H M JEWEL RANA

H M JEWEL RANA সামাজিক ঘটনা, অসংগতি, আইটি ও অনলাইন ভিত্তিক রিলস, ভিডিও ও ছবির জন্য আসুন।

📢🎉 সুখবর! সুখবর! সুখবর! 🎉✨🗓️ আগামী ২৯/০৮/২০২৫, রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় 🏆 গাংনালিয়া যুব ফুটবল টুর্নামেন্ট – ২০২৫...
27/08/2025

📢🎉 সুখবর! সুখবর! সুখবর! 🎉✨

🗓️ আগামী ২৯/০৮/২০২৫, রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময়

🏆 গাংনালিয়া যুব ফুটবল টুর্নামেন্ট – ২০২৫ 🏆
আগামী শুক্রবার শুরু হচ্ছে সুপার এইট-এর প্রথম ম্যাচ! 🔥⚡

⚽ মুখোমুখি হবে দুটি শক্তিশালী দল 👇

🟢 বাহারবাগ ফুটবল একাদশ
⚔️ VS
🔵 বাখেরা ফুটবল একাদশ

🌟 দুই টিমেই অনেক নামিদামি খেলোয়াড়ের আবির্ভাব ঘটবে এই হাই-ভোল্টেজ ম্যাচে।
🎊 উক্ত রোমাঞ্চকর খেলা উপভোগ করতে আপনারা চলে আসুন প্রিয় মাঠে।

📍 স্থান : গাংনালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ
👥 আয়োজনে : গাংনালিয়া এবং বরিশাট যুব সমাজ

দ্বিতীয় রাউন্ডের খেলা আগামী ২৯/০৮/২০২৫ইং তারিখ থেকে শুরু হচ্ছে, ইনশা আল্লাহ।আপনারা সবাই আমন্ত্রিত।
20/08/2025

দ্বিতীয় রাউন্ডের খেলা আগামী ২৯/০৮/২০২৫ইং তারিখ থেকে শুরু হচ্ছে, ইনশা আল্লাহ।
আপনারা সবাই আমন্ত্রিত।

গ্রাম বাংলায় জাতীয় ফুল শাপলার জলাধারে আমার প্রতিষ্ঠানের নাম সম্বলিত একটি ছবি।
09/08/2025

গ্রাম বাংলায় জাতীয় ফুল শাপলার জলাধারে আমার প্রতিষ্ঠানের নাম সম্বলিত একটি ছবি।

07/08/2025

ফটোকপি মেশিনের যন্ত্রনায় আজও মতিঝিলে আছি।

প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সাঃ) রওজা মোবারক। ভালোবেসে থাকলে শেয়ার, লাইক ও কমেন্টস করো।
30/07/2025

প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সাঃ) রওজা মোবারক। ভালোবেসে থাকলে শেয়ার, লাইক ও কমেন্টস করো।

23/07/2025

4-0 গোলে জয় লাভ আমাদের দলের।

23/07/2025
আলহামদুলিল্লাহ ! আগামী ৮ই আগষ্ট ২০২৫ থেকে আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে, ইনশা আল্লাহ। নিচে কার সাথে কোন দল খ...
23/07/2025

আলহামদুলিল্লাহ ! আগামী ৮ই আগষ্ট ২০২৫ থেকে আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে, ইনশা আল্লাহ। নিচে কার সাথে কোন দল খেলবে এবং তারিখ ও বার উল্লেখ করা হলো।

সবাই আমন্ত্রিত।

প্রিয় মাগুরাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের আন্তরিক সহযোগিতা ও পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।একটি ঘোষণাঃ গাংনালিয়া...
23/07/2025

প্রিয় মাগুরাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের আন্তরিক সহযোগিতা ও পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।

একটি ঘোষণাঃ গাংনালিয়া যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দ্বিতীয় রাউন্ডের খেলা এখনও শুরু হয়নি।

অথচঃ

একটি অসাধু চক্র বা প্রতারকগণ, আমাদের টুর্নামেন্ট এর ফাইনাল খেলার কথা বলে বিভিন্ন স্থান বা লোকজনের নিকট থেকে অর্থ সহায়তা সংগ্রহ করছে।

যা আমাদের কমিটির কোন লোক জানে না। ফলে আপনারা খেলা উপলক্ষ্যে কাউকে কোন ধরনের আর্থিক সহযোগিতা দিবেন না।

যারা আপনারদের কাছে আর্থিক সহযোগিতার জন্য যাবে, তারা অবশ্যই অসাধু চক্র বা প্রতারকগণ। তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন।

ধন্যবাদান্তে
গাংনালিয়া যুব ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি

19/07/2025

মসজিদ নীতিমালা অনুযায়ী হিন্দুরা কী মসজিদের সভাপতি হবেন???

18/07/2025
15/07/2025

ব্যক্তির জন্য নয়, কর্মের জন্য মানুষ অমর হয়।

Address

বরিশাট নতুনপাড়া, শ্রীপুর, মাগুরা।
Magura
7610

Website

https://techdunia.info/

Alerts

Be the first to know and let us send you an email when H M JEWEL RANA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share