13/08/2025
পর্যায়ক্রমে বিভিন্ন রোগের সদৃশ ঔষধাবলী –
পর্যায়ক্রমে বাত এবং অর্শ, আমাশয় বা উদরাময় – অ্যান্টিম-ক্রুড, সিমিসিফুগা, কেলি বাই, ডালকামারা, মেডোরিনাম ।
পর্যায়ক্রমে ন্যাবা ও ঋতুরোধ—সিয়ানোথাস
পর্যায়ক্রমে কাশি ও অর্শ—ইউফ্রেসিয়া ।
পর্যায়ক্রমে ঋতুস্রাব ও মাথাব্যথা–ল্যাকেসিস, জিঙ্কাম, গ্লোনইন।
পর্যায়ক্রমে বহুমূত্র ও ঋতুস্রাব —ইউরেন-নাইট ।
পর্যায়ক্রমে শোথ ও উদরাময়-অ্যাপোসাইনাম, মেডোরিনাম, মার্ক-সালফ।
পর্যায়ক্রমে স্মৃতিভ্রংশ ও উদরাময়—অ্যাসিড ফস ।
পর্যায়ক্রমে ব্রঙ্কাইটিস ও উদরাময় –সেনেগা ।
পর্যায়ক্রমে গেঁটেবাত ও হাঁপানি—সালফার ।
পর্যায়ক্রমে চর্মরোগ ও হাঁপানি—হিপার, ক্যালমিয়া, সালফার ল্যাকেসিস, মেজিরিনাম, ক্রোটন টিগ, রাস টক্স ।
পর্যায়ক্রমে চর্মরোগ ও আমাশয়—অ্যালো, পডোফাইলাম ।
পর্যায়ক্রমে বাত ও আমবাত–আর্টিকা-ইউ ।
পর্যায়ক্রমে পেটব্যথা ও প্রলাপ- প্লাম্বাম !
পর্যায়ক্রমে পেটব্যথা ও চক্ষুপ্রদাহ–ইউফ্রেসিয়া ।
পর্যায়ক্রমে মাথাব্যথা ও বাত–আর্সেনিক, লাইকোপোডিয়াম ।
পর্যায়ক্রমে পেটব্যথা ও বাত–কেলি বাই, প্লাম্বাম ।
পর্যায়ক্রমে স্বরভঙ্গ হৃদস্পন্দন—অক্সালিক অ্যাসিড ।
পর্যায়ক্রমে শীতকালে ক্রুপ ও গ্রীষ্মকালে সায়েটিকা–ট্যাফিসেগ্রিয়া
পর্যায়ক্রমে বমি ও আক্ষেপ—সিকুটা।
পর্যায়ক্রমে বাত ও বমি—অ্যান্টিন-ক্রুড, কেলি বাই, এনজোয়িক-অ্যা, স্যাঙ্গুইনেরিয়া ।
পর্যায়ক্রমে বাত ও রক্তকাশি বা রক্তবমি—লিডাম ।
পর্যায়ক্রমে চর্মরোগ ও উদরাময়—ক্রোটন টিগ
পর্যায়ক্রমে চর্মরোগ ও কাশি—ক্রোটন টিগ ।
পর্যায়ক্রমে চর্মরোগ ও বাত—ক্রোটন টিগ, স্ট্যাফিসেগ্রিয়া ।
পর্যায়ক্রমে পেটব্যথা ও মাথাব্যথা—ইস্কুলাস, রানানকুলাস । পর্যায়ক্রমে পেটব্যথা ও মাথাব্যথা–সিনা, প্লাম্বাম ।
পর্যায়ক্রমে কাশি ও মাথাব্যথা—ল্যাকেসিস, সোরিনাম । পর্যায়ক্রমে মাথাব্যথা ও দাঁতব্যথা—সোরিনাম ।
পর্যায়ক্রমে হাঁপানি ও মাথাব্যথা—অ্যাঙ্গাস্টুরা, গ্লোনইন। পর্যায়ক্রমে চক্ষুপ্রদাহ ও শোথ—আর্সেনিক ।
পর্যায়ক্রমে চক্ষুপ্রদাহ ও বাত—গ্রিণ্ডেলিয়া ।
পর্যায়ক্রমে চক্ষুপ্রদাহ ও গলক্ষত–প্যারিস কোয়াড । পর্যায়ক্রমে উন্মাদ ও অতিরজঃ—ক্রোটেলাস, ক্যাসকা। পর্যায়ক্রমে হাঁপানি ও আমবাত—ক্যালেডিয়াম ।
পর্যায়ক্রমে দৃষ্টিশক্তির দুর্বলতা ও বধিরতা—সিকুটা
পর্যায়ক্রমে মাথাব্যথা ও দৃষ্টিশক্তিহীনতা—কেলি বাই ।
(বি: দ্র:- এরকম পোস্ট পেতে এবং এই পোস্ট পড়ে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, পরবর্তীতে আমি এর থেকে ভালো পোস্ট দেয়ার চেষ্টা করব)