Sheikh Foundation - শেখ ফাউন্ডেশন

Sheikh Foundation - শেখ ফাউন্ডেশন This is the official page of Sheikh Foundation.Like to stay connected with us . For Man +8801302-430085, For Women +8801743-968900

পরিচিতি
সংগঠনের নাম: শেখ ফাউন্ডেশন
স্লোগান: “কোরআন সুন্নাহর সাথে মুসলিম উম্মাহর পাশে”

নাম করণের কারণ :
মরহুম হারান শেখ মাগুরা জেলার ০৫ নং হাজরাপুর ইউনিয়নের বাঁশতৈল গ্রামের বাসিন্দা ছিলেন । তিনি সমাজের একজন সজ্জন ব্যক্তি ছিলেন । তাঁর পরকালীন মুক্তি কামনায় এ সংগঠন টি প্রতিষ্ঠিত । যা তাঁহার বংশধরদের মাধ্যমে পরিচালিত একটি সম্পূর্ণ ধর্মীয় অলাভ জনক প্রতিষ্ঠান ।

লক্ষ্য ও উদ্দেশ্য:
কোরআন শিক্ষা ও মহ

ানবী হযরত মোহাম্মাদ সাঃ সুন্নাহ আদর্শ বাস্তবায়নের মাধ্যমে মানুষ কে ধর্মের বিধান পালনে আগ্রহী করে তোলা এবং প্রচলিত ধর্মীয় অজ্ঞতা ও কুসংস্কার দূর করে সঠিক ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করে সমাজে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে পরকালীন মুক্তি লাভ করা ।

কর্ম পরিকল্পনা:
কোরআন শিক্ষা, কোরআন ও আমপারা বিতরণ এবং মহানবী হযরত মোহাম্মাদ সাঃ সুন্নাহ কে নিয়েই আমাদের মূল পরিকল্পনা ।

কোরআন শিক্ষা:
শেখ ফাউন্ডেশন “হাফিজার এন্ড রেবেকা হাফিজিয়া মাদ্রাসা”র মাধ্যমে মাগুরা জেলার ৫ নং হাজরাপুর ইউনিয়নের সব বয়সের সকল মুসলমান দের জন্য অফলাইনে- অনলাইনে বয়ষ্ক পুরুষ ও বয়স্ক মহিলাদের কোরআন শিক্ষার আয়োজন করছে, আপনি ও কোরআন শিক্ষা গ্রহন করতে পারেন ।

কোরআন শিক্ষার বৈশিষ্ট্য সমূহ :
১। দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত পুরুষদের জন্য পুরুষ এবং মহিলাদের জন্য মহিলা শিক্ষিকার মাধ্যমে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন পাঠদান করানো হয় ।

২। কঠিন উচ্চারণ গুলো মাশক্বের মাধ্যমে সহীহ্ করা হয় । হরফের মাশক্ব, সূরার মাশক্ব, নামাজের মাশক্বের ব্যবস্থা করা হয় ।

৩। ওযু, গোসল, তায়াম্মুম ও নামাজের বাহির ও ভিতরের ফরয, ওয়াজিব, সুন্নাহ ও নফল সম্পর্ক সহ ওযু, নামাজ, রোজা ভজ্ঞের কারণ সমূহ শিক্ষা দেওয়া হয় ।

৪। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জুরুরি দোয়া, মাসয়ালা - মাসায়েল শিক্ষা দেওয়া হয় ।

৫। যারা বয়স্ক কোরআন পড়তে পারে না তাদের কে সহীহ্ ও শুদ্ধ ভাবে নামাজ শিক্ষার ব্যবস্থা করা হয় ।

বি: দ্রঃ
শুধু মাত্র মাগুরা জেলার ৫নং হাজরাপুর ইউনিয়নের ১৫ টি গ্রামের ৪৬ টি মসজিদে বিনামূল্যে আমপারা, পবিত্র কোরআন বিতরণ ও বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম চালু আছে , আপনার প্রয়োজনে ফ্রি কপি সংগ্রহ করে নিতে পারেন ||

আসুন আমরা সবাই কোরআন পড়া শিখি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলি ও ধর্মীয় বিধী- বিধান আনুসারে জীবন গঠন করি ।
আল্লাহ আমাদের সহায় হোক ||

আপনার প্রয়োজনে যোগাযোগ করুন :

https://www.facebook.com/share/18giCJLga2/?mibextid=wwXIfr

https://youtube.com/?si=StIPhpW504so6A0m

[email protected]
পুরুষদের জন‍্য : +88 01302 430085
মহিলাদের জন্য : +88 01743 968900
Alomkhali Bazar Loskor para
Rawtara- 7600, Magura Sadar Magura Bangladesh.

18/11/2025
একটি শোক সংবাদ: রাউতড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজের ( রাউতড়া, মাগুরা সদর, মাগুরা ) অবসর প্রাপ্ত আমাদের প্রিয় শিক্ষক আ: কু...
12/09/2025

একটি শোক সংবাদ: রাউতড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজের ( রাউতড়া, মাগুরা সদর, মাগুরা ) অবসর প্রাপ্ত আমাদের প্রিয় শিক্ষক আ: কুদ্দুস মিয়া স্যার আজ সকাল ৭.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহির রাজিউন।

আজ আসর বাদ রামনগর গ্রামে ( রাউতড়া, মাগুরা সদর, মাগুরা) স্যারের জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ করা হলো।

আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীরভাবে সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি যাতে তাঁর শোকাহত পরিবার যেন এই অপূরনীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারেন ।।

24/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সর্বশেষ আপডেট

22/07/2025

মাইলস্টোন স্কুলের মর্মান্তিক ঘটনায় আহত আমাদের ছোট ছোট সন্তান সহ সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদের জন্য লাইফস্প্রিং উত্তরা ব্রাঞ্চে আগামী ৩ মাস বিনামূল্যে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া হবে।

কিছু ক্ষত এতোটাই দাগ কেটে যায় যে সেখান থেকে স্বাভাবিক হয়ে ফিরে আসতে প্রয়োজন ভরসা, সাহস ও প্রফেশনাল সাপোর্ট।

মাইলস্টোন স্কুলের সকল শিক্ষার্থী, পরিবার ও শিক্ষকদের এই কঠিন সময়ে পাশে আছি আমরা, নির্দ্বিধায় কল করুনঃ 09638 505 505

06/06/2025

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
(আল্লাহ আপনাদের এবং আমাদের নেক আমলগুলো কবুল করুন) ।
আপনাদের সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।।

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
31/03/2025

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

Address

Bustol, Rawtara, Magura Sadar
Magura
7600

Opening Hours

Monday 09:00 - 13:00
Tuesday 09:00 - 13:00
Wednesday 09:00 - 13:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 13:00
Sunday 09:00 - 13:00

Telephone

+8801302430085

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Foundation - শেখ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheikh Foundation - শেখ ফাউন্ডেশন:

Share