05/09/2025
ইন্দোনেশিয়ায় আঞ্চলিক সংসদ ভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা! নিহত ৩ আহত ৫!
শ্রীলঙ্কার পরে বাংলাদেশ, তারপর ইন্দোনেশিয়া। এরপর সিরিয়াল কার?
ইন্দোনেশিয়ায় দুর্নীতিবিরোধী আগুন!
সেপ্টেম্বর ২০২৫—রাজধানী জাকার্তাসহ দেশজুড়ে উত্তাল বিক্ষোভ!
হাজার হাজার মানুষ রাস্তায় নেমে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সরব।
🔹 সংসদ সদস্যদের বিলাসী জীবনযাপন ও ভোগবিলাসে সাধারণ জনগণের ক্ষোভ
🔹 ভাতা-কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর দাবানলের মতো ছড়িয়ে পড়া আন্দোলন
🔹 সহিংসতায় রূপ: সংসদ সদস্যদের বাড়িতে হামলা, আগুন, লুটপাট
🔹 পুলিশের গুলি ও দমননীতি—নিহত কমপক্ষে ৬ জন, আহত শতাধিক
আজকের ভিডিওতে থাকছে—
🔸 প্রেসিডেন্টের জরুরি সিদ্ধান্ত: সব বিশেষ ভাতা বাতিল, বিদেশ সফরে নিষেধাজ্ঞা
🔸 সেনা-পুলিশের টহল ও সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ
🔸 মানবাধিকার সংস্থার উদ্বেগ—গণতান্ত্রিক সংকট নাকি সামরিক ছায়া?
🔸 ইন্দোনেশিয়া কি রাজনৈতিক সংস্কারের পথে যাবে, নাকি ভয়ংকর দমননীতির দিকে?
👉 এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ইন্দোনেশিয়া!