Hridoy's Dream

  • Home
  • Hridoy's Dream

Hridoy's Dream Assalamu Alaikum! Welcome to the official page of Hridoy. Stay connected for the latest updates, engaging content, and more.

Thank you for being a part of this journey! Stay tuned for exciting content and updates! এই পঞ্চইন্দ্রিয়ের অসম্ভব উত্তেজনা কেবল স্বপ্নকে ঘিরেই।
কেউ স্বপ্ন দেখে বিরাট অট্টালিকা নির্মাণ করবে গাড়ি বাড়িতে সজ্জিত থাকবে।
বিলাসবহুল জীবনযাপন করবে।
আবার কেউবা সামান্যতম স্বপ্নের পিছেই অদম্য শক্তি সঞ্চয় করে ব্যর্থতায় রূপ পরিগ্রহ করে।
প্রতিটি স্মৃতিকাতরতা, আমাকে উদ্বুদ্ধ করেছে লিখতে।
আমার স্বপ্ন কি আমি জ

ানিনা।
তবে জানি আমার উত্তেজিত কলম এখানে যা লিখবে তা আমার স্বপ্নের এই অংশ হয়তো।
কি জানি কবে কখন কোথায় আমার এই কলম থামে!
খুঁজি তোমারে ওহে, পড়ে যাও প্রতি পাতা নীরবে নিঃশব্দে।
সাজিয়ে নাও মোরে, ভাবিতে পারিনা কিছু তোমা বিনে।

06/08/2024

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের পক্ষে কথা না বলায় নাম খ্যাতি সব হারিয়েছেন সাকিব আল হাসান। তার একসময়ের সেরা ভক্তরাই চান যে, সাকিব যাতে বাংলাদেশের মাটিতে আর পা না রাখুক। বাংলাদেশের জার্সি গায়ে না দেন।

দেশে এতকিছু হয়ে যাওয়ার পরও সাকিবকে আপনি কি জাতীয় দলে চান?

06/08/2024

১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে,মাথাপিছু দেড় লক্ষ টাকা বৈদেশিক ঋণ....জীবনে একটাবার প্রতিবাদ করার ইচ্ছা হয়নি।

আর গণভবনের কয়েক লাখ টাকার লুটপাট দেখে অনেক কষ্ট হচ্ছে... ( তার বেশির ভাগ জিনিস ছাত্ররা মানুষের কাছ থেকে নিয়ে জমা দিয়েছে )

ফ্যাসিজমের লেজটা লুকিয়ে রাখা অনেক কষ্ট, না?

ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড!

১৭ বছর ধরে লুটের হিসাব নিয়ে পোস্ট দিতে না পারা কাপুরষ ব্যাক্তিগুলো আজ বাসায় থেকে ফেসবুক পোস্ট দিচ্ছে জাতি হিসেবে আমরা আজও সভ্য হতে পারলাম না। বাংলাদেশকে এখন ঘৃণা লাগতেছে। 😁😂

আপনারা এখন দলের দালালি না করে পারলে দেশের জন্য দালালি করেন, তখন বুঝা যাবে আপনাদের দেশ প্রেম ।

06/08/2024

শেখ পরিবারের নামে থাকা/চলমান সকল অবকাঠামোগুলোর নাম পরিবর্তন করে এই জুলাইয়ে শহীদ ছাত্রদের নামে করা হোক খুব দ্রুত সময়ে!!!

06/08/2024

শেষ মেষ হাসিনাও দেখিয়ে দিয়ে গেলো, মেয়েরা সত্যিই ছেড়ে চলে যায়🤣🤣

03/08/2024

আব্বু আম্মুদের বিখ্যাত এক লাইন-"ওরা পারলে তুই কেন পারবি না?"
আজকে তাহলে আব্বু আম্মুরা চুপ কেন?

01/08/2024

১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি, এর আগপর্যন্ত পরীক্ষা স্থগিত

31/07/2024

এসএসসি তৃতীয় বর্ষ পাশ করার পর এখন এইচএসসি তৃতীয় বর্ষ পাশের অপেক্ষায়...🤡

29/07/2024

JSC (2019) - ঘূর্ণিঝড়
SSC (2022) - করোনা + বন্যা
HSC (2024) - বন্যা + কোটা আন্দোলন
ইতিহাস এর শ্রেষ্ঠ ব্যাচ

25/07/2024

🔥 ব্রেকিং নিউজ 📌
০১ আগষ্ট পর্যন্ত সকল এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত ~ ঢাকা শিক্ষা বোর্ড

18/07/2024

শহীদ আবু সাইদ ভাই আলোচনায় বসতে চাইলে আমরা রাজি আছি আলোচনায় 🖤

18/07/2024

📌 ব্রেকিং নিউজ 🔥
২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত ~ শিক্ষাবোর্ড

18/07/2024

কিছু হইলেই দেশের ইন্টারনেট
বন্ধ কইরা দেয়,
ছোটবেলার ঝগড়ায় না পারলে
থুতু দিয়ে পালানোর মত অবস্থা।🙂

16/07/2024

রক্ত দিয়ে জামা ভেজানো,
রক্তে হাত বুলাই🥹
আমার সিরাজগঞ্জ এর ভাই ও বোনদের রক্তে রাঙানো ১৬ জুলাই🥹💔😭

09/07/2024

বিসিএস এর প্রশ্নও ফাঁস হলো, অথচ তোমার মনে কয়জন বাস করে এটা আজও ফাঁস হলোনা!

06/07/2024

|| বুয়েটের এক ভাইয়ের জীবন থেকে নেওয়া ৷৷

আমার জীবনে পাওয়া দশটি সেরা লজ্জাঃ

১) ক্লাস ফাইভে পড়ি, পাশের বাড়ির আমার বয়েসি এক ছেলের সাথে ওর বিদেশী লেগো সেট নিয়ে খেলা করি। একদিন ওর সেটের একটা পার্টস খুজে পাওয়া যাচ্ছে না। আমি ও খুজলাম। আমি ওর বাসা থেকে বের হবার সময় ওর মা আমার শার্ট প্যান্টের পকেট চেক করলো।

2) আমার এক কাজিন একটা দূর্দান্ত আই,বি,এম পিসি কিনলো। মানে ওর বাবা কিনে দিয়েছিলো। উনি তখন ইন্টার পড়তেন। সবাই কে দাওয়াত করে এনে কম্পিউটার দেখাচ্ছে। আমি ওই পিসি র মাউস টা একটু নাড়ানোর অপরাধে কষে থাপ্পড় খেলাম।

৩) কুরবানি ঈদের পরের দিন আমি বাড়িওয়ালার বাসায় দেখা করতে যাই। উনারা কথা বার্তা বললেন। আমি টেবিলে বসে আছি। পরিচারিকা পোলাও মাংস, কাবাব নিয়ে এলো। আমি হাত ধুতে বাথরুমে
গেলাম। এসে দেখি কিছুই নেই। সে তাদের
আত্মীয়কে খাবার দেবার পরিবর্তে ভুল করে আমাকে দিয়েছে। পরে সেমাই খেয়ে চলে এলাম।

৪) পাড়ার সবাই একটা রেস্টুরেন্ট এ খেতে
গিয়েছি। এক ভাইয়ার বাবা গাড়ি কিনেছেন সেই সেলিব্রেশনে। আসার সময় দামী মাইক্রোবাস এ সবার যায়গা হলো। আমার হলো না। এক বড় ভাই
বল্লো, তুমি একটা রিকশা করে চলে আসো। আমি
গাড়ি থেকে নেমে গেলাম। একটা মেয়ে ফিক করে হেসে ফেল্লো।

৫) আমার ক্যালকুলেটর নষ্ট, বন্ধু কে বললাম
এক্সাম চলছে কলেজে, দুই/তিন দিনের জন্য ক্যালকুলেটরটা ধারদে। ওর ক্যালকুলেটর টা এক্সপেনসিভ। ও দিলো না। হেসে হেসে বল্লো, এইটা হারায়া ফেললে তোর আব্বাও এইটা কিনে দিতে
পারবে না।

৬) স্কুল লাইফে একটা মেয়ে কে অনেক পছন্দ
করতাম। তাকে বলার সাহস কখনো হয়নি। একদিন সাহস করে ওর বার্থডে তে একটা গোলাপ দিয়ে ওকে বললাম, হ্যাপি বার্থডে। ওর গোলাপ টা ছুড়ে ফেলে আমাকে বল্লো, যেমন ফকিন্নি মার্কা চেহারা তেমন ফকিন্নি ছাত্র। এতো সাহস ক্যান তোমার!!
পাশে ওর অনেক বান্ধবী ছিলো, সবাই হো
হো করে হেসে ফেল্লো।

৭) ক্রিকেট ম্যাচ হবে। পাশের পাড়ার সাথে।
চ্যালেঞ্জ ম্যাচ। আমি খুবই এক্সাইটেড। আগের দিন ব্যাট মুছে রেডি করলাম। সকালে আমার মা আমাকে আদর করে দোয়া পড়ে
দিলেন। মাঠে গিয়ে দেখি আমাদের টিমে ১৪ জন। আমি ওপেনিং বোলিং করবো। হালকা প্র্যাক্টিস করছি। ক্যাপ্টেন বড় ভাই ১১ জন
সিলেক্ট করে দুই জন এক্সট্রা রাখলেন। আমি রিকশা
করে মাথা নিচু করে বাড়ি ফিরে এলাম। ১৪তম লোকটা আমি।

৮) নাইনে অংকে পেলাম ৩৯। ক্লাস টেনে রোল
নাম্বার পিছিয়ে ৬০। আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে হাসাহাসি করে। একবার আমার মামার বাসায় বেড়াতে গেলাম। ক্লাস থ্রি তে পড়া মামাতো বোন আমার কাছে একটা অংক নিয়ে এলো। সুন্দর
করে বুঝিয়ে দিলাম। আমার মামী বল্লো, যাও সুমনের (আমার আরেক কাজিন) কাছে বুঝো। ও অংক বুঝে নাকি? যথারীতি সবাই হেসে ফেল্লো।
ক্লাস থ্রি এর অংক ও আমি বুঝি না।

৯) ছোট্ট বেলায় খুব রোগা ছিলাম। দেখতেও
ভালো ছিলাম না। একসাথে পাড়ার সব ছেলেরা যখন খেলতাম, কোনো সুন্দর মেয়ে আশেপাশে এলে অন্য রা আমাকে আব্দুল আব্দুল করে ডাকতো। একবার আমি শুনতে পেরেছিলাম একটা ছেলে
বলছিলো, ওর নাম ও আব্দুল, দেখতে ও
আব্দুলের মতো।

১০) কলেজ লাইফে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের
উপস্থাপনা আমার করার কথা, কিন্তু উপস্থাপিকা আমার সাথে উপস্থাপনা করতে চায়নি। কারণ, আমি ওর লেভেলের স্মার্ট নই। আমাকে অনুষ্ঠানের দিন রিহার্সেল সত্ত্বেও দর্শক সারি তে বসতে হলো, যদিও বেশীক্ষণ থাকা লাগেনি, অন্য ছাত্র ছাত্রীর হাসাহাসির কারনে বাধ্য হয়ে বাসায় চলে এসেছিলাম।

এই ঘটনা গুলো প্রতিটাই আমার সাথে ঘটা। আমি নিজের ব্যাপারে সত্যিই কনফিডেন্ট ছিলাম না। খুব কষ্ট হতো। মাঝে মাঝে মনে হতো মরে যাই না কেনো? আমি বড়লোক নই, সুদর্শন নই, স্মার্ট নই, কথা বলতে পারি না, খারাপ ছাত্র। কি দরকার আমার পৃথিবী তে থাকার? অনেক সময় শিক্ষকদের বকা খেতাম, মার খেতাম। কিন্তু আমি বেচে রইলাম, মরতে ভয় হয়। আমি চেষ্টা করে গেলাম। আমার ভালো কোনো গুন না থাকলে ও একটা শক্তি ছিলো। স্বপ্ন কে বাস্তবতার রূপ দেবার জন্য সাহস। একা একাই যুদ্ধ করেছি। পাশে পেয়েছি আমার মা আর বাবা কে। আমার উপর তাদের অনেক বিশ্বাস ছিলো। মানুষের সব অপমান, লাঞ্ছনা সহ্য করে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমি নিজেকে পরিবর্তন করেছি।

I always forgive, but never forget.
আমার জীবন টা খুব সহজ সুন্দর ছিলো না। আমাকে জীবনে অনেক অনেক ধাক্কা খেতে হয়েছে। আর আমি শিখেছি - "জীবনে তোমার সব চেয়ে বিশ্বস্ত বন্ধু তুমি নিজেই।" চোখের পানি কেউ মুছে দেয় না, নিজেকেই মুছতে হয়। ঘুরে দাঁড়াতে হয়। যখন কোনো আশা থাকেনা, আশা তৈরী
করে নিতে হয়। লজ্জা পেয়ে মাথা নিচু করে চলে
যাবার পর ও সেখানে যাবার জন্য নিজেকে প্রস্তুত করতে হয় মাথা উচু করে সবার মাঝে নিজেকে আলোকিত করতে।
আমি কষ্ট করেছি, সবাই যখন আনন্দ করতো, আমি
তখন পারতাম না। কিন্তু একদিন পেরেছি। এবং সেই জয়ের তৃপ্তি যে কত খানি, আমি জানি।

আজ আমাকে যে কোনো প্রোগ্রামে সন্মান
করা হয়। আমাকে লজ্জা পেতে হয় না। মোটামুটি সফল একজন প্রকৌশলী বলা চলে।
আমার যে পরিমান লেগো সেট আছে,
অনেকেই ঈর্ষান্বিত হবে। আমি যে কম্পিউটার
ব্যবহার করি ওই ভ্যালু তে সাধারন মানের দশ টা
কম্পিউটার কেনা যাবে। অনেক অনেক
ইলেকট্রনিক গেজেট আমি কিনি। অপচয় হয়তো,
কিন্তু তৃপ্তি পাই। প্রতি টা লজ্জার, চড়ের, লাঞ্ছনার হিসাব আদায় করি। অসুন্দর বলে অনেক অপমানিত হয়েছি, এখন হইনা
বরং সবাই বেশ হ্যান্ডসাম ই বলে কথা না বলতে
পেরেও এখন ভালো বক্তা। আনস্মার্ট হয়েও এখন অফিসে স্মার্টনেসের রেফারেন্স।
ঘুরে দাঁড়ানো খুব কষ্টের কিছু না। প্রয়োজন শুধু
সাহস আর দমের। বুকে দম থাকলে হারতে চাইলেও হারা যায় না। আর আশা, সুন্দর একটা স্বপ্ন। যা পূরন করা একমাত্র লক্ষ্য হতে হবে।

* Don't expect help.... help yourself. আমি যখন
ভেঙ্গে পড়েছিলাম, তিন টা ওষুধ, আমার কাজে
লেগেছিলো...

Self motivation.
Self Confidence.


05/07/2024

আমরাই শেষ জেনারেশন যারা কিনা সবগুলো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছি!

Address


7600

Telephone

+8801316013721

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hridoy's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hridoy's Dream:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share