নিউ ইসলামিক সাজেশন

নিউ ইসলামিক সাজেশন 100% islamic prescription for Muslim ummah

কোথায় যেন পড়েছিলাম 'পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়,হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি, জীবন কারো জন্য কোথাও বিন...
21/09/2025

কোথায় যেন পড়েছিলাম 'পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়,
হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি, জীবন কারো জন্য কোথাও বিন্দুমাত্র থেমে থাকে না।
চলে যায়,বরং সুন্দরভাবেই কেটে যায়,যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না ভাবছেন,
তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন, তার জীবনে কোন প্রভাব পড়ে কিনা!
দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে, বড়জোর একটু হুটহাট আপনার অভাব বোধ হতে পারে, এর বেশি কিছুই না!
আর সবচেয়ে বড় কথা কি আবেগ প্রকাশ করে সিমপ্যাথি পাওয়া যায়, ভালোবাসা না।
সুতরাং আমাদের উচিত নিজেকে ভালোবাসা..!🖤নিজের আখেরাতের কথা চিন্তা করে বেশি বেশি আমল করা। আল্লাহকে ভয় করে চোখের জল ফেলে কান্না করে জাহান্নাম থেকে পানাহ চাওয়া।
#নিউইসলামিকসাজেশন #ইসলামিক #স্ট্যাটাস

19/09/2025

সাবধান!সাবধান! শিরক হতে সাবধান! কেয়ামতের ময়দানে যার শিরক নামক গুনাহ থাকবেনা তিনি বেঁচে যাবেন।
#কুরআন #সুন্নাহ #সহিহ #হাদীস #ইসলামিক #হাদিস
#নিউইসলামিকসাজেশন

কঠিন বিপদে আল্লাহকে স্বরণ করুন। একমাত্র আল্লাহই পারে আপনার প্রেশানী বিপদাপদ দূর করে দিতে।  #কুরআন  #হাদিস  #ইসলামিক  #নি...
01/09/2025

কঠিন বিপদে আল্লাহকে স্বরণ করুন। একমাত্র আল্লাহই পারে আপনার প্রেশানী বিপদাপদ দূর করে দিতে।
#কুরআন #হাদিস #ইসলামিক #নিউইসলামিকসাজেশন

প্রিয় কলিজার টুকরা নবীর পবিত্র রওজা মোবারক।  #মদিনা  #রওজা  #কুরআন  #ইসলামিক  #শেয়ার  #সৌদি
28/08/2025

প্রিয় কলিজার টুকরা নবীর পবিত্র রওজা মোবারক।
#মদিনা #রওজা #কুরআন #ইসলামিক #শেয়ার #সৌদি

স্বপ্ন দেখতে নেইকো মানা।
26/08/2025

স্বপ্ন দেখতে নেইকো মানা।

ইন্নামাল আ'মালু বিন্ন্যিইয়াত [সহিহুল বুখারী] আ'মল নিয়তের উপর নির্ভর শীল। নিয়ত সহিহ তো প্রত্যেক আমল গ্রহণ যোগ্য। নিয়তে গড়...
06/08/2025

ইন্নামাল আ'মালু বিন্ন্যিইয়াত [সহিহুল বুখারী] আ'মল নিয়তের উপর নির্ভর শীল। নিয়ত সহিহ তো প্রত্যেক আমল গ্রহণ যোগ্য। নিয়তে গড়মিল আ'মল গ্রহণ যোগ্য নয়। এ জন্য আমাদের প্রত্যেককে যে কোন কাজ করার পূর্বে সদকা করার পূর্বে অন্তর কে স্থীর করতে হবে। নিয়ত সঠিক করতে হবে। তবেই আমাদের কাজ সঠিক হবে। আমরা প্রতিদানের আশা করতে পারবো।
#নিউইসলামিকসাজেশন #ইসলামিক #আমল #সুন্নাহ #হাদীস #কুরআন #দোয়া #শেয়ার

হে আল্লাহ আপনি ক্ষমা করুন😥শতাব্দীর ভয়াবহতম দুর্ভিক্ষ চলছে গাযায়৷ ৩০-৩৫ দিন ধরে অভুক্ত মানুষজন, মহিলা আর শিশুরা৷ কী নিষ্ঠ...
26/07/2025

হে আল্লাহ আপনি ক্ষমা করুন😥শতাব্দীর ভয়াবহতম দুর্ভিক্ষ চলছে গাযায়৷ ৩০-৩৫ দিন ধরে অভুক্ত মানুষজন, মহিলা আর শিশুরা৷ কী নিষ্ঠুরতা, আহা!!

আমরা বসে আছি এক ভিন্ন টাইমফ্রেমে। এখানে কতো আরাম, আয়েশ, আড্ডা, গল্প, তর্কবিতর্ক, সংস্কার, নির্বাচন, সমাবেশ, রাজনীতি সহ কতো কী৷ আর তারা বসে আছে সম্পূর্ণ ভিন্ন আরেক টাইমফ্রেমে। সেখানে কেবল দুইটা ঘটনা—বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া, নয়ত ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে করতে মারা যাওয়া। সহ্য করতে বড্ড কষ্ট হয়। কি পাপের জন্য আল্লাহ আমাদের এমন আজাব দিচ্ছেন। আল্লাহ আপনি দয়ালু! আপনার দয়ায় আমাদের ক্ষমা করেদেন।

কী নিষ্ঠুর দুনিয়া!!
বি:দ্র: নামাজ শেষে কান্না জড়িত মোনাজাতে গাজা বাসীর জন্য খাস দিলে দোয়া করবেন।
#ইসলামিক #নিউজ #দোয়া #গাজা #ফিলিস্তিন #নিউইসলামিকসাজেশন

তাবিজ কবজের কবলে ধ্বংস একটি সুখি পরিবার।আজ থেকে বহু বছর আগের কথা। ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কোনো এক গ্রা...
23/06/2025

তাবিজ কবজের কবলে ধ্বংস একটি সুখি পরিবার।
আজ থেকে বহু বছর আগের কথা। ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কোনো এক গ্রামে আমার ছোট খালামনির সাথে ঘটে যাওয়া ঘটনা। সালটা ২০১২।

বড় মামার বিয়ে নিয়ে সবার মনে অনেক আশা ছিলো। বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা! নানু ও খালামনিরা অনেক জায়গায় বউ দেখতে শুরু করে। এরপর একদিন পাশের এলাকার একটা মেয়েকে পছন্দ হয়ে যায়। সেদিন আমি আর নানু বউ দেখতে গেছিলাম। আমাদের তাদের বাসায় রেখে তারা চলে গেছিলো আমাদের বাসায়। মানে নানু বাড়িতে। মামাকেও গিয়ে তারা দেখে আসে। একদিন এর মধ্যে কিভাবে জানি সব ঠিক হয়ে যায়। এক সাপ্তাহ পরেই বিয়ের তারিখ পরে। সবাই বউ পছন্দ হলেও মেঝো মামার বউ পছন্দ হয়নি। কিন্তু কেউ আর ঐ বিষয়ে পাত্তা না দিয়ে বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পরে।

এক সাপ্তাহ পরেই বড় মামা বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পর থেকে মামির কেমন একটা ব্যবহার অনুভব করা যায়। ছোট খালামনিকেও মামি কেন জানি দেখতে পারে না। বড় মামার সবচেয়ে আদরের ছিলো ছোট খালা মনি। কারণ হয়তো এটাই। এরপর ধীরে ধীরে মামি সবার থেকে আলাদা হয়ে যায়। মামার উপর জাদু প্রয়োগ করা শুধু করে দেয়। কিছুদিন এর মধ্যে মামার ভিতরে অনেক পরিবর্তন লক্ষ করি আমরা। মামা আমাদের কাওকে সহ্য করতে পারতো না। এভাবে মামা আমাদের ছেড়ে আলাদা হয়ে যায়। সেসময় এক বাড়িতে থেকেও পুরো ৪ বছর মামা আমাদের কারো সাথে কথা বলেনি। তাও নানু বলতেন মামা যদি এভাবে সুখে থাকে তাহলে কথা না বলুক! তাও নানুর কষ্ট নাই। আরে কেটে যায় ৫ বছর।

কিন্তু হঠাৎ একদিন আমার ছোট খালা মনির কোমরে পছন্দ ব্যাথা অনুভব করতে শুরু করে। আমরা সবাই ভেবেছিলাম, হয়তো এমনেই এমন ব্যাথা। ঔষধ খেলে আর ডক্টর দেখালে ঠিক হয়ে যাবে। কিন্তু দিনদিন খালামনির অবস্থা আরো খারাপ হতে শুধু করে। আমার তখন বয়স ছিলো ১৩, ১৪ বছর। আমাকে খালামনির ব্যাথার যন্ত্রণায় তার কোমরের উপর দাড় করিয়ে রাখতো, যাতে একটু আরাম পায়। এভাবে আরো দিন যেতে শুরু করলো। খালামনি যেনো মৃত্যুর দিন গুনতে শুরু করলো। কতো ডক্টর দেখালো নানু - অন্য খালামনিরা, তাও যেনো একটুও উন্নতির নাম নেই।

একদিন নানু খালামনিকে নিয়ে আমার বড় খালামনির বাড়িতে গেলো। সেখানে বড় খালামনির একজন চাচাশ্বশুর ছোট খালামনিকে দেখে বললো, "মেয়েটা তো শেষ হয়ে যাইতাছে! এখনি যদি ভালো কবিরাজ না দেখাও তোমরা, তাহলে ওরে বাঁচাইতে পারবা না!" সঙ্গে সঙ্গে বড় খালু কবিরাজ দেখা শুরু করলো। ২ দিন পরে একজন কবিরাজকে অনেক খোঁজা-খুঁজির পর পেলো। সে বড় খালামনিদের বাড়িতে আসলো। এসে ছোট খালামনিকে দেখেই তার মাথায় আসমান ভেঙে পরলো। আর বলতে লাগলো, খুব তারা তারি ছোট খালামনির চিকিৎসা শুধু করতে হবে। পরে দিন এ ছোট খালা মনি আর ঔ কবিরাজকে নিয়ে নানু আর বড় খালামনি নানু বাড়িতে চলে আসলো। সেদিন রাতেই কবিরাজ বতী বসালো। তারপর সে জানতে পারলো বড় মামি ছোট খালামনিকে বেদ (/বান) মারছে। আর বড় মামাকে নিজের বসে ঘোর করে রেখেছে।

তখন মামাকে এসব বললে মামা মোটেও বিশ্বাস করতেন না। কারণ মামাও অলরেডি তার বউ এর বসে। তখন কবিরাজ বলে যে মামি তার ভাইয়ের মাধ্যমেই নাকি জাদুটা করিয়েছে। তবে মামাকে বসে আনা ছাড়া মারাত্মক ক্ষতিকর কিছু করেনি। তখন কবিরাজ নানুকে জানায় যে খালামনিকে বেদ মারা হয়েছে। যেনো মৃত্যুর দিকে ধাবিত হয়। সাথে যেনো কোনো বিয়ের সম্বন্ধ না আসে। ভয়ের ব্যাপার এই যে, তখন খালামনির বেদ/জাদুর মেয়ার আর এক মাসের মতো অবশিষ্ট ছিলো। অর্থাৎ ঐ এক মাস পরে হয়তো তিনি শেষ হয়ে যেতেন! কবিরাজ তখন নানুকে জানায় জাদু কাটাতে কিছু উপকরণ লাগবে। যেমন সাত গাছের সাতটা ফুল, তিনটা সিংহ মাছ আর ১০০ হাত দড়ি। এরপর নানু কথামতো সব এনে দেয়।

পরদিন সন্ধ্যায় খালামনিকে নানুর বড় ঘরে জায়নামাজ বিছিয়ে বসিয়ে দেয় আর সাথে অনেক গুলো সূরা পরতে বলে দেয়,। আর সাথে বড় খালামনিকে বসিয়ে রাখে। কারণ সে যখন কাজ গুলো করবে তখন খালা মনির অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তাই সাথে একজন থাকতে হবে।

তারপর কবিরাজ নিজের কাজ করা শুরু করে দেয়। এরপর কবিরাজ তুলা রাশির একজনের উপর জ্বীন হাজির করে। তারপর লোকটা নানুর রান্নার চুলার দুই হাত নিচ থেকে একটা তাবিজ তুলে আনে। তাবিজটা দেখে আমরা সবাই অবাক হই, কারণ ওটা বানোয়াট হবার কোনো সম্ভাবনাই ছিলোনা। আশেপাশের অনেক মানুষ জড় হয়। এরপর লোকটা চলে যায় নানুবাড়ির পেছনে বাথরুম এর কাছে। সেখানে ময়লার স্তপে নেমে পড়ে। সেখান থেকে আরেকটা তাবিজ ও তারপর পুকুর এর মাঝের দিক থেকে একটা পুতুল নিয়ে আসে। সাদা কাপড়ে মোড়ানো পুতুল। তবে পুতুলটা হাতে নেয়ার পর লোকটা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর পানি থেকে তাকে তুলে আনা হয়।

এরপর তাবিজ খুললে দেখা যায় সেখানে খালামনির এক টুকরো কাপড় আর হাতের লখ পাওয়া যায়। এরপরের তাবিজ থেকে পাওয়া যায় খালামনি রচুল আর কাগজে আকা একটা মেয়ের অবয়ব। আর শেষে পুতুলটা দেখা যায় একটা মেয়ে মারা গেলে যেভাবে কাফন এর কাপড় দিয়ে লাশটাকে দাফন করে, ঠিক এ ভাবেই পুতুল টাকে তৈরি করা হয়েছিলো। পুতুল ছিলো খালামনি। খালামনির চুল, নখ , বেলের কাটা, সুই, লং দিয়ে পুতুলটাকে একটা সুতো দিয়ে বেধে রাখা হয়েছিলো। সাথে কোমরে একটা বেলের কাটা গেঁথে রাখা হয়েছিলো, যার ফলস্বরূপ খালামনির কোমরে ব্যাথা করতো। এরপর কবিরাজ সব আগুনে পুরিয়ে ফেলে। সাথে সাথে খালামনি জ্ঞান হারায়। এরপর শেষে কবিরাজ খালামনির শরীর বন্ধ করে রেখে যায়। সাথে বলে যায় বেশকিছু নিয়ম মানতে। এর কিছুদিনের মাঝেই খালামনি অনেকটা সুস্থ হয়ে যায় ও তার কিছুদিন পর খালামনির বিয়ে হয় ও সুন্দরভাবে সংসারজীবন চলতে থাকে।

তবে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে ঠিক ২ বছর পরে বড় মামা গলায় ফা স দিয়ে মারা য়ায়। কারণটা অজানাই থেকে গেছে।
গল্পটি নেয়া একজনের জীবনি থেকে। তবে আমাদের দেশ ধ্বংস হয়ে গেছে রাজনীতি নামক ভাইরাসে আর সমাজ ধ্বংস হয়ে গেছে কিছু গন্ড মুর্খ নেতাদের চামচাদের কারণে আর পরিবার নষ্ট হয়ে গেছে কিছু অসাধু তাবিজ পাটিদের কারণে। আল্লাহ এদের হেদায়েত দান করুন। নতুবা এদের ধ্বংস করে দেন। আমিন ছুম্মা আমিন
নজরুল ইবনে হাবীব মাগুরা সদর মাগুরা।

স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটিবাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।😌😌হটাৎ😐তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরে জোরে ...
20/06/2025

স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটি
বাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।😌😌
হটাৎ😐
তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরে জোরে কান্না করতে লাগলো। 😰বাচ্চার কান্না শুনে মা বাবা দুজনেরই ঘুম ভেঙ্গে গেলো।😧😧

স্বামী বললেন..😨

ওকে একটু থামাও.....!😩 আর মা বাচ্চাটিকে বুকে জরিয়ে নিয়ে এদিক-ওদিক হাঁটতে লাগলেন।😌
কিছুক্ষন পর ,বাচ্চাটির বাবা বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন। 😟

কিছুক্ষন পর বাচ্চাটির বাবা ঘরে ফিরে এলেন আর বাচ্চাটির মা তাকে জিজ্ঞাস করলেন..😐

কোথায় গেছিলে ?😐😐

তিনি বললেন ,😇😇

মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম।😌

বাচ্চাটির মা জিজ্ঞেস করলেন,😧

এত রাতে কেন ?😧😧

সে উত্তর দিল ,😇

আমাদের বাচ্চাটি যখন কাঁদতেছিলো তখন আমার খুব বিরক্ত লাগছিল।😥😥

কিন্তূ😇😇

তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে করতে হাটতেছ।😌

কারন...😌😌

তুমি তার মা।😌😌

তখনি মনে পরে গেলো। হয়তো , আমি যখন ছোট ছিলাম তখন আমার মা ও আমাকে এভাবেই যত্ন করেছিলেন।😇😌😌

তাই মাকে দেখতে গেছিলাম।😌😘😍

আজ আমি মায়ের যত্নে এত বড় হয়েছি। কিন্তু
জানি না মা আমার সেখানে কতটুকু যত্নে আছেন।😰😥😔😔

পৃথিবীতে মা একমাত্র আপন।❤💖💖

হে আল্লাহ্ আপনি আমাদের মা
বাবার সেবা করার তৌফিক দিন। 💖যাদের মা বাবা পৃথিবীতে নেই😰😔😭

তাঁদের কে জান্নাত বাসি করুন।।😭😭

আমিন..!🤲🤲🤲

31/05/2025

ইন্না-লিল্লাহ মৌনর তানিয়ার হাজিদের হজে জাওয়া হলোনা। ঘটে গেলো fly us এ দূর্ঘটনা। হে আল্লাহ এমন বিপদ আর কাউকে দিওনা।
゚viralfbreelsfypシ゚viral #ইসলামিক #বিমান #দূর্ঘটনা #শেয়ার

Address

Magura
7600

Telephone

+8801892808392

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউ ইসলামিক সাজেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিউ ইসলামিক সাজেশন:

Share