
13/06/2025
ডা. প্রতীক জোশী, ছয় বছর ধরে লন্ডনের আকাশে স্বপ্ন বুনেছিলেন। স্ত্রী আর তিনটি ছোট সন্তানের জন্য একটু ভালো ভবিষ্যৎ—এটাই ছিল তার একমাত্র লক্ষ্য।
সেই ভবিষ্যতের জন্য তিনি লড়েছেন—প্রতিদিন, প্রতিমুহূর্ত। কাগজপত্র, অপেক্ষা, নিঃসঙ্গতা—সব মেনে নিয়েছিলেন।
অবশেষে, সেই স্বপ্নটা বাস্তব হতে চলেছিল। মাত্র দুই দিন আগে, তাঁর স্ত্রী ডা. কোমি ব্যাস—আরো এক চিকিৎসক—ভারতের চাকরি ছেড়ে দিয়েছেন। ব্যাগ গুছিয়ে ফেলেছেন, সবার সঙ্গে বিদায় জানিয়ে ফেলেছেন। সামনে শুধু অপেক্ষা নতুন জীবনের।
আজ সকালে, একরাশ আশা, উত্তেজনা, আর পরিকল্পনা নিয়ে পাঁচজনই উঠলেন এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ। উঠার আগে একটা সেলফি। শুরু হতে চলেছে নতুন জীবন, একমুখী যাত্রা।
কিন্তু… তাঁরা আর পৌঁছাতে পারলেন না। সেই বিমানটি ভেঙে পড়ে। কেউ বাঁচেনি।
এক মুহূর্তেই শেষ হয়ে গেল এক জীবনের স্বপ্ন। সব ভালোবাসা, সব আশাবাদ, সব পরিকল্পনা মুছে গেল। একটি পুরো পরিবার, একটি ভবিষ্যৎ—সব ছাই হয়ে গেল।
জীবন কতটা ভঙ্গুর, কতটা অনিশ্চিত—এটাই আবার মনে করিয়ে দিল।
জীবন ভীষণ হঠাৎ, আর ভীষণ ক্ষণিক।
তাই যতক্ষণ ভালোবাসার মানুষ পাশে আছেন, ধরে রাখুন।
জীবনের জন্য অপেক্ষা করবেন না—যতটা পারেন, এখনই বাঁচুন।
কারণ কাল বলে কিছু হয়তো নেই।