Ibn Umar

Ibn Umar Hello friends an Islamic media holding hands with Islamic ideology with our catastrophe and informat আসসালামু আলাইকুম

‎‎.‎মৃ*ত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে?‎হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, অথবা ঘুম ভাঙা ভোরে, জীবন থেমে যাবে। নিঃশব্দে, হঠ...
14/09/2025


‎.
‎মৃ*ত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে?
‎হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, অথবা ঘুম ভাঙা ভোরে, জীবন থেমে যাবে। নিঃশব্দে, হঠাৎ। আপনার ঘর, কাপড়, চায়ের কাপ—সব কিছুই থাকবে। থাকবে আপনার স্মার্টফোনটিও। শুধু আপনিই থাকবেন না।
‎আপনি যখন থাকবনে না, স্মার্টফোনটা তখন হবে এক নিঃশব্দ স্মৃতিকার। তাতে থাকবে আপনার প্রিয়জনের গলা—ভয়েস নোটে। থাকবে সেই একটাই ছবি—যেটা আপনি শেষবার তুলেছিলেন সূর্যাস্তের দিকে তাকিয়ে। থাকবে কিছু অসমাপ্ত খসড়া, কেউ হয়তো কখনও পড়বেই না। থাকবে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ—"পরে লিখছি" বলে রেখে যাওয়া, যেটা আর কখনও লেখা হবে না।
‎আপনার মা কিংবা স্ত্রী হয়তো সেটা তুলে নিবে একদিন। বিছানার পাশে রাখা সেই ফোন, যেটা প্রতিদিন ঘুম ভাঙার আগে আপনি হাতে নিতেন। যেটা আপনি নিয়ে ঘুরেছেন চারদিকে, তুলে রেখেছেন হাজারটা মুহূর্ত।
‎হঠাৎ চোখে পরবে কিছু ছবি। একটা সেলফি, যেখানে আপনি হেসেছিলেন ঠিক তার দিকে তাকিয়ে। একটা নোট—যেখানে লেখা ছিল “ঈদের বাজারের তালিকা”, কিংবা “মাকে ফোন দিতে হবে।” হয়তো খুঁজে পায় এমন কোনো মেসেজ, যেটা আপনি কাউকে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু পাঠাননি। তাতে লেখা ছিল: “আমি আসলে খুব একা।”
‎আপনার সন্তান একদিন বড় হয়ে খুঁজে পাবে আপনার ফোন। খেলাচ্ছলে খুলে দেখবে কিছু ভিডিও। দেখবে আপনি তাকে কোলে নিয়ে রেখেছিলেন, আর বলছিলেন, “বাবা, তুমি আমার দুনিয়া।” সে তখন বুঝবে—একটা ফোন আসলে শুধু ফোন ছিল না, এটা ছিল এক জীবনের কাঁচা দলিল।
‎মৃ*ত্যু অনিবার্য, এবং আমাদের উচিত মৃ*ত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। আমাদের স্মার্টফোনে থাকা তথ্যগুলো আমাদের জীবনের প্রতিচ্ছবি। তাই আমাদের উচিত, স্মার্টফোনে এমন কিছু সংরক্ষণ করা, যা আমাদের মৃ*ত্যুর পরেও আমাদের জন্য সওয়াবের কারণ হতে পারে। অন্তত এমন কিছু না রাখা যা প্রকাশিত হলে আমাদের লজ্জায় পরতে হয়।
‎তাই আমাদের উচিত, স্মার্টফোনকে এমন এক বন্ধু বানানো, যে মৃ*ত্যু পরবর্তী জীবনেও আমাদের জন্য সাক্ষী হবে কল্যাণের। মৃ*ত্যুর প্রস্তুতি শুধু জানাজা বা কবরের কাপড়েই নয়—প্রস্তুতি লাগে ডিজিটাল দুনিয়াতেও।

‎©

31/08/2025

"সপ্তাহখানেক এর জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়? আমর মা-কে একবার দেখতে মন চাই।"
হাদী ভাইয়ের মতো মানুষেরাই আমাদের শেষ ভরসা। হে মহান আল্লাহ, তুমি হাদী ভাইকে নেক হায়াত দান করো।

দিনশেষে নিজেকে,,ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন, তারমধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো...
14/08/2025

দিনশেষে নিজেকে,,
ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন, তারমধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো!

14/08/2025
09/08/2025

কোরান হাদিস শিখবো আমি
যাবো মক্তবেতে যাবো আমি।
#কোরআন_শিক্ষা
#মক্তব_শিক্ষা
#মক্তবে_কোরান_শিক্ষকা

08/08/2025

জুম্মার দিন দোয়া কবুল হয়।

08/08/2025

জুম'আ মোবারক।
#জুম'আ_মোবারক



#সুবহানাল্লাহ
#আলহামদুলিল্লাহ

07/08/2025

সারাটা জীবন খালি ভেবেই গেলেন।
মানুষ কি বলবে ,, অবশেষে তারা বললো
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
#হাশর #ফর

আমার সেরা স্টার প্রেরককে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। সহায়তা করার জন্য অনেক ধন্যবাদ!Md Ismail Hossain
07/08/2025

আমার সেরা স্টার প্রেরককে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। সহায়তা করার জন্য অনেক ধন্যবাদ!

Md Ismail Hossain

দশজনকে  স্টার চ্যালেঞ্জ পূর্ন করে দিবেন Md Ismail Hossain ভাই যারা এই পোষ্টটা লাইক কমেন্টসহ প্রোফাইল ও গ্ৰুপ শেয়ার করে ...
07/08/2025

দশজনকে স্টার চ্যালেঞ্জ পূর্ন করে দিবেন Md Ismail Hossain ভাই যারা এই পোষ্টটা লাইক কমেন্টসহ প্রোফাইল ও গ্ৰুপ শেয়ার করে দিবে । তাদেরকে লটারির মাধ্যমে।

Address

Magura

Alerts

Be the first to know and let us send you an email when Ibn Umar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share