প্রতিভা বিডি

প্রতিভা বিডি ইসলাম, দেশ ও মানবতার জন্য নিবেদিত প্রাণ। 

Islami Chhatra Andolan Bangladesh is the real Islamic political Student Organization in Bangladesh. Estd.

It's Founded by Maulana Fazlul Karim (Ex-Shayekh of Charmonai). in 23 August 1991. It's a student branch of Islami Andolan Bangladesh. We want to establish Islamic Rules and it's a Farz work for all Muslims.

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পরিচিতি

বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রারম্ভিকা
‘সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ’ এর মধ্যেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহীত। এ কাজ সাধ্যানুযায়ী সর্বাত্মকভাব

ে আঞ্জাম দেওয়া প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। বিশেষ করে ছাত্রসমাজ এ কাজের যোগ্য সৈনিক কারণ ছাত্রসমাজই দেশ ও জাতির সক্রিয় ও কার্যকর জনশক্তি। এরা দেশের অমূল্য সম্পদ, ভবিষ্যত কর্ণধার। ছাত্রদের ক্লান্তিহীন শ্রম, অপ্রতিরোধ্য শক্তি এবং তীক্ষ্ম মেধার সঠিক চর্চা ও প্রয়োগের ওপর নির্ভর করে দেশের গতি-প্রকৃতি, সুখ-সমৃদ্ধি তথা জাতির আশা আকাঙ্খার প্রতিফলন। ছাত্রদের শ্রম দেশগড়ায় ও মানব কল্যাণে প্রয়োগের মাধ্যমে তাদের শক্তি অন্যায়-অবিচার-জুলুম তথা বাতিলের বিরুদ্ধে আর তাদের মেধা সত্য অন্বেষণ, দেশ ও জাতির সার্বিক কল্যাণে ব্যবহৃত হওয়ার মাধ্যমেই সার্থক হয়ে ওঠে। ছাত্রজীবনই সৎ ও আদর্শ মানুষ হওয়ার প্রথম সোপান।
ছাত্রদের মন ও মানস সর্বদাই অনুসন্ধিৎসু। একজন সচেতন ছাত্রের সম্মুখে থাকে দু’টি প্রশ্ন। একটি জীবন-জিজ্ঞাসা; সে কোথা থেকে এসেছে, এ দুনিয়ার জীবনে তার করণীয় কী এবং পরিণামে তার গন্তব্য কোথায়? দ্বিতীয়টি, যুগ-জিজ্ঞাসা; দেশব্যাপী অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হাহাকার, অশান্তি কেন? দেশের স্থায়ী শান্তি এবং মানুষের সার্বিক মুক্তির পথই বা কী? নৈতিক আদর্শ বিবর্জিত বর্তমান শিক্ষাব্যবস্থা এসবের উত্তর দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাছাড়া বিদ্যমান জাহিলী সমাজব্যবস্থার ধারক ও বাহকেরা ছাত্রদের সঠিক দিকনির্দেশনা দিতে অক্ষম। আমাদের অনেকেই নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ছাত্রসমাজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারুণ্যের শ্রম, শক্তি ও মেধা ভুল পথে পরিচালনার মাধ্যমে এই বিভ্রান্ত নেতৃত্ব নিষ্কলুষ ছাত্রসমাজের মসৃণ ও নির্মল ঐতিহ্যকে কলঙ্কময় করে তুলছে।
বারবার আমাদের সরকার পরিবর্তনে ছাত্রসমাজের বলিষ্ঠ ভূমিকা থাকলেও শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ কখনও প্রতিষ্ঠিত হয়নি। হয়নি তাদের দাবি-দাওয়ার বাস্তব প্রতিফলন। যার কারণে ছাত্রদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা। তারা আস্থা হারিয়ে ফেলছে নৈতিকতা বিবর্জিত এই ধর্মহীন শিক্ষাব্যবস্থার প্রতি। তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে যুদ্ধংদেহী মনোভাব। ছাত্রদের এহেন ভূমিকার কারণে সমগ্র জাতি আজ দিশেহারা এবং তাদের ভবিষ্যৎ সম্বন্ধে আতংকিত। এরূপ নাজুক ও সংকটময় মুহূর্তের কথা চিন্তা করে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং দীনদার বুদ্ধিজীবীগণের ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্রদের ভবিষ্যৎ কল্যাণচিন্তায় এবং তাদের শ্রম, শক্তি ও মেধার সঠিক চর্চা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, আদর্শ মানুষ হওয়ার শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং প্রচলিত জাহিলী সমাজব্যবস্থার পরিবর্তন সাধন করে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে পরিপূরক শক্তি হিসেবে ভূমিকা পালনের নিমিত্তে দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান ও প্রতিনিধিত্বশীল ছাত্রদের নিয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট, শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়। দেশের তরুণ ছাত্রসমাজকে চারিত্রিক ও নৈতিক অধঃপতন থেকে তুলে এনে সিরাতুল মুস্তাকীমে পরিচালিত করে মুসলিম মিল্লাতের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যের অভিমুখে পরিচালিত করার লক্ষ্যেই আমাদের এ অভিযাত্রা।

লক্ষ্য-উদ্দেশ্য
লক্ষ্য : জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন-সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায়-সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানবজীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূণ দ্বীন বাস্তবায়ন।

উদ্দেশ্য
আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন

এ লক্ষ্য হাসিলের জন্য ইশা ছাত্র আন্দোলন প্রণয়ন করেছে সুচিন্তিত পাঁচ দফা কর্মসূচি।

কর্মসূচি
১. ইলম ও তারবিয়াত (জ্ঞানর্জন ও প্রশিক্ষণ)
২. আমল ও তাযকিয়াহ (আমল ও আত্মশুদ্ধি)
৩. তাবলীগ (দাওয়াত)
৪. তানজীম (সংগঠন)
৫. ইনকিলাব (বিপ্লব)

১. ইলম ও তারবিয়াত:
১.১ তরুণ ছাত্রসমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলার লক্ষ্যে ইসলামের সঠিক জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করা।
১.২ ইসলামী ও আধুনিক শিক্ষায় ব্যুৎপত্তি অর্জন এবং প্রচলিত ধর্মহীন শিক্ষা ও মানবরচিত সকল মতাদর্শের অসারতা অনুধাবনে উৎসাহিত করা।
১.৩ জাহিলিয়াতের সকল প্রকার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামী সমাজবিপ্লবের যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলার সার্বিক প্রচেষ্টা চালানো।

২. আমল ও তাযকিয়াহ
২.১ ব্যক্তিজীবনকে ইসলামী শরীয়তের আলোকে সুন্নত তরীকায় গড়ে তোলার প্রচেষ্টা চালানো।
২.২ সর্বাবস্থায় সকল কাজে আল্লাহ তায়ালার জিকির জারী রাখা।
২.৩ আল্লাহওয়ালা ব্যক্তিদের সোহবত লাভের মাধ্যমে আত্মশুদ্ধির প্রচেষ্টা চালানো।
২.৪ জাহেরী ও বাতেনী নেক আমল অর্জন এবং বদ আমল বর্জনের চেষ্টা করা।

৩. তাবলীগ
৩.১ সকল প্রকার তাগুতী মত ও পথ অস্বীকার করে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তায়ালার সার্বভোমত্ব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবার আহ্বান করা।

৪. তানজীম
৪.১ যে সকল তরুণ শিক্ষার্থী আন্দোলনের উদ্দেশ্যের সাথে একমত হয়ে জীবনের সর্বস্তরে কুরআন সুন্নাহর আইন তথা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে আগ্রহী তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা।
৪.২ শিক্ষাঙ্গনসহ সর্বত্র ছাত্রসমাজের মাঝে সংগঠন গড়ে তোলার মাধ্যমে আন্দোলনের সম্প্রসারণ ঘটানো।

৫. ইনকিলাব
৫.১ শিক্ষাঙ্গনের সমস্যাবলী চিহ্নিত করে শান্তিপূর্ণ উপায়ে তা দূরীকরণের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস চালানো।
৫.২ ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্দেশিথ ও অনুমোদিত কর্মসূচি বাস্তবায়ন করা।
৫.৩ সকল প্রকার ইসলামবিরোধী কার্যকলাপের অবসান ঘটিয়ে সমাজ ও রাষ্ট্রের স্থায়ী শান্তি এবং মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে ইসলামী বিপ্লব সাধনের সর্বাত্মক প্রচেষ্টা চালানো।

সাংগঠনিক কাঠামো
কেন্দ্রীয় সংগঠন, জেলা শাখা, মহানগর শাখা, থানা শাখা, পৌর শাখা, ইউনিয়ন শাখা, ওয়ার্ড শাখা ও প্রতিষ্ঠান শাখাসমূহের সমন্বয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাংগঠনিক কাঠামো গঠিত হবে।

যোগদানের নিয়ম
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কাজের মানোন্নয়নের জন্য আমলের ৪টি স্তর থাকবে:
১. সদস্য ২. কর্মী ৩. মুবাল্লিগ প্রত্যাশী ৪. মুবাল্লিগ

সদস্য : যদি কোন শিক্ষার্থী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সাথে একমত হয়ে কর্মসূচি ও কর্মপদ্ধতির উপর আস্থাবান হন এবং সঠিক ইসলামী জীবন-যাপন ও আন্দোলনের সামগ্রিক কার্যক্রমে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন, তাহলে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে তিনি সংগঠনের সদস্য হতে পারবেন।

দৈনন্দিন কর্মসূচি
১. পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় ও তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা। ফরয সালাতের পর অন্তত কিছু সময় জিকির, অজিফা, কুরআন তিলাওয়াত ইত্যাদি নফল ইবাদতে মশগুল থাকা। সকল অবস্থায়, সর্বদা জিকরুল্লাহ ও দরুদ শরীফ জারী রাখা।
২. নিয়মিত কুরআন হাদীস, মাসআলা-মাসায়েল, সাংগঠনিক বই-পুস্তক ও পত্র-পত্রিকা পড়া।
৩. দৈনিক অন্তত এক ব্যক্তিকে সংগঠনের দাওয়াত দেওয়া।
৪. আল্লাহর পথে জানমাল কুরবানী করার জযবা সৃষ্টি করা।
৫. দৈনন্দিন পারস্পরিক লেনদেন স্বচ্ছতা এবং আচার-আচরণ মার্জিত হওয়ার দিকে লক্ষ্য রাখা।
৬. প্রত্যহ কারো কোন উপকার করা।
৭. নিদ্রার পূর্বে মুহাসাবায়ে নফ্স (আত্মপর্যালোচনা) করা।
৮. দ্বীন প্রতিষ্ঠার নিয়তে প্রতিদিন দু’রাকাত সালাতুল হাজত আদায় করা।

বৈশিষ্ট্য
*ইসলামী আদর্শ বিবর্জিত জাহেলী সমাজব্যবস্থার পরিবর্তনের নবী রাসূলগণের (সা.) উত্তরসূরী উলামায়ে কেরামের অনুপ্রেরণা, দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত একটি ছাত্র কাফেলা।
*আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামী সমাজ গঠনের সার্বক্ষণিক জিহাদে একটি পরিপূরক শক্তি।
*রূহানিয়াত ও জিহাদের একটি সমন্বিত প্রয়াস।
*প্রচলিত ছাত্র রাজনীতি নয়; বরং একটি ঐক্যপ্রয়াসী আন্দোলনকামী শক্তি।
*প্রচলিত ছাত্র রাজনীতি নয়; বরং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের ঈমানী দায়িত্ব পালনের একটি প্রক্রিয়া।

প্রিয় ভাই!
আসুন, আল্লাহর দেয়া জীবন-যৌবন, শ্রম, শক্তি ও মেধা তাঁরই নির্দেশিত পথে পরিচালিত করে অন্যায়-অসত্য ও অপসংস্কৃতির বিরুদ্ধে এক বলিষ্ঠ পদক্ষেপ গড়ে তুলি। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে সর্বপ্রকার ইসলামবিরোধী কার্যকলাপের অবসান ঘটিয়ে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলি এবং জিহাদ ফী সাবীলিল্লাহ-এ শরীক হয়ে স্বীয় জীবনকে আল্লাহর রংয়ে রঙ্গীন করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।

বিস্তারিত জানতে আরো পড়ুন
*এসো মুক্তির মোহনায়
*এসো মুক্তির রাজপথে
*কালিমায়ে তায়্যিবার দাবি
*আমাদের লক্ষ্য ও পথ চলার নীতি
*পাঁচ দফা কর্মসূচির যৌক্তিকতা বিশ্লেষণ
*নীতির পরিবর্তন চাই
*নীতিমালা এবং
*কর্মকৌশল-সহ নিয়মিত প্রকাশনা

অনলাইনে পেতে ক্লিক করুন : http://surl.li/bamdy

প্রকাশনায়:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
কেন্দ্রীয় কার্যালয়
৫৫/বি, পুরানা পল্টন (তয় তলা), ঢাকা-১০০০
ফোন: +8802223387131

website: www.iscabd.org
online library: www.iscalibrary.com
e-mail: [email protected]
fb page: www.fb.com/iscabd91
twitter: www.twitter.com/iscabd91
instagram: www.instagram.com/iscabd_91
YouTube-(ISCA BD): www.youtube.com/ISCABD2

12/07/2025

চাদা নিলে পুরস্কার।
ধরা পড়লে বহিষ্কার।
ভাইরাল হলে গ্রেফতার।
🏵️শায়েখে চরমোনাই

সালাহুদ্দিন ভাই, পুরোনো অসভ্য রাজনীতি পরিত্যাগ করেনজনাব সালাহুদ্দিন আহমেদ সাহেব সম্পর্কে ভারত সংশ্লিষ্টতার অভিযোগ জোড়ালো...
05/07/2025

সালাহুদ্দিন ভাই,
পুরোনো অসভ্য রাজনীতি পরিত্যাগ করেন

জনাব সালাহুদ্দিন আহমেদ সাহেব সম্পর্কে ভারত সংশ্লিষ্টতার অভিযোগ জোড়ালো। ইলিয়াস আলীর মতো নেতারা যখন গুম হওয়ার পরে শাহাদাৎ বরণ করেন সেখানে এই সালাউদ্দিন সাহেব গুম হওয়ার পরে ভারতে রাজকীয় হালতে জীবন যাপন করতেন।

বিএনপির নেতৃবৃন্দ যখন দেশে জেল-জুলুমের শিকার হচ্ছেন তখনও তিনি ভারতে দিব্যি আরাম-আয়েশে দিন কাটিয়েছেন।

তিনি ভারত থেকে আসার পরে গুম নিয়ে গুম কমিশনে কোন মামলাও করেন নাই। শেষে চাপে পড়ে অভিযোগ দায়ের করেছেন।

ফলে তার “র” সংশ্লিষ্টতার সম্ভাবনা জোড়ালো।

বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপিও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে।

২০২১ এর আগের সকল স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশ নিয়েছে।

২০১৩-১৪ সালে তারা গাজীপুর, চট্রগ্রাম, কুমিল্লা ইত্যাদি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিজয়ীও হয়েছে।

২০১৯ সালেও তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে।

চট্রগ্রামে জনাব শাহাদাত হোসেন ফ্যাসিস্ট আওয়ামী আমলের নির্বাচনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছে। জনাব ইশরাক আওয়ামী আমলের নির্বাচনে অংশ নিয়েছে এবং তারই ভিত্তিতে মেয়রের পদ দাবী করছে।

১১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত তারা আওয়ামী ফ্যাসিষ্টদের অধিনের সংসদ সদস্য থেকেছেন। সংসদের বেতন-ভাতা নিয়েছে।

এখন যখন এই ভদ্রলোক ফ্যাসিস্ট আমলে নির্বাচনের বৈধতা দেয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে দায়ী করেন তখন এতোসব তথ্য ভুলে যান কি করে?

নাকি আওয়ামী লীগের মতো একইভাবে “র” দ্বারা মিথ্যা বলার প্রশিক্ষণ নিয়ে এসেছেন বলে মিথ্যা বলতে চোখ কাঁপে না।

একই ধরণের বক্তব্য দেয়ার কারণে ঐকমত্য কমিশনের সভায় তিনি বক্তব্য উইথড্রো করতে বাধ্য হয়েছিলেন। আমরা ভেবেছিলাম তার লজ্জা হয়েছে।

এখন দেখি তিনি তিনিও লীগের মতো বেশরম। দিল্লি কা লাড্ডুর প্রতিক্রিয়া সবার মধ্যে একই ভাবে কাজ করে মনে হচ্ছে।

তাকে শিক্ষিত ও মার্জিত মনে করা হতো। কিন্তু “র” এর পঞ্চরস তাকে অমার্জিত ও গোঁয়ার করে তুলেছে। না হয় “চরের” দল বলার মতো ধৃষ্ঠতা তার হওয়ার কথা না।

একটা রাজনৈতিক দলের সমালোচনা করার যে শিষ্টাচার তা “র” এর পঞ্চরসের প্রভাবে তিনি ভুলে গেছেন।

সালাহুদ্দিন ভাই,
আপনি যে পুরোনো অসভ্য রাজনৈতিক সংস্কৃতির চর্চা করেন তা এখন চলে না। সভ্য রাজনৈতিক সংস্কৃতিতে মতের ভিন্নতার জবাব হয় যুক্তি দিয়ে। কিন্তু আপনি অভব্যতা করেছেন।

ঐকমত্য কমিশনের সভায় যেভাবে ক্ষমা চেয়েছিলেন সেভাবে ক্ষমা চেয়ে নিন। অন্যথায় নতুন বাংলাদেশেরা রাজনীতিতে আপনি পরিত্যাজ্য হয়ে পড়বেন। এবং আপনার কারণে বিএনপির মতো একটা দলও সমালোচনার মুখে পড়বে।

27/06/2025

আমরা রওনা দিয়েছি..

🌟 "আসুন, বদলে দিই বাংলাদেশ!" 🌟রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐতিহাসিক...
19/06/2025

🌟 "আসুন, বদলে দিই বাংলাদেশ!" 🌟
রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐতিহাসিক মহাসমাবেশে অংশ নিন!
✊ ইসলাম, ন্যায় ও ইনসাফের পতাকা তলে ঐক্যবদ্ধ হই!

📢 মহাসমাবেশ ২০২৫
🗓️ তারিখ: ২৮ জুন ২০২৫ | ⏰ সময়: বিকাল ২টা
📍 স্থান: সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা
🎙️ নেতৃত্বে: আমীরে মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)

📌 আপনার অংশগ্রহণ হোক একটি পরিবর্তনের চাবিকাঠি।
#মহাসমাবেশ২০২৫ #ইসলামী_আন্দোলন_বাংলাদেশ #চরমোনাই #রাষ্ট্রসংস্কার #ইনসাফ_চাই #২৮জুন

🏵️সফলতা কামনায়🏵️
আব্দুল জব্বার মাহমূদী
ব্যাবস্থাপক: তালীমুদ্দীন মাদরাসা খাজুরা, যশোর

17/06/2025

বাংলাদেশের সমস্যা বাংলাদেশে বসেই করতে হবে অন্য কোন দেশের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত চলবে না!

পীর সাহেব চরমোনাই!

ছবিটি তাদের জন্য যারা বলে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারী জ...
15/06/2025

ছবিটি তাদের জন্য যারা বলে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান ভাইকে দেখে শিক্ষা নিন।

সুন্নাতি পোশাক হৃদয়ে ধারণ করলে সব জায়গায় সুন্নাত মানা সহজ।

আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন | আমীন।

13/06/2025

হাত পাখা এমন এক মার্কা যা, মানুষ বুকের উপর রেখে ঘুমায়
-শায়েখে চরমোনাই।

10/06/2025

পরিস্থিতির দোহাই দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের কোন কর্মী ছাত্রলীগ করেনি।
সব সময় নিজের পরিচয় বহন করেছে আলহামদুলিল্লাহ।

ঈদ যাত্রায় যাত্রাবাড়ী চৌরাস্তায় ছিনতাইকারী নির্মূল করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে ড্রেস পড়ে স্বেচ্ছাসেবক টহল ...
08/06/2025

ঈদ যাত্রায় যাত্রাবাড়ী চৌরাস্তায় ছিনতাইকারী নির্মূল করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে ড্রেস পড়ে স্বেচ্ছাসেবক টহল কর্মসূচি পালন করা হয়।

08/06/2025

ইসলামী আন্দোলন, জামায়াত, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত, খেলাফত মজলিস এই ৬টি দল অনুষ্ঠিত ঐক্য হতে যাচ্ছে! আলহামদুলিল্লাহ

কোরবানির বর্জ্য অপসারণে মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
07/06/2025

কোরবানির বর্জ্য অপসারণে
মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ঢাকায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত ✊
07/06/2025

ঢাকায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত ✊

Address

Magura

Telephone

+8801724419883

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রতিভা বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রতিভা বিডি:

Share