Ishfir Ammu

Ishfir Ammu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ishfir Ammu, Video Creator, Magura.

আপনাদের সাপোর্ট আমার চলার শক্তি। তাই পেইজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা।

প্রমোশনের জন্য যোগাযোগ করুনঃ
[email protected]

31/10/2025

ডিজে পার্টির ভিড়ে পুরোনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে নাতো মাগুরার?
゚viralfbreelsfypシ゚viral ゚viralシ

31/10/2025

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মেলার আজকেই শেষ দিন।

এ গুলো কেমন নিউজ?  🤐🤐🤐
31/10/2025

এ গুলো কেমন নিউজ? 🤐🤐🤐

31/10/2025

ঝটপট ফাঁকিবাজি নাস্তা

31/10/2025

সকালের নাস্তা
゚viralfbreelsfypシ゚viral ゚viralシ

ছবিতে দুটো মানুষ যে একজন দেখলে কি বোঝা যায়? এই আপুর নাম তমা৷ উনি দুনিয়া থেকে চলে গেছেন৷ উনি একজন মেকআপ আর্টিস্ট ছিলেন৷🌿শ...
26/10/2025

ছবিতে দুটো মানুষ যে একজন দেখলে কি বোঝা যায়? এই আপুর নাম তমা৷ উনি দুনিয়া থেকে চলে গেছেন৷ উনি একজন মেকআপ আর্টিস্ট ছিলেন৷🌿

শারীরিক দিক দিয়ে উনি একটু হেলদি ছিলেন৷ এটা নিয়ে প্রায় সময় তাকে কটাক্ষের শিকার হতে হয়৷ এজন্যে খুব করে চেয়েছিলেন নিজেকে স্লিম করতে৷ করলেন ও সেটাই৷ মাত্র ছয় মাসে ৪০ কেজি মতন ওজন কমিয়েছিলেন তিনি আর সেটাই তার জন্যে কাল হয়ে দাঁড়ালো৷🌿

দেখুন শরীরের সুস্থতা আল্লাহর একটা নেয়ামত৷ যার জন্যে না খেয়ে দিনের পর দিন কিটো ডায়েট করে নিজের শরীরকে কষ্ট দেয়ার মানে হয় না৷🌿

আর কে কি বললো এগুলো কানে নিলে জীবন চলে না৷ তবুও তাদের জন্যে বলি যারা মানুষকে সুযোগ বলেই তার শরীর নিয়ে কথা বলেন৷ মানুষের চেহারা আকার তার নিজের বানানো না৷ এটা আল্লাহর দান৷ হ্যাঁ যত্ন করে সেটার উন্নতি করা যায় কিন্তু তাই বলে কাউকে বডি শ্যামিং করবেন না প্লিজ৷ যার জন্য একটা মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হয় 🌿

নতুন রুপে  ফারহানা বিথী 😐 কেমন লাগছে আপনাদের কাছে এই নতুন লুকে ফারহানা বিথী কে 😌লজ্জা লাগেনা এমন ছবি তুলতে? 🥴🥴🥴🥴
22/10/2025

নতুন রুপে ফারহানা বিথী 😐 কেমন লাগছে আপনাদের কাছে এই নতুন লুকে ফারহানা বিথী কে 😌

লজ্জা লাগেনা এমন ছবি তুলতে? 🥴🥴🥴🥴

তুমি না ম-র-লে আমি মাহিরের হবো না..জোবায়েদ তখনো মা-রা যায়নি..বাঁচার জন্য দুই তালা থেকে উপরে ওঠে..তিন তালায় দাঁড়িয়ে ছিল ব...
21/10/2025

তুমি না ম-র-লে আমি মাহিরের হবো না..

জোবায়েদ তখনো মা-রা যায়নি..বাঁচার জন্য দুই তালা থেকে উপরে ওঠে..তিন তালায় দাঁড়িয়ে ছিল বর্ষা..তখন বর্ষাকে দেখে জোবায়েদ বলে..আমাকে বাঁচাও..কিন্তু বর্ষা বলে..তুমি না ম-র-লে আমি মাহিরের হবো না..বর্ষা তার মৃ-ত্যু কনফার্ম করে যায়..তখন জোবায়েদ বাঁচার জন্য দরজায় নক করেও পায় নি..

এটি একটি ত্রিভুজ প্রেম..বর্ষা মেয়েটি চালু..দুইদিকেই সম্পর্ক বজায় রাখে..মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি..বর্ষা মাহিরকে বলে..জোবায়েদকে না সরালে তোমার কাছে ফিরতে পারবো না..বর্ষার পরিকল্পনা অনুসারে জোবায়েরকে হ-ত্যা-র সিদ্ধান্ত নেয় মাহির ও তার বন্ধু আয়লানসহ তিনজন..ঘটনার দিন মাহির জোবায়েদকে বর্ষার থেকে সরে আসতে বলে..জোবায়েদ জানায়..আমি সরে আসবো কেন..তখন তাদের মাঝে তর্কাতর্কি হয়..এরপর এ হ-ত্যা-কা-ন্ড 🙂

- ডিএমপির ব্রিফিং

সাতক্ষীরার কলারোয়ায় পরপর তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় ক্ষুব্ধ হয়ে পাঁচ দিনের নবজাতক কন্যাকে খালে ফেলে হত্যার অভিযোগ উঠেছে...
21/10/2025

সাতক্ষীরার কলারোয়ায় পরপর তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় ক্ষুব্ধ হয়ে পাঁচ দিনের নবজাতক কন্যাকে খালে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত মা শারমিন আক্তার (৩২)কে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটে সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে। মঙ্গলবার সকালে কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৮টার দিকে শিশুর বাবা ইব্রাহিম খলিল (৪২) থানায় গিয়ে নবজাতক নিখোঁজের জিডি করতে গেলে তার বক্তব্য সন্দেহজনক মনে হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন যে, পরপর কন্যাসন্তান জন্মে ক্ষুব্ধ হয়ে নবজাতককে খালে ফেলে দেন।

তার দেখানো মতে খালের কচুরিপনা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। শারমিনকে আদালতে পাঠানো হয়েছে এবং শিশুর ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

রিপন মিয়া,তনির ভীড়ে কতবড় দূর্ঘটনা চাপা পরে গেছে।।মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকান্ডনিহতের সংখ্যা বে...
15/10/2025

রিপন মিয়া,তনির ভীড়ে কতবড় দূর্ঘটনা চাপা পরে গেছে।।
মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকান্ড
নিহতের সংখ্যা বেড়ে ১৬, নিখোঁজ অনেকে!
👇

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ আগুনের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এ ঘটনায় এখনো অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বজনেরা। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল ও আশপাশের হাসপাতালগুলোতে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন অসংখ্য মানুষ। অনেকে প্রিয়জনের ছবি হাতে ধরে কান্নায় ভেঙে পড়ছেন।

আমি দুঃখিত আমি লজ্জিত।

Address

Magura
7600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ishfir Ammu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category