবনযাপন ও ভোগবিলাসে সাধারণ জনগণের ক্ষোভ
🔹 ভাতা-কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর দাবানলের মতো ছড়িয়ে পড়া আন্দোলন
🔹 সহিংসতায় রূপ: সংসদ সদস্যদের বাড়িতে হামলা, আগুন, লুটপাট
🔹 পুলিশের গুলি ও দমননীতি—নিহত কমপক্ষে ৬ জন, আহত শতাধিক
আজকের ভিডিওতে থাকছে—
🔸 প্রেসিডেন্টের জরুরি সিদ্ধান্ত: সব বিশেষ ভাতা বাতিল, বিদেশ সফরে নিষেধাজ্ঞা
🔸 সেনা-পুলিশের টহল ও সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ
🔸 মানবাধিকার সংস্থার উদ্বেগ—গণতান্ত্রিক সংকট নাকি সামরিক ছায়া?
🔸 ইন্দোনেশিয়া কি রাজনৈতিক সংস্কারের পথে যাবে, নাকি ভয়ংকর দমননীতির দিকে?
👉 এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ইন্দোনেশিয়া!

05/09/2025

ঝর্ণার পানিতে গোসলের সময় আকস্মিক হামলা করে পাইথন! কোন রকম পালিয়ে বাঁচে বাচ্চারা!

Address

Madhabpur
3331

Alerts

Be the first to know and let us send you an email when বিডিনিউজ অনলাইন - Onlinebdnews24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিডিনিউজ অনলাইন - Onlinebdnews24x7:

Share