27/02/2025
একটি জীবন বেঁচে থাকার জন্য এই বার্তাটি সারা বিশ্বে ছড়িয়ে দিন.
একটি মানবিক সাহায্যের আবেদন
আমরা সবাই এগিয়ে আসি ছেলেটার চিকিৎসায়।
আমাদের ফাউন্ডেশন থেকে কিছু সহায়তা করা হয়েছে তার চিকিৎসায়। কিন্তু এটা যথেষ্ঠ নয় কারন তার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন একজনের পক্ষে এটা অসম্ভব তাই আমরা সবাই মিলে দেশে এবং দেশের বাহিরে যে যা পারি সহায্যের হাত বাড়াই দেই। নিচেই তার ফোন নম্বার এবং পার্সোনাল তথ্য দেওয়া আছে সবাই সরাসরি সাহায্য এবং যোগাযোগ করতে পারবেন।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন
আমি সারা বিশ্বের সকল মানুষকে অনুরোধ করছি দয়া করে সবাই এগিয়ে আসুন এবং আমার জীবন বাঁচাতে আমাকে উদারভাবে সাহায্য করুন আমি খুব খুব অসহায়।
নাম: রনজিত কুমার ঘোষ, পিতা: মৃত তরুণ ঘোষ
গ্রাম: শেওলাডাঙ্গা, ডাকঘর: হাট-জগদল,
উপজেলা:মাগুরা সদর,জেলা:মাগুরা!
আমাকে সাহায্য পাঠানোর ঠিকানা ও মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বর : 01319-743707(বিকাশ ও নগদ পারসোনাল), 01316-489035(বিকাশ পারসোনাল), 01319-743707(+4 রকেট পারসোনাল),
রনজিত কুমার ঘোষ,
ডিবিবিএল সেভিংস প্লাস
অ্যাকাউন্ট নম্বর: 2671570005762,
রাউটিং নম্বর: 090550557,
শাখার কোড: 267 ।
I request all the people from all over the world
please please come forward and help me generously to save my life I am very very very helpless.
His Bank account No ..
RONOGIT KUMAR GHOSH,
DBBL Savings Plus
Account No: 2671570005762,
Routing No:090550557,
Branch’s Code:267.
ম্যাচ চলাকালীন মেহেদী হাসান মিরাজের এক ভক্ত মাঠে ঢুকে পড়েন।