Loko somaj

Loko somaj গ্রাম বাংলার ভিডিও দেখতে লাইক দিন ।নত?

22/02/2025

আমার স্বাধীন বাংলাদেশ। গত ৫ দিনের গঠনা বলি।

19/02/2025

হালকায়ে জিকির 😑😑

11/09/2024

এখন সুশীলরা কি বলবেন, সেনাবাহিনী মেরে ফেলেছে তারা তো বিচারের ঊর্ধ্বে।

আমরা সবাই ভুলে গেছি আমাদেরই বোন তনুর কথা। আজ থেকে ৮ বছর আগে কুমিল্লা সেনানিবাসের মতো একটি নিরাপদ জায়গায় দলগত ধর্ষণ ও নির...
29/08/2024

আমরা সবাই ভুলে গেছি আমাদেরই বোন তনুর কথা। আজ থেকে ৮ বছর আগে কুমিল্লা সেনানিবাসের মতো একটি নিরাপদ জায়গায় দলগত ধর্ষণ ও নির্মম বর্বরতার স্বীকার হয় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু। বাংলাদেশে যতগুলো বড় বড় আন্দোলন হয়েছে তার মধ্যে তনু’র পক্ষে হওয়া আন্দোলন অন্যতম। এই ৮ বছরে কোনো অগ্রগতি নেই তনু হত্যা মামলার।

এতোদিন তো সবাই চুপ ছিলাম। ছাত্রজনতার এই বিজয়ে দেশ সংস্কার করতে হলে আমাদের সোনার বাংলা থেকে এসমস্ত নরপিশাচকে দূর করতে হবে। লক্ষ্য একটাই -

“ আমরা সবাই তনু’র ভাই
তনু হত্যার বিচার চাই “

30/06/2024

এখনি উপযুক্ত সময় ‘‘এই দেশের ’’ নিম্ন শ্রেণীর সরকারি কর্মচারী থেকে উচ্চ শ্রেণীর আমলা পর্যন্ত যাদের ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা বা বিদেশে বসবাস করছে তা জাতির সামনে তুলে নিয়ে আসা। দেশের টাকা পাচার করে যারা বিদেশে ও দেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছিলো তাদের জাতির সামনে তুলে দরা।

26/12/2022

ছোট বাচ্চা ছাগলের টোপ দিয়ে ভয়ংকর বাঘ শিকার, বাঘ শিকার দেখতে জনতার ভীড় লেগে গেছে।

21/12/2022

বানরের খেলা, প্রশিহ্মিত দহ্ম বানর😮

14/12/2022

❤️

08/12/2022

মেসির সাথে তার ছেলেদের খুনসুটি সত্যি অসাধারণ😍 ভালোলাগার আরেক নাম মেসি❤️

07/12/2022

কুমিল্লায় ভুয়া ডাক্তার ধরতে RAB এর অভিনব অভিযান, RAB এর হাতে হাতেনাতে ধরা ভুয়া ডাক্তার উদ্ধার করা হয় ভুয়া সিল ও প্যাড।

দরবেশ বাবার কেরামতি!পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বল্লেন সাধারনত ১২ দি...
22/10/2022

দরবেশ বাবার কেরামতি!

পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বল্লেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে এখন বই সংকট। ১ মাসও লাগতে পারে। মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিলো। হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কি লাগবে আমাকে বল। বললাম, বাবা আমার জরুরি পাসপোর্ট দরকার। কিন্তু ওনারা বলছে ১ মাসও লাগতে পারে।

হক মাওলা, দেখি তোর কাগজপত্র গুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজ গুলো নিয়ে ফচাৎ করে ছিড়ে ফেললেন। তারপর নতুন ফরম দিয়ে বললেন এটা পুরণ কর। বললাম, বাবা আমিতো অরিজিন্যাল কুমিল্লার রসমালাইর মতো খাটি ফার্স্ট ক্লাশ গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম। এখন আবার গ্যাজেটেড কর্মকর্তা পাব কোথায়?

বাবা বললেন, আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছেরে এই জগতে। তুই পূরণ কর। সত্যায়িত আমি করব। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন হাদিয়া দিয়ে ছবি তুলে তুই যাগা। ঠিক ৪ দিন পর তোকে স্বপ্নে কল দেব। এসে বই নিয়ে যাবি।
বলেন কি বাবা, মাত্র ৪ দিন! এ কি করে সম্ভব! সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জীবন্ত অলি? পাসপোর্ট অফিসের লোকজন বলে ১ মাস লাগবে। আর সরকারি নিয়মে ১২ দিনের নিচে কোন ভাবেই বই পাওয়া যায় না, কিন্তু আপনি ৪ দিনে কিভাবে দেবেন?
এসব তুই বুঝবি নারে, সব উপরওয়ালার লীলা খেলা। তারাতারি টাকাটা দে, উপর ওয়ালাকে দিয়ে আসি।

৬.৫ হাজার সরকারি ফি। আর বাবার হাদিয়া ৮ হাজার। মোট ১৪.৫ হাজার টাকা দিলাম। বাবা কাগজগুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন। এই টাকার ভাগ বাবা একা নেবেন না। ভাগ পাবেন বাবা, তার বাবা, তার বাবা পর্যন্ত। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশ বাড়িতে যাবে না ভেরীফিকেশন করতে?
বাবা বললেন তুইতো ভেরী বোকা লোকরে। পুলিশের দুই চোখে দুইটা কচকচে নোট নিয়ে চাপ দিয়ে একটা ফু দেব, অমনি তোর বাড়ি ঘর সব স্বপ্নে ভেরীফিকেশন করে ফেলবে। সব উপর ওয়ালার লীলা খেলারে। হক মাওলা।

ঠিক চার ওয়ার্কিং ডে এর পর আজকে বাবা কল দিলেন। আয় বৎস পাসপোর্ট নিয়ে যা। আজকে ২০ সেপ্টেম্বর , অথচ ডেলিভারী স্লিপে লিখা ডেলিভারী ডেট ২৫ অক্টোবর ২০২২।
সত্যি দরবেশ বাবার হেকমত বড় কড়া। আমি বাবার চরন দুটিতে লুটিয়ে পড়লাম। বাবা আপনিই সেরা। আপনার পদধুলি দেন।

হাসপাতাল, বিআরটিএ, পাসপোর্ট অফিস,ভূমি অফিস সহ সরকারী সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিকির আসগারে মত্ত আছেন। উপর ওয়ালার সাথে উনাদের ডাইরেক্ট কানেকশন।

Collected post

নোয়াখালীতে আবারো রাস্তায় প্রকাশ্যে দিবালোকে গলায় ব্লেড দিয়ে কিশোরিকে হত্যা চেষ্টা, আবারো ঘটে যেতে পারতো talk of the coun...
25/09/2022

নোয়াখালীতে আবারো রাস্তায় প্রকাশ্যে দিবালোকে গলায় ব্লেড দিয়ে কিশোরিকে হত্যা চেষ্টা, আবারো ঘটে যেতে পারতো talk of the country
একটু আগে নোয়াখালী সদর উপজেলার বিনোদনপুর ইউনিয়নের দহ্মিন জামালপুরে ঘঠে এই মর্মান্তিক ঘটনা, উক্ত ছাত্রী স্কুল ছুটির পর (নলপুর হাই স্কুল) থেকে বাসায় যাওয়ার পথে,
দক্ষিণ জামালপুরের রাস্তায় দিয়ে যাওয়া পথে,
অচেনা একটি ছেলে তাঁর মুখ চেপে ধরে ব্লেট দিয়ে তাঁর গলায় পৌঁছ মারে, এতে উক্ত ছাত্রী মারাত্মক জখম প্রাপ্ত হয়,
যেই এমন ঘৃণিত কাজ করেছেন আমরা অতি দ্রুত তার গ্রেফতার চাই ও তার কঠিন শাস্তি দাবি করছি।

Address


Telephone

+8801869499712

Website

Alerts

Be the first to know and let us send you an email when Loko somaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Loko somaj:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share