09/08/2025
📜 আল্লাহর পথে ফেরা – পর্ব ১
শিরোনাম: হারানো নামাজ
রাকিব ছোটবেলায় নামাজ পড়তো। মা ডেকে দিতেন, বাবা মসজিদে নিয়ে যেতেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার নামাজ কমতে লাগলো।
বন্ধুদের আড্ডা, মোবাইল গেম, আর দুনিয়ার ব্যস্ততা তাকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে নিয়ে গেল।
একদিন সকালে কাজে বের হওয়ার পথে সে দেখল—রাস্তার ধারে একটি জানাজা পড়ানো হচ্ছে।
মানুষজন দাঁড়িয়ে আছে, ইমাম তাকবির দিচ্ছেন। রাকিব দাঁড়িয়ে শুধু দেখছে, কিন্তু নিজে জানাজায় শামিল হচ্ছে না।
হঠাৎ তার মনে প্রশ্ন জাগল—
"আজ যদি এই জানাজাটা আমার হত?"
তার বুক কেঁপে উঠলো। সারা দিন এই চিন্তাই তাকে তাড়া করলো।
সেদিন রাতে বিছানায় শুয়ে কান্না করে বলল—
"ইয়া আল্লাহ! আমি আপনার কাছে ফিরে আসতে চাই। আমার ভুলগুলো মাফ করে দিন।"
📖 শিক্ষা: রাসুল ﷺ বলেছেন—
"যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি নামাজ ছেড়ে দেয়, সে বড় গুনাহ করল।" (ইবনে মাজাহ)