Tell, Tale Noakhali Cricket

Tell, Tale Noakhali Cricket Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tell, Tale Noakhali Cricket, Media/News Company, Maijdee Court.

নোয়াখালীর গর্ব মাহবুব আনাম BPL এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত! নোয়াখালী কবিরহাট উপজেলার গর্ব মহবুব আনাম — BPL গভর্নিং ক...
04/07/2025

নোয়াখালীর গর্ব মাহবুব আনাম BPL এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত!

নোয়াখালী কবিরহাট উপজেলার গর্ব মহবুব আনাম — BPL গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।

কবিরহাট উপজেলার নুর সোনাপুর গ্রামের কৃতি সন্তান মহবুব আনাম সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর বোর্ড অব ডিরেক্টরস-এর একমাত্র পরিচালক।

মহবুব আনাম ঐতিহ্যবাহী কাদির বক্স চৌধুরী বাড়ির সন্তান।

২০২৫ সালের জুনে তাঁকে BPL চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তিনি জানিয়েছেন, আগামী অক্টোবরে ফ্র্যাঞ্চাইজি নির্বাচন, প্লেয়ার ড্রাফট ও অডিট কার্যক্রম শুরু হবে।

ব্যবসা ও ক্রীড়াঙ্গনে সমান দক্ষতায় নেতৃত্ব দেওয়া এই গুণী ব্যক্তি Bangladesh Freight Forwarders Association (BAFFA)-এর প্রেসিডেন্ট এবং Expo Freight-সহ একাধিক প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর।

নোয়াখালীর একটি সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিবর্তন আসবে।

03/07/2025

Noakhali Royals❤️🫶

Back to Back Champions🏆Prime Bank School Cricket 2024-25Arun Chandra High School🔥
07/02/2025

Back to Back Champions🏆
Prime Bank School Cricket 2024-25
Arun Chandra High School🔥

05/02/2025

আগামী ৭ ফেব্রুয়ারী ২০২৫খ্রিঃ এ স্কুল ক্রিকেটের এইবারের জেলা শিরোপা লড়াই লড়বে অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয় ও আল ফারুক একাডেমী!

খেলার সময়সূচি....
26/12/2024

খেলার সময়সূচি....

২৭তম নিজাম স্মৃতি ক্রিকেট টুনামেন্ট ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান....
25/12/2024

২৭তম নিজাম স্মৃতি ক্রিকেট টুনামেন্ট ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান....

25/12/2024

নোয়াখালী ইউনাইটেডকে ৭ রানে হারিয়ে জয় দিয়ে টুনামেন্ট শুরু করলো নোয়াখালী ওয়ারিয়র্স!

আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নিজাম স্মৃতি ক্রিকেট টুনামেন্ট ২০২৪ সিজন ২৭ আগামীকালকে মুখামুখি হবে নোয়াখালী ইউনাইটেড বনাম ন...
24/12/2024

আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নিজাম স্মৃতি ক্রিকেট টুনামেন্ট ২০২৪ সিজন ২৭
আগামীকালকে মুখামুখি হবে
নোয়াখালী ইউনাইটেড বনাম নোয়াখালী ওয়ারিয়র্স

খাগড়াছড়ি কে ৮ উইকেটে হারিয়ে অনুর্ধ্ব-১৮ ইয়াং টাইগার্স ক্রিকেট টুনামেন্ট ২০২৪-২৫ (চট্টগ্রাম বিভাগ) শুরু করলো নোয়াখালী!
10/12/2024

খাগড়াছড়ি কে ৮ উইকেটে হারিয়ে অনুর্ধ্ব-১৮ ইয়াং টাইগার্স ক্রিকেট টুনামেন্ট ২০২৪-২৫ (চট্টগ্রাম বিভাগ) শুরু করলো নোয়াখালী!

-------------বিশেষ বিজ্ঞপ্তি--------------বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটি কতৃর্ক আয়োজিত বয়সভিত্তিক ক্রিকে...
07/10/2024

-------------বিশেষ বিজ্ঞপ্তি--------------
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটি কতৃর্ক আয়োজিত বয়সভিত্তিক ক্রিকেট খেলোয়াড়দের প্রাক বাছাই ও মেডিকেল কার্যক্রম আগামী ১৭ই অক্টোবর ২০২৪ নোয়াখালী জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উক্ত উন্মুক্ত বাছাই ও মেডিকেল কার্যক্রম একদিনেই অনুষ্ঠিত হবে। বাছাই কার্যক্রম এবং মেডিকেল এ অংশ গ্রহণ করতে ইচ্ছুক জন্মসুত্রে নোয়াখালী জেলার অধিবাসী
খেলোয়াড়দের প্রয়োজনিয় কাগজ পত্র সাথে নিয়ে সকাল ৯ টার মধ্যে বাছাই ও মেডিকেল কার্যক্রমে নোয়াখালী জেলা ষ্টেডিয়ামে উপস্থিত হতে হবে।
সাথে যে সমস্ত প্রয়োজনিয় কাগজপত্র আনতে হবে।
** অনলাইন জন্মনিবন্ধন মুল কপি ও ফটোকপি।
** পিএসসি, জেএসসি, এসএসসি, ও সমমান পরীক্ষার সার্টিফিকেট এবং রেজিষ্ট্রেশন কার্ড এর মুল কপি ও ফটোকপি।
** দুই কপি স্ট্যাম্প সাইজ এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
বয়স ভিত্তিক খেলোয়াড়দের বয়স নিম্নোক্ত সাল অনুযায়ী নির্ধারিত হবে।
অনুর্ধ ১৪ , ১-৯-২০১০ বা তার পরবর্তী জন্মগ্রহণ কারী।
অনুর্ধ ১৬, ১-৯-২০০৮ বা তার পরবর্তী জন্মগ্রহণ কারী।
অনুর্ধ-১৮, ১-৯-২০০৬ বা তার পরবর্তী জন্মগ্রহণ কারী।
************** বিশেষ দ্রষ্টব্য ************
প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোন খেলোয়াড় বাছাই এবং মেডিকেল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।
************** বিশেষ দ্রষ্টব্য*************
যাহাদের মেডিকেল করা আছে তাদেরকেও মেডিকেলের দিন সশরীরে উপস্থিত হয়ে মেডিকেল কার্ড রিনিউ করাতে হবে।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ।
স্বদেশ চন্দ্র মজুমদার
সহকারী জেলা ক্রিকেট কোচ।
01715692969

🔴বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত নোয়াখালী জেলার অনুর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলের বাছাই কার্যক্রম আগামী ২৬শে জুলাই ২০২৪ ইং...
11/07/2024

🔴বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত নোয়াখালী জেলার অনুর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলের বাছাই কার্যক্রম আগামী ২৬শে জুলাই ২০২৪ ইং রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। বাছাই কার্যক্রম পরিচালনা করবেন চট্টগ্রাম বিভাগীয় কোচ মমিনুল হক।

🟢শুধুমাত্র নোয়াখালী জেলায় জন্মগ্রহণকারী খেলোয়াড় বৃন্দ অংশগ্রহণ করতে পারবে। আগামী ২০শে জুলাই ২০২৪ রোজ শনিবার সকাল ৯ ঘটিকায় শহীদ ভুলু স্টেডিয়ামে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে নিবন্ধন করতে হবে৷

🔵নিম্নলিখিত যেসকল কাগজ পত্র অবশ্যই নিয়ে আসতে হবেঃ ,
১। অনলাইন জন্মনিবন্ধন (ফটোকপি)
২। পিএসসি, জেএসসি, এসএসসি, ও সমমনা পরীক্ষার সার্টিফিকেট এবং রেজিষ্ট্রেশন কার্ড।

🟣বয়স ভিত্তিক খেলোয়াড়দের বয়স নিম্নোক্ত সাল যেদল অংশগ্রহণ করতে পারবেঃ
১। অনুর্ধ্ব ১৪ - ১লা সেপ্টেম্বর ২০১০ বা তার পরবর্তী জন্মগ্রহণ কারী।
২। অনুর্ধ্ব ১৬- ১লা সেপ্টেম্বর ২০০৮ বা তার পরবর্তী জন্মগ্রহণ কারী।
৩। অনুর্ধ্ব ১৮- ১লা সেপ্টেম্বর ২০০৬ বা তার পরবর্তী জন্মগ্রহণ কারী।

🟤যারা গতবছর মেডিকেল করছেন, নোয়াখালী জেলা ক্রিকেট কোচ স্বদেশ মজুমদারের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগঃ +8801715692969

22/04/2024

Today

Address

Maijdee Court

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tell, Tale Noakhali Cricket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share