Al Amin Shikder

Al Amin Shikder জীবন সহজ নয়;
ধৈর্য, সহ্য, ত্যাগ ও ভরসার মাধ্যমে
জীবনকে সহজ করে নিতে হয়।

মানুষ কষ্টের দিন দেখতে চায় না,কষ্টের ভারও কেউ বহন করে না।একাই রাত জেগে, ঘাম ঝরিয়ে, ক্লান্ত পথ পাড়ি দিতে হয়—এই লড়াইয়ে একা...
21/05/2025

মানুষ কষ্টের দিন দেখতে চায় না,
কষ্টের ভারও কেউ বহন করে না।
একাই রাত জেগে, ঘাম ঝরিয়ে, ক্লান্ত পথ পাড়ি দিতে হয়—
এই লড়াইয়ে একাকীত্বই হয়ে ওঠে একমাত্র সঙ্গী।

কিন্তু যখন সেই পরিশ্রম সাফল্যে রূপ নেয়,
তখন অনেকেই এসে পাশে দাঁড়াতে চায়।
সফলতার আলোয় গা ভাসাতে চায় সবাই,
যেন শুরু থেকেই তারা ছিল তোমার সঙ্গে।
অথচ, সেই কষ্টের পথ ছিল শুধুই তোমার।

এই জীবন আমাদের শেখায়—
কষ্টের সময় পাশে কেউ থাকে না,
আর সাফল্যের দিনে ভিড় লেগে যায়।
তাই নিজের পরিশ্রমকে সম্মান করো,
কারণ সেটাই তোমার সত্যিকারের শক্তি।

তোমার কষ্ট কেউ ভাগ নেবে না,
কিন্তু তোমার সাফল্যের ভাগ সবাই নিতে চাইবে।
তাই চুপচাপ লড়ে যাও—নিজের জন্য, নিজের আত্মসম্মানের জন্য।

---

#কষ্ট #পরিশ্রম #সফলতা #জীবনেরপাঠ #একাকীত্ব #নিজেরভরসা

আমগাছে গড়ে উঠেছে এক বিশাল মৌচাক!আলহামদুলিল্লাহ প্রাকৃতিক পরিবেশে মৌমাছিদের এমন বসবাস সত্যিই আনন্দের।আল্লাহর দান — প্রকৃত...
20/05/2025

আমগাছে গড়ে উঠেছে এক বিশাল মৌচাক!
আলহামদুলিল্লাহ প্রাকৃতিক পরিবেশে মৌমাছিদের এমন বসবাস সত্যিই আনন্দের।
আল্লাহর দান — প্রকৃতির এক অপূর্ব উপহার।
#মৌচাক #আমগাছ #প্রাকৃতিকসম্পদ #আল্লাহরদান #সুস্থজীবন #আলহামদুলিল্লাহ

এই দুনিয়ায় মানুষ ঠকাতে পারে, কিন্তু যিনি সব দেখেন, তিনি কখনও ঠকান না।নিজের সৎ পথটা ধরে রাখুন, কারণ সঠিক প্রতিদান ঠিকই ...
19/05/2025

এই দুনিয়ায় মানুষ ঠকাতে পারে, কিন্তু যিনি সব দেখেন, তিনি কখনও ঠকান না।
নিজের সৎ পথটা ধরে রাখুন, কারণ সঠিক প্রতিদান ঠিকই আসবে—ঠিক সময়ে, ঠিক সেই হাত থেকে, যিনি আপনাকে সবসময় ভালোবাসেন।
আল্লাহর উপর ভরসা কখনও বিফলে যায় না।

#আল্লাহর_উপর_ভরসা #ধৈর্য #নির্ভরতা #জীবনের_পাঠ

একটা ছোট বীজই প্রমাণ করে—সঠিক পরিচর্যা আর ধৈর্য থাকলে বড় কিছু হওয়া যায়।এই পেঁপে গাছটা শুধু একটা গাছ নয়, এটা আমাদের পরিশ্...
18/05/2025

একটা ছোট বীজই প্রমাণ করে—সঠিক পরিচর্যা আর ধৈর্য থাকলে বড় কিছু হওয়া যায়।
এই পেঁপে গাছটা শুধু একটা গাছ নয়, এটা আমাদের পরিশ্রম, বিশ্বাস আর স্বপ্নের ফল।
নিজের কাজের প্রতি ভালোবাসা থাকলেই সাফল্য আসবেই—প্রকৃতি নিজেই তা ফিরিয়ে দেয়!

#স্বপ্নেরফল #আল্লাহর_দান_এগ্রোফার্ম #অর্গানিক_লাইফ #পরিশ্রমের_ফল
With Al Amin Shikder – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉

03/04/2025

হারাতে হারাতে সব হারিয়ে ফেলেছি,
আর কিছু নেই হারানোর মতো।
এবার আমি হারালেই,
গল্পটা হবে শেষ।

Address

Magura
7620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Amin Shikder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share