Sneha Shaha

Sneha Shaha হাসতে ভালোবাসি�
সবসময় পজেটিভ থাকা এবং আশেপাশের মানুষগুলো পজেটিভ রাখাটাই জীবনের একমাত্র লক্ষ�

ডা. প্রতীক জোশী, ছয় বছর ধরে লন্ডনের আকাশে স্বপ্ন বুনেছিলেন। স্ত্রী আর তিনটি ছোট সন্তানের জন্য একটু ভালো ভবিষ্যৎ—এটাই ছি...
13/06/2025

ডা. প্রতীক জোশী, ছয় বছর ধরে লন্ডনের আকাশে স্বপ্ন বুনেছিলেন। স্ত্রী আর তিনটি ছোট সন্তানের জন্য একটু ভালো ভবিষ্যৎ—এটাই ছিল তার একমাত্র লক্ষ্য।
সেই ভবিষ্যতের জন্য তিনি লড়েছেন—প্রতিদিন, প্রতিমুহূর্ত। কাগজপত্র, অপেক্ষা, নিঃসঙ্গতা—সব মেনে নিয়েছিলেন।

অবশেষে, সেই স্বপ্নটা বাস্তব হতে চলেছিল। মাত্র দুই দিন আগে, তাঁর স্ত্রী ডা. কোমি ব্যাস—আরো এক চিকিৎসক—ভারতের চাকরি ছেড়ে দিয়েছেন। ব্যাগ গুছিয়ে ফেলেছেন, সবার সঙ্গে বিদায় জানিয়ে ফেলেছেন। সামনে শুধু অপেক্ষা নতুন জীবনের।

আজ সকালে, একরাশ আশা, উত্তেজনা, আর পরিকল্পনা নিয়ে পাঁচজনই উঠলেন এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ। উঠার আগে একটা সেলফি। শুরু হতে চলেছে নতুন জীবন, একমুখী যাত্রা।

কিন্তু… তাঁরা আর পৌঁছাতে পারলেন না। সেই বিমানটি ভেঙে পড়ে। কেউ বাঁচেনি।

এক মুহূর্তেই শেষ হয়ে গেল এক জীবনের স্বপ্ন। সব ভালোবাসা, সব আশাবাদ, সব পরিকল্পনা মুছে গেল। একটি পুরো পরিবার, একটি ভবিষ্যৎ—সব ছাই হয়ে গেল।

জীবন কতটা ভঙ্গুর, কতটা অনিশ্চিত—এটাই আবার মনে করিয়ে দিল।

জীবন ভীষণ হঠাৎ, আর ভীষণ ক্ষণিক।
তাই যতক্ষণ ভালোবাসার মানুষ পাশে আছেন, ধরে রাখুন।
জীবনের জন্য অপেক্ষা করবেন না—যতটা পারেন, এখনই বাঁচুন।

কারণ কাল বলে কিছু হয়তো নেই।

তাদের স্মাইল😊
05/06/2025

তাদের স্মাইল😊

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।যে কষ্টগুলো ...
01/06/2025

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?
খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।
যে কষ্টগুলো আপনি দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে!
গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন। আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না!

সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস — সামনে এগোতে গেলে শিকলের মত পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে "Revenge of Nature" বলে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র!!

কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখাল, আপনার শ্রম-সফলতার স্বীকৃতি দিল না, ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য হিস্যা থেকে আপনাকে বঞ্চিত করেছে, কথার বাণে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত! করুক না!! জরুরি না যে সবকিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?

সবসময় আমরা বুঝে উঠতে পারি না, ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না!

এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। তিনি কারোর একার না। তিনি সবার।

"কর্মফল"তোমাকে ভুগতেই হবে।সে তুমি যতো বড়ই মহারথী হওনা কেনো,,
28/05/2025

"কর্মফল"তোমাকে ভুগতেই হবে।
সে তুমি যতো বড়ই মহারথী হওনা কেনো,,

বাসায় বস না হয়ে "বন্ধু" হন। সন্তান জন্ম দিয়ে পিতামাতা যে কেউ হতে পারে, কিন্তু ভালো পিতামাতা সবাই হতে পারে না।ইনডিভিজুয়াল...
27/05/2025

বাসায় বস না হয়ে "বন্ধু" হন। সন্তান জন্ম দিয়ে পিতামাতা যে কেউ হতে পারে, কিন্তু ভালো পিতামাতা সবাই হতে পারে না।

ইনডিভিজুয়ালী প্রতিটা জীবন ই জীবন. আমারটাও জীবন, আমার বাবা, আমার মা, প্রত্যেকের জীবন টাও জীবন।

আমার ছেলে মেয়ে ভবিষ্যতে কি হবে সেটা বলে দেয়ার আমি কেউ না। হোয়াট আই ক্যান ডু ইজ, খারাপ এবং ভালো সেটার তফাৎ আমি শিখিয়ে দিবো। একজন পিতা হিসেবে সেটা আমার দায়িত্ব। যেনো সে ভালো খারাপের পার্থক্য বুঝে, ভালোটা চুজ করতে পারে।

কিন্তু যেভাবে ডমিনেট করা হয় ছেলেপুলেদের সেটার একদম বিরুদ্ধে আমি। আমার মনে হয়, বাবা মা তার ছেলে-মেয়েদের পাখাটা কে'টে দেয়, যার কারণে তারা আর উড়তে পারে না। বিষয়খানা অনেকটা এইরকম, আপনার ছেলে অথবা মেয়ে জাহাজের নাবিক হতে চায়, কিন্তু আপনি জোর দিয়ে বললেন, না না ডাক্তার-ই হতে হবে। জাহাজের নাবিক টাবিক এইসব ফালতু কাজ।

কিন্তু পিতা/মাতা হিসেবে আপনার সন্তানদের জিজ্ঞেসা করা উচিৎ ছিলো তারা তাদের জীবনে কি হতে চায়, কেন হতে চায়। কিন্তু আপনি পিতা/মাতা হিসেবে যেটা করছেন সেটা হচ্ছে, আপনার মতবাদ তাদের উপর চাপিয়ে দেয়া। আপনার স্বপ্ন তার ভিতর দিয়ে চালিয়ে দিচ্ছেন এবং সেটার জন্য যা যা করার দরকার সেটাই করছেন। দিস ইজ ভেরি রঙ ম্যথলজি ফ্রম মাই পারস্পেক্টিভ।

সন্তানদেরকে লালন পালন করার ওয়েটা দেখে মনে হচ্ছে, সে একজন চাকর। আপনি যাই বলবেন তাই করতে হবে। পরিক্ষায় ভালো নাম্বার আনতে বলছেন মানে আনতে হবে, পাশের বাসার ছকিনার মেয়ে ইঞ্জিনিয়ার সুতারাং তাকেও ইঞ্জিনিয়ার হতে হবে। বিষয়টা এইরকম নাও হতে পারত। পাচটা মিনিট ছেলেমেয়েদের সাথে বসে তাদের জীবনের ইচ্ছা গুলো সম্পর্কে জানতে পারতেন, তারা কতদুর পর্যন্ত যেতে চায় সেটা জিজ্ঞেস করতে পারতেন, ওরা কি ডুবতে চায় নাকি উড়তে চায় সেটা জানার পর আপনার মতামত দিতে পারতেন।

সবাই সবার মতো করে বাচার অধিকার রাখে। ডোন্ট প্রেসারাইজ দ্যাম।

এইখানে যেনো একটা কম্পিটিশন। সবাই পা'গলের মত হন্য হয়ে একটা জীবন্ত সৃজনশীল জীবন ধ্বংসের খেলায় মেতে উঠেছে। তারপর আপনার সন্তান যে প্রেসার নিতে না পেরে আ'ত্মহ'ত্যার পথ বেছে নিবে না সেটার কি গ্যারান্টি? 🖤

✍️ সাইন্টিস্ট মাহফুজ





27/05/2025

নতুন শহর__নতুন ঠিকানা

ফেসবুকে ContentMonetization থেকে ইনকাম করা ভীষণ সহজ অন্তত আমি মনে করি। ই উ টি উ ব থেকেও ফেসবুকে ইনকাম করা অনেক বেশি সহজস...
26/05/2025

ফেসবুকে ContentMonetization থেকে ইনকাম করা ভীষণ সহজ অন্তত আমি মনে করি। ই উ টি উ ব থেকেও ফেসবুকে ইনকাম করা অনেক বেশি সহজসাধ্য কারণ ফেসবুকে একটু সামান্য বাস্তব বুদ্ধি কাজে লাগালেই কিন্তু ইনকাম করা যায়।
প্রথমে বলি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে হলে প্রথমে একাউন্ট টা কে গ্রো করাতে হবে। মানে আপনার ফ্যান ফলোয়ার্স বাড়াতে হবে। এবার সেটা কিভাবে করবেন একটা খুব সহজ উপায় বলি?
1. ফ্লা ও য়া র গি ফ ট করুন। আপনার গি ফ ট করা ফ্লা ও য়া র থেকে যদি না আপনার ফলোয়ার বাড়ে তখন আমাকে বলবেন।
2. অবশ্যই কাজ করতে হবে। মানে শুধু ফ্লা ও য়া র গি ফ ট করলেই তো হবে না মানুষকে আপনার প্রোফাইল বা পেজে আটকে রাখতে হলে আপনাকে কাজ দেখাতে হবে। মানে আপনাকে ফটো পোস্ট করতে হবে ।ভিডিও পোস্ট করতে হবে ।কারণ কাজ না করলে টাকা আপনাকে কেউ দেবে না।
এবার বলি কিভাবে কাজ করবেন?
আপনার মধ্যে কোন ট্যালেন্ট নেই আমি ধরে নিলাম। আপনি ভিডিও বানাতে পারেন না। আপনি লিখতে পারেন না।। কপি পেস্ট করতে পারবেন তো?
1. লেখা কপি পেস্ট এর মাধ্যমে ফেসবুকে ইনকাম এখন অনেকেই করছে। এটার মধ্যে কোন ভুল নেই। কোন অন্যায় নেই । হ্যাঁ যদি লেখকের নাম জেনে থাকেন লেখার নিচে লেখকের নামটি অবশ্যই উল্লেখ করবেন। আর লেখকের নাম না জানা থাকলে সংগৃহীত কথাটি অবশ্যই লিখবেন। মানে হল অন্যের লেখাটি নিজের লেখা বলে চালাতে যাবেন না।
2. সারাদিনে কিছু ভালো করে ফটো তুলুন নিজের। কিংবা পরিবেশের ,প্রাকৃতিক সৌন্দর্য ,ফুল ,খাবার সেইগুলো দিয়ে কিছু লেখা কপি পেস্ট করে পোস্ট করে দিন।
এখন তো ভিডিওর থেকেও লেখা বা ফটোতে ইনকাম বেশি হচ্ছে।
3. এবার যদি নিজের ভিডিও বানাতে প্রবলেম হয় বা না পারেন সেক্ষেত্রে ভিডিও ডাউনলোড করুন। ভয়েসটা নিজে দেওয়ার চেষ্টা করুন দিয়ে ভিডিওটি যে কোন ভিডিও এডিটিং অ্যাপ এ গিয়ে এডিট করে রি পোস্ট করুন। কোন কপিরাইট আসবেনা ।শুধু মিউজিকটা একটু খেয়াল রাখবেন। মানে পারলে অরিজিনাল ভয়েস দিয়ে মিউজিকটা তৈরি করবেন।
4. এবার যদি বলেন কি ভয়েজ দেব সেক্ষেত্রে যে কাউকে অনুকরণ করুন।
5. আর যদি মনে হয় নিজে ভিডিও তৈরি করব কিন্তু নিজের ফেস দেব না সে ক্ষেত্রে আপনার বিভিন্ন সারা দিনের কাজ সেগুলোকে ভিডিও করতে পারেন ।রান্নার ভিডিও করতে পারেন এবং তার সাথে একটা ভয়েস এডিট করে দিতে পারেন। ভীষণ সহজ।
তবে ফেসবুকে কাজ করার ক্ষেত্রে যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ধৈর্য। ধৈর্য হারালে কিন্তু ফেসবুকের কাজটি আপনার জন্য নয়। আপনি দেখবেন আপনি কাজ করবেন যত রেগুলারিটি মেনটেন করে টাইম মেইন করে আপনার রিচ এনগেজমেন্ট তর তর করে বাড়বে। কিন্তু কাজ করতে করতে আপনি যদি সাত দিনের গ্যাপ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই যে এত দিনের কষ্টটা বৃথা চলে যাবে। আবার আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে এবং নতুন করে কাজ করতে হবে।
আমার কথা মেনে কাজ করে দেখুন ফেসবুকে সাফল্য আসবেই আসবে। আমার ফলোয়ার কম এটা নিয়ে মাথা ঘামাবেন না ।কেউ কেউ 5000 ফলোয়ারেও ইনকাম করছে ।কেউ কেউ 50000 ফলোয়ারেও ইনকাম করতে পারছে না। সুতরাং followers does not matter.
সংগৃহীত🙂

Address

Magura
7600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sneha Shaha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share