06/09/2025
ফিটকিরি🙂
আসুন জেনেনি ফিটকিরির গুন! ❤️🖤
ফিটকিরি হলো সহজলভ্য কিন্তু অসাধারণ উপকারী একটি প্রাকৃতিক উপাদান। স্বাস্থ্য, সৌন্দর্য, জীবাণুনাশ, গৃহস্থালি কাজ সব ক্ষেত্রেই এর ব্যবহার আপনাকে দেবে চমকপ্রদ ফলাফল।
১. ফিটকিরি গুড়ো করে সাথে গোলাপজল মিশিয়ে মুখে লাগালে ব্রণ দূর হয়।
২. চুলকানি হলে ফিটকিরির পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন, চুলকানি কমে যাবে।
৩. গোসলের পানিতে ফিটকিরি মেশালে ত্বক মসৃণ হয়।
৪. দাড়ি কামানোর পর জীবাণুনাশক হিসেবে ফিটকিরি টুকরা ভিজিয়ে মুখে ঘষুন।
৫.পায়ের গোড়ালি ফাঁটলে ফিটকিরি ভেজানো পানিতে পা ডুবিয়ে রাখুন, এরপর পায়ে তেল দিন।
৬. ত্বকের জ্বালাপোড়া করলে আক্রান্ত স্থানে ফিটকিরি পানি লাগান।
৭. ভেজা ফিটকিরি সরাসরি ক্ষতে লাগালে ছোট কাটা-ছেঁড়া দ্রুত সেরে যায়।
৮. বগলের অতিরিক্ত ঘাম কমাতে ফিটকিরি পানি লাগান।
৯. কোনো ক্ষতের সৃষ্টি হলে ক্ষতস্থানে ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন।
১০. শরীরে ফোড়া উঠলে গরম পানিতে ফিটকিরি মিশিয়ে তুলা দিয়ে লাগান, সেরে যাবে।
১১. চুলকানিযুক্ত চর্মরোগ থাকলে ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন, কমে যাবে।
১২. পায়ের ফাঙ্গাস দূর করতে ফিটকিরি পানি দিয়ে পা ধুয়ে নিন।
১৩. গৃহপালিত পশুর ক্ষত সারাতে ক্ষতস্থানে ফিটকিরি পানি লাগান।
১৪. পানির জীবাণু নাশ করতে পানিতে সামান্য ফিটকিরি দিয়ে রেখে দিন।
১৫. পানির ময়লা পরিষ্কার করতে পানিতে ফিটকিরি মিশিয়ে রাখলে, ময়লা তলায় জমে যায়।
১৬. কাপড়ের দুর্গন্ধ দূর করতে কাপড় ধোয়ার পানিতে ফিটকিরি মিশিয়ে নিন।
১৭.গোসলখানার দুর্গন্ধ কমাতে ফিটকিরি পানি ছিটিয়ে দিন।
১৮. জুতা দুর্গন্ধমুক্ত করতে রাতে জুতায় ফিটকিরি গুড়া ছিটিয়ে দিয়ে রাখুন।
১৯. বাথটবের পানি জীবাণুমুক্ত করে গোসলের পানিতে ফিটকিরি দিন।
২০. মাছ কাঁটার পর হাত থেকে গন্ধ দূর করতে ফিটকিরি পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।
২১. ফিটকিরি পানি দিয়ে কুলি করলে দাঁতের ব্যথা কমে যায়।
২২. মুখের দুর্গন্ধ দূর করতে ফিটকিরি পানি দিয়ে গার্গল করুন।
২৩. মাড়ির ইনফেকশন হলে ও রক্তপাত বন্ধ করতে ফিটকিরি মেশানো পানি দিয়ে কুলি করুন।
২৪. হালকা গরম পানিতে ফিটকিরি মিশিয়ে গার্গল করলে গলা ব্যথা ও কাশির উপশম করে।
২৫. ফিটকিরি মেশানো পানি দিয়ে মাথা ধুলে ফেললে চুল পড়া কমায়।
২৬. ফেসপ্যাকের সাথে ফিটকিরি মিশিয়ে ব্যবহার করলে ত্বক ফর্সা হয়।