27/07/2025
এখনো কি প্রেমিক–প্রেমিকারা
রাত জেগে কথা বলে?
একটু কথা শেষ হলে আবার,
অজুহাতে নতুন গল্প তোলে?
এখনো কি মুঠোফোনে লুকিয়ে
চুপিচুপি হাসে কেউ?
অকারণেই অভিমান করে,
আবার মিষ্টি কথায় জড়িয়ে যায় সে?
এখনো কি ব্যস্ত শহরের ভিড়ে
কেউ কারো জন্য দাঁড়িয়ে থাকে?
ভিড় পেরিয়ে দুই চোখে ভর করে
অলক্ষ্যে হাজার স্বপ্ন আঁকে?
এখনো কি তারা চিঠি লেখে,
গোপন নামে ডাক দেয় মুখে?
ছোট্ট উপহার বুকে আগলে রাখে,
হৃদয় ভরা কথা বলে সুখে?
অনেকদিন প্রেম করি না, তাই
জানতে ইচ্ছে করে খুব —
এখনো কি প্রেমিকার মন
পথ চেয়ে থাকে, ভিজে রোদ–ছায়ার রূপ?
এখনো কি প্রেমিক–প্রেমিকারা
কথা বলার জন্য অস্থির হয়?
নির্জন রাতে, নিঃশব্দ ভোরে —
ভালোবেসে, বুনে যায়
অজানা স্বপ্নের বুনন ; জোড়ায় জোড়ায়?--