29/05/2025
আপনি বলেন বৈষম্যহীন বাংলাদেশ,আমি বলবো বৈষম্য সবসময় ছিল।
এখনো বৈষম্য চলছেই,থামবে না!
বড় বৈষম্যের শিকার কারা জানেন?
প্রবাসী ও গার্মেন্টস কর্মীরা।
দেশ সচল রাখার বড় কারিগর এরা,অথচ এরাই বৈষম্যের শিকার হচ্ছে প্রতিনিয়ত।
কোথায় আমরা ন্যায্য অধিকার পাচ্ছি,এইতো ঈদ আসছে দেখবেন গার্মেন্টস কর্মীরা বেতন ও শ্রমিক সুবিধার জন্য রাস্তায় অনশন শুরু করবে,এই সমস্যা নতুন নয় প্রত্যেকবার হচ্ছে।
গার্মেন্টস কর্মীরা তাও অনশন,অবরোধের সুযোগ পাই,প্রবাসীরা সেটাও পায় না।
সংবাদের হেডলাইন হবে,আশ্বাস আসবে,সমাধান জিরো।
ঠিক একই বৈষম্যের শিকার প্রবাসীরা,কোথাও কি আমরা ন্যায্য সম্মান পাচ্ছি।
এয়ারপোর্ট,পাসপোর্ট অফিস,BMET সর্বশেষ নিজ কর্মস্থলে সবখানেই বৈষম্য।
অর্থনীতির স্বর্ণযুগ তখনি আসবে,যখন শ্রমিক বৈষম্য বন্ধ হবে।
বর্তমান সরকারের আমলেও প্রবাসীরাও বৈষম্যের শিকার!
একটু ভাবুন.....
প্রবাসীদের নিয়ে লিখতে হাজারো বৈষম্য উঠে আসবে,থামুন এইবার বন্ধ করুন বৈষম্য,সমাধান করুন ম্যানপাওয়ার সহ নানান হয়রানি। সংগৃহীত