
25/05/2025
গাজায় ইসয়ায়েলের হত্যাযজ্ঞ চলছেই, প্রাণহানি ছাড়াল ৫৩ হাজার ৯০০
আন্তর্জাতিক ডেস্ক,
প্রকাশিত: রোববার, ২৫ মে ২০২৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই। প্রতিদিনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইসরায়েলি বাহিনীর হামলা; দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য। একদিকে আকাশ ও স্থল অভিযান, অন্যদিকে ত্রাণ সরবরাহ বন্ধ; গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য।
ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত ভূখণ্ডটি পুরো দখলের প্রতিজ্ঞা নিয়ে গাজায় হামলার তীব্রতা ব্যাপকহারে বাড়িয়েছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় সবশেষ ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত সাড়ে ১৯ মাসে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫৩ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে।
রোববার (২৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।