29/08/2024
(পোস্টটি সর্বোচ্চ শেয়ার চাই।)
==অপরাধ যখন বিএনপি সমার্থক==
গত ০২ মে ২০১৬ তারিখ নহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে আলী মিয়া এবং লিটন মিয়া গ্রুপের মধ্যে ইউনিয়ন ব্যাপি সংঘর্ষ হয় আর সেই সংঘর্ষের স্পট হয় বিল্লোপাড়া, সারদিন তান্ডব চলে বিল্লোপাড়া বিশ্বাস বাড়ি তথা আরও কয়-একটি গ্রামে। সর্বোচ্চ ক্ষতি হয় বিল্লোপাড়া বিশ্বাস বাড়িতে, বাড়ি-ঘড় ভাংচুর, লুটপাট চলে দিন ভর। এমনকি প্রায় ১০০টি বিদ্যুৎ এর মিটাট ভাংচুর করা হয়। পরের দিন জনাব আলী মিয়া চেয়ারম্যান হয়।
তার প্রায় তিন মাস ১৩ দিন পর ১৫/০৯/২০১৬ তারিখ সন্ধ্যায় বিল্লোপাড়ার মোঃ আয়েন উদ্দীন বিশ্বাসের ছেলে মোঃ আমিনুর বিশ্বাসকে একদল আওয়ামী সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে হাতুড়ি, টিউবওয়েলর হাতল, রড এবং বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মোঃ আমিনুর বিশ্বাসের উপর নৃশংস হামলা চালায়, মৃত ভেবে পুকুরে ফেলে রেখে চলে যায়। এতে তার শরীর প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়, সারা শরীরে প্রচুর জখমের চিহ্ন পাওয়া যায় যা ছবিতে স্পষ্ট, তাকে উদ্ধার করে মাগুরা সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারি পরিক্ষার পরে তার ডান পা এবং ডান হাত ভাঙ্গার সাথে সাথে হাড় গুলো গুড়ো হয়ে যায়। হাতুড়ির আঘাতেট দাগ তার শরীরে স্পষ্ট দেখা যাচ্ছে। সন্ত্রাসীরা শুধু তাকেই জখম করেনি তার পরিবারটাকেও ধ্বংস করে দিয়েছে, তার ৮ সদস্যের পরিবারে একমাত্র সেই উপার্জনকারী, অর্থ অভাবে কষ্টে চলে তার সংসার।
তার অপরাধ সে বিএনপির সমার্থক ছিলো। আজও সে তার কোন বিচার পায়নি। নহাটা ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গসংগঠন তথা সারা ইউনিয়ন বাসী এবং পুরো দেশবাসীর প্রতি আবেদন আপনারা এই জঘন্যতম কর্মকাণ্ডের বিচারের দাবি তুলুন। প্রসাশনের দৃষ্টিতে আর্কষণ করছি, আপনারা দোষীদের বিচারের মুখামুখি করুন।
আশা করি প্রতিটি অন্যায়ের বিচার হবে।