
24/06/2025
জীবনে সুখ শান্তি খুঁজে পাইনি, শুধু ধৈর্যে বেঁচে আছি.
এই পৃথিবীতে আজ অব্দি সত্যিকারের সুখ বা শান্তি পাইনি। কিন্তু তারপরও আল্লাহর রহমতে এখনো বেঁচে আছি, তিন বেলা খেতে পারছি – এতটুকুর জন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ।
জানি, এই দুনিয়াতে সবারই কোনো না কোনো দুঃখ কষ্ট আছে। তবে যার কষ্ট, সে-ই সেটা সবচেয়ে বেশি বোঝে। আমিও আমারটা বোঝি – অনেক কিছু চোখের সামনে ঘটে, যা কাউকে বলা যায় না, কাউকে বোঝানোও যায় না।
অনেককেই আপন ভেবে কাছে টেনে নিই, ভাবি ওরা বুঝবে। কিন্তু সময় গেলে বোঝা যায় – এই দুনিয়াতে কেউ আসলেই কারো না। যাদের বিশ্বাস করে কষ্ট শেয়ার করি, তারাই সুযোগ পেলে আরও কষ্ট দেয়, মজা নেয়, ব্যথায় হাসে।
বিগত কিছু মাস আমার জীবনে একের পর এক ঝড় এসেছে। এমন সব মুহূর্ত গেছে – যেখানে বুকের ভেতর হাহাকার আর চোখের জলে দিন কেটেছে। কিন্তু মুখে কিছু বলিনি। কারণ, কেউ বোঝে না। বোঝার চেষ্টাও করে না।
এখন একটা জিনিস খুব ভালো করে বুঝেছি – এই দুনিয়া আসলে কিছুই না। আমরা যাদের জন্য কাঁদি, যাদের জন্য কষ্ট পাই – তারাই এক সময় এমনভাবে দূরে সরে যায় যেন কখনো চেনেই না।
তাই এখন চুপচাপ, আল্লাহকে মনে রেখে ধৈর্য ধরে চলছি। আমার ভাঙা মন, আমার যন্ত্রণা – এগুলোর সাক্ষী শুধু আমি আর আমার প্রিয় প্রভু আল্লাহ। আর কারো দরকার নেই জানারও না বোঝার।