21/05/2025
মানুষ কষ্টের দিন দেখতে চায় না,
কষ্টের ভারও কেউ বহন করে না।
একাই রাত জেগে, ঘাম ঝরিয়ে, ক্লান্ত পথ পাড়ি দিতে হয়—
এই লড়াইয়ে একাকীত্বই হয়ে ওঠে একমাত্র সঙ্গী।
কিন্তু যখন সেই পরিশ্রম সাফল্যে রূপ নেয়,
তখন অনেকেই এসে পাশে দাঁড়াতে চায়।
সফলতার আলোয় গা ভাসাতে চায় সবাই,
যেন শুরু থেকেই তারা ছিল তোমার সঙ্গে।
অথচ, সেই কষ্টের পথ ছিল শুধুই তোমার।
এই জীবন আমাদের শেখায়—
কষ্টের সময় পাশে কেউ থাকে না,
আর সাফল্যের দিনে ভিড় লেগে যায়।
তাই নিজের পরিশ্রমকে সম্মান করো,
কারণ সেটাই তোমার সত্যিকারের শক্তি।
তোমার কষ্ট কেউ ভাগ নেবে না,
কিন্তু তোমার সাফল্যের ভাগ সবাই নিতে চাইবে।
তাই চুপচাপ লড়ে যাও—নিজের জন্য, নিজের আত্মসম্মানের জন্য।
---
#কষ্ট #পরিশ্রম #সফলতা #জীবনেরপাঠ #একাকীত্ব #নিজেরভরসা