
26/06/2025
"রথযাত্রা আমাদেরকে ভগবানের সেবা করার একটি সুযোগ প্রদান করে। আমরা ভগবান জগন্নাথের রথ টানতে পেরেছি। গুণ্ডিচা মন্দিরে আপনারা একটি দড়ি রাখতে পারেন এবং সেখানে যদি কোন রথ নাও থাকে কেবলমাত্র দড়িটি টানার মাধ্যমে আপনারা কৃপা পেতে পারেন। আমি শুনেছি রথযাত্রার দড়ি কেবলমাত্র স্পর্শ করার মাধ্যমে এই জগতে আর পুনর্জন্ম লাভ করতে হয় না। যাই হোক, আমাদের মনুষ্যজীবনের উদ্দেশ্য বিশেষত ভগবানের সেবা করা। এখন রথযাত্রা উপলক্ষে আমাদের ভগবানের প্রতি বিভিন্ন সেবা নিবেদনের বিশেষ সুযোগ রয়েছে। কেউ রথ টানে, কেউ কীর্তন করে, কেউ পূজা করে এবং কেউ কেউ ভগবান জগন্নাথের সম্মুখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে।