Dr. Uttam Roy

Dr. Uttam Roy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Uttam Roy, Hazipur, Magura.

আমাদের পেজে আপনাদের সু-স্বাগতম। এখানে সকল প্রকার নতুন, পুরাতন, জটিল ও মানসিক রোগের চিকিৎসা দেওয়া হয়। যে সকল রোগ কখনই সারে না (দূরারোগ্য) বলে ধরে নিয়েছেন বা যে সকল রোগের বিভিন্ন প্রকার চিকিৎসা নিয়েও ভাল হচ্ছেন না, সে সকল রোগেরও আমরা চিকিৎসা দিয়ে থাকি।

এটি একটি সোরিয়াসিস রোগের পিঠের চিত্র! প্রচুর পরিমান চুলকাচ্ছে এবং সোরিয়াসিসের মুখে হালকা সাদা সাদা পুজের ষ্ফটক হচ্ছে। ...
13/08/2025

এটি একটি সোরিয়াসিস রোগের পিঠের চিত্র! প্রচুর পরিমান চুলকাচ্ছে এবং সোরিয়াসিসের মুখে হালকা সাদা সাদা পুজের ষ্ফটক হচ্ছে।
এক্ষেত্রে কোন রুগিলিপি ছাড়াই চিত্র দেখে হোমিওপ্যাথিক কি ওষুধ আসতে পারে বিজ্ঞ ডাক্তারদের পরামর্শ চাচ্ছি.....

পর্যায়ক্রমে বিভিন্ন রোগের সদৃশ ঔষধাবলী –পর্যায়ক্রমে বাত এবং অর্শ, আমাশয় বা উদরাময় – অ্যান্টিম-ক্রুড, সিমিসিফুগা, কেল...
13/08/2025

পর্যায়ক্রমে বিভিন্ন রোগের সদৃশ ঔষধাবলী –

পর্যায়ক্রমে বাত এবং অর্শ, আমাশয় বা উদরাময় – অ্যান্টিম-ক্রুড, সিমিসিফুগা, কেলি বাই, ডালকামারা, মেডোরিনাম ।
পর্যায়ক্রমে ন্যাবা ও ঋতুরোধ—সিয়ানোথাস
পর্যায়ক্রমে কাশি ও অর্শ—ইউফ্রেসিয়া ।
পর্যায়ক্রমে ঋতুস্রাব ও মাথাব্যথা–ল্যাকেসিস, জিঙ্কাম, গ্লোনইন।
পর্যায়ক্রমে বহুমূত্র ও ঋতুস্রাব —ইউরেন-নাইট ।
পর্যায়ক্রমে শোথ ও উদরাময়-অ্যাপোসাইনাম, মেডোরিনাম, মার্ক-সালফ।
পর্যায়ক্রমে স্মৃতিভ্রংশ ও উদরাময়—অ্যাসিড ফস ।
পর্যায়ক্রমে ব্রঙ্কাইটিস ও উদরাময় –সেনেগা ।
পর্যায়ক্রমে গেঁটেবাত ও হাঁপানি—সালফার ।
পর্যায়ক্রমে চর্মরোগ ও হাঁপানি—হিপার, ক্যালমিয়া, সালফার ল্যাকেসিস, মেজিরিনাম, ক্রোটন টিগ, রাস টক্স ।
পর্যায়ক্রমে চর্মরোগ ও আমাশয়—অ্যালো, পডোফাইলাম ।
পর্যায়ক্রমে বাত ও আমবাত–আর্টিকা-ইউ ।
পর্যায়ক্রমে পেটব্যথা ও প্রলাপ- প্লাম্বাম !
পর্যায়ক্রমে পেটব্যথা ও চক্ষুপ্রদাহ–ইউফ্রেসিয়া ।
পর্যায়ক্রমে মাথাব্যথা ও বাত–আর্সেনিক, লাইকোপোডিয়াম ।
পর্যায়ক্রমে পেটব্যথা ও বাত–কেলি বাই, প্লাম্বাম ।
পর্যায়ক্রমে স্বরভঙ্গ হৃদস্পন্দন—অক্সালিক অ্যাসিড ।
পর্যায়ক্রমে শীতকালে ক্রুপ ও গ্রীষ্মকালে সায়েটিকা–ট্যাফিসেগ্রিয়া
পর্যায়ক্রমে বমি ও আক্ষেপ—সিকুটা।
পর্যায়ক্রমে বাত ও বমি—অ্যান্টিন-ক্রুড, কেলি বাই, এনজোয়িক-অ্যা, স্যাঙ্গুইনেরিয়া ।
পর্যায়ক্রমে বাত ও রক্তকাশি বা রক্তবমি—লিডাম ।
পর্যায়ক্রমে চর্মরোগ ও উদরাময়—ক্রোটন টিগ
পর্যায়ক্রমে চর্মরোগ ও কাশি—ক্রোটন টিগ ।
পর্যায়ক্রমে চর্মরোগ ও বাত—ক্রোটন টিগ, স্ট্যাফিসেগ্রিয়া ।
পর্যায়ক্রমে পেটব্যথা ও মাথাব্যথা—ইস্কুলাস, রানানকুলাস । পর্যায়ক্রমে পেটব্যথা ও মাথাব্যথা–সিনা, প্লাম্বাম ।
পর্যায়ক্রমে কাশি ও মাথাব্যথা—ল্যাকেসিস, সোরিনাম । পর্যায়ক্রমে মাথাব্যথা ও দাঁতব্যথা—সোরিনাম ।
পর্যায়ক্রমে হাঁপানি ও মাথাব্যথা—অ্যাঙ্গাস্টুরা, গ্লোনইন। পর্যায়ক্রমে চক্ষুপ্রদাহ ও শোথ—আর্সেনিক ।
পর্যায়ক্রমে চক্ষুপ্রদাহ ও বাত—গ্রিণ্ডেলিয়া ।
পর্যায়ক্রমে চক্ষুপ্রদাহ ও গলক্ষত–প্যারিস কোয়াড । পর্যায়ক্রমে উন্মাদ ও অতিরজঃ—ক্রোটেলাস, ক্যাসকা। পর্যায়ক্রমে হাঁপানি ও আমবাত—ক্যালেডিয়াম ।
পর্যায়ক্রমে দৃষ্টিশক্তির দুর্বলতা ও বধিরতা—সিকুটা
পর্যায়ক্রমে মাথাব্যথা ও দৃষ্টিশক্তিহীনতা—কেলি বাই ।

(বি: দ্র:- এরকম পোস্ট পেতে এবং এই পোস্ট পড়ে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, পরবর্তীতে আমি এর থেকে ভালো পোস্ট দেয়ার চেষ্টা করব)

সবিরাম জ্বরে একোনাইট ও বেলেডোনার পার্থক্য-
11/08/2025

সবিরাম জ্বরে একোনাইট ও বেলেডোনার পার্থক্য-

একজন বিচক্ষণ ডাক্তার যদি মনে করেন যে, আমি শুধু স্বপ্নের বিবরণ শুনে রোগীর ঔষধ নির্বাচন করিব। তাহা হইলে তাহার পক্ষে চিকিৎস...
10/08/2025

একজন বিচক্ষণ ডাক্তার যদি মনে করেন যে, আমি শুধু স্বপ্নের বিবরণ শুনে রোগীর ঔষধ নির্বাচন করিব। তাহা হইলে তাহার পক্ষে চিকিৎসা করা সম্ভব।
নিম্নে স্বপ্নের বিবরণ পার্শ্বে ঔষধের নাম দেওয়া হইল-

07/08/2025
আপনি যদি একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার হতে চান, তাহলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে। নিচে ধাপে ধাপে বিষয়...
03/08/2025

আপনি যদি একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার হতে চান, তাহলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে। নিচে ধাপে ধাপে বিষয়গুলো দেওয়া হলো:

১. সঠিক শিক্ষাগত যোগ্যতা অর্জন করুন**
বাংলাদেশে একজন নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক হতে হলে আপনাকে অবশ্যই সরকারি বা স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠান থেকে নিম্নলিখিত কোর্সগুলোর যেকোনো একটি সম্পন্ন করতে হবে:
*একটি হল- Diploma in Homeopathic Medicine and Surgery (DHMS)*
* সময়কাল: ৪ বছর (প্লাস ১ বছরের ইন্টার্নশিপ)
* পরিচালিত হয়: বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের অধীনে

*আরেকটি হল- Bachelor of Homeopathic Medicine and Surgery (BHMS)*
* সময়কাল: ৫ বছর (প্লাস ১ বছরের ইন্টার্নশিপ)
* উন্নত পাঠ্যক্রম; বাংলাদেশে সীমিত কয়েকটি কলেজে চালু আছে

📚 * ভালোভাবে পড়াশোনা করুন**

* শুধু ডিগ্রি পেলেই হবে না, বিষয়গুলো গভীরভাবে বোঝা জরুরি:
**Materia Medica**
**Organon of Medicine**
**Repertory**
**Homeopathic Philosophy**
**Anatomy, Physiology, Pathology (Medical Subjects)**

🧑‍⚕️ **৩. হাতে-কলমে প্রশিক্ষণ নিন**
* অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের অধীনে প্র্যাকটিস করুন
* রোগী দেখা, রেপার্টরি ব্যবহার, কেস টেকিং ইত্যাদি শেখা জরুরি।

📜 **৪. নিবন্ধন (Registration) নিন**
* কোর্স শেষ করে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডে নিবন্ধন করুন।
* নিবন্ধন ছাড়া আইনগতভাবে প্র্যাকটিস করা যায় না।

🤝**৫. রোগীর সাথে সহানুভূতিশীল আচরণ করুন**

একজন ভালো হোমিওপ্যাথ:
* রোগীকে মন দিয়ে শোনেন
* পুরো কেস বিস্তারিতভাবে নেন
* রোগীর মনস্তত্ত্ব বোঝেন

📖 **৬. নিয়মিত পড়াশোনা ও আপডেট থাকুন**
* হ্যানিম্যান, কেন্ট, বোয়েনিংহাউসেন, ন্যাশ প্রমুখ চিকিৎসকদের বই পড়ুন।
* সেমিনার, ওয়ার্কশপ, অনলাইন কোর্সে অংশ নিন

⚕️ **৭. নৈতিকতা বজায় রাখুন**
* ভুল তথ্য দিয়ে রোগীকে বিভ্রান্ত করবেন না
* কোনো কঠিন রোগে চিকিৎসা সীমাবদ্ধতা থাকলে রোগীকে স্পষ্ট জানান।

# # 🟩 সংক্ষেপে:
| ধাপ | বিবরণ
| ১ | DHMS বা BHMS কোর্স সম্পন্ন করা।
| ২ | গভীরভাবে বিষয়গুলো শেখা।
| ৩ | অভিজ্ঞ ডাক্তারের অধীনে অনুশীলন।
| ৪ | সরকারি নিবন্ধন নেওয়া।
| ৫ | রোগীর সাথে মানবিক আচরণ।
| ৬ | নিয়মিত পড়াশোনা ও সেমিনারে অংশগ্রহণ।
| ৭ | নৈতিকতা মেনে চলা।

আপনি যদি চান, আমি আপনাকে বাংলাদেশের কোথায় কোথায় DHMS বা BHMS কোর্স করা যায় সে সম্পর্কেও তথ্য দিতে পারি। আপনি আগ্রহী কি?

শরীরের কোন স্থান আ'গু'নে পু'ড়ে গেলে, অথবা গরম তেল বা গরম জলে কিংবা অন্য কোন প্রকারে পু'ড়ে গেলে ক্যান্থারিস Q ১ ভাগ এর সা...
23/07/2025

শরীরের কোন স্থান আ'গু'নে পু'ড়ে গেলে, অথবা গরম তেল বা গরম জলে কিংবা অন্য কোন প্রকারে পু'ড়ে গেলে ক্যান্থারিস Q ১ ভাগ এর সাথে ১০ ভাগ জল মিশিয়ে, পাতলা কাপড় ভিজিয়ে জল পট্টি দিতে হবে। এর সাথে-
ক্যান্থারিস 6 শক্তি ঔষধ, দুই ঘন্টা অন্তর 2 ফোঁটা করে সেবন করাতে হবে। তাতে শীঘ্র জ্বালা-যন্ত্রণা নিরাময় হবে এবং পু' ড়া স্থানে ফোস্কা পড়বে না।
আর যদি ফোস্কা পড়ে তাহলে একটি কাটা দ্বারা ফোস্কার জল বের করে দিয়ে উক্ত ফোস্কায় ঔষধ মিশ্রিত জল পট্টি দিতে হবে।

Big shout out to my newest top fans! 💎 Ramu Ramu, Buddhanath Dolai, Sankar Ghorai, Pandiyan PandiynDrop a comment to wel...
04/07/2025

Big shout out to my newest top fans! 💎 Ramu Ramu, Buddhanath Dolai, Sankar Ghorai, Pandiyan Pandiyn

Drop a comment to welcome them to our community,

ঢাকার চেম্বার টা অনেক সুন্দর👌👌👌
26/06/2025

ঢাকার চেম্বার টা অনেক সুন্দর👌👌👌

জ্বর (Fever) হলে সহজে হোমিওপ্যাথিক চিকিৎসা নিন-এখানে কয়েকটি ঔষধের জ্বরের সময়ের উপর নির্ভর করে প্রয়োগ করার কথা বলা হলো...
23/06/2025

জ্বর (Fever) হলে সহজে হোমিওপ্যাথিক চিকিৎসা নিন-

এখানে কয়েকটি ঔষধের জ্বরের সময়ের উপর নির্ভর করে প্রয়োগ করার কথা বলা হলো।
তবে এই ওষুধগুলোর প্রধান চরিত্রগত লক্ষণ জেনে এবং কেবলমাত্র এই সময়ের প্রতি লক্ষ্য রেখে ওষুধগুলো প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়....
যেমন:
১। ভোর ৪/৫ টার সময় জ্বর আসলে নাক্স-ভূমিকা দিবেন।
২। সকাল ৭টার সময় জ্বর আসলে ইউপেটেরিয়াম-পার্ফ দিবেন।
৩। সকাল ৮/৯ টার সময় জ্বর আসলে পেডোফাইলাম দিবেন।
৪। বেলা ১০/১১ টার সময় জ্বর আসলে নেট্রাম-মিউর দিবেন।
৫। দিবা বা রাতে ১২ টা হতে ২ টার মধ্যে জ্বর আসলে আর্সেনিক দিবেন।
৬। বিকাল ৩ টার সময় জ্বর আসলে এপিস-মেল দিবেন।
৭। বিকাল ৪ টার সময় জ্বর আসলে লাইকোপোডিয়াম দিবেন।
৮। বিকাল ৫/৬ টার সময় জ্বর আসলে পালসেটিলা দিবেন।

(বি:দ্র:-এর বাইরে যদি কিছু জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন এবং পোস্টটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন)

কোন একদিন
22/06/2025

কোন একদিন

যখন ঢাকার চেম্বারে বসতাম🥰🥰🥰
16/06/2025

যখন ঢাকার চেম্বারে বসতাম🥰🥰🥰

Address

Hazipur
Magura
7600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Uttam Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share