08/02/2025
🎋🎋তাজবীদুল কুরআন আইডিযাল মাদ্রাসার🎋 হিফয শিক্ষার্থীদের পাঠ উন্নতি উৎসাহিত করার জন্য জানুয়ারি মাসে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়,তাই ছাত্রদেরকে বলা হয়েছিল যে জানুয়ারি মাসে যে সর্বোচ্চ বেশি সবক শোনাতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এবং জানুয়ারি মাসে কোন অনুপস্থিত থাকবে না তাকেও পুরস্কৃত করা হবে,,,
এই প্রতিযোগিতায় সর্বোচ্চ সবক দিয়ে পুরস্কার পেয়েছেন, মোহাম্মদ মোরশেদুল ইসলাম শিহাব,
সর্বোচ্চ উপস্থিতির জন্য পুরস্কার পেয়েছেন মোহাম্মদ ফারাবী হাসান স্বাধীন,
ছাত্রদেরকে পুরস্কার তুলে দিচ্ছেন, তাজবীদুল কুরআন আইডিয়াল মাদ্রাসার শিক্ষা পরিচালক রেজাউল করিম হিফয শিক্ষক মোঃ গোলাম আযম ও হাফেজ তানভির আহমেদ,,,
ছাত্রদের পড়ালেখার উন্নতির করার জন্য প্রতি মাসে উৎসাহিত প্রতিযোগিতার আয়োজন করতে পারি, সকলের নিকট দোয়ার দরখাস্ত,, আল্লাহ যেন সকলকে হাফেজ আলেম হিসেবে কবুল করুক,, # # আমিন # #🤲🤲🤲