
04/07/2025
নোয়াখালীর গর্ব মাহবুব আনাম BPL এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত!
নোয়াখালী কবিরহাট উপজেলার গর্ব মহবুব আনাম — BPL গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।
কবিরহাট উপজেলার নুর সোনাপুর গ্রামের কৃতি সন্তান মহবুব আনাম সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর বোর্ড অব ডিরেক্টরস-এর একমাত্র পরিচালক।
মহবুব আনাম ঐতিহ্যবাহী কাদির বক্স চৌধুরী বাড়ির সন্তান।
২০২৫ সালের জুনে তাঁকে BPL চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তিনি জানিয়েছেন, আগামী অক্টোবরে ফ্র্যাঞ্চাইজি নির্বাচন, প্লেয়ার ড্রাফট ও অডিট কার্যক্রম শুরু হবে।
ব্যবসা ও ক্রীড়াঙ্গনে সমান দক্ষতায় নেতৃত্ব দেওয়া এই গুণী ব্যক্তি Bangladesh Freight Forwarders Association (BAFFA)-এর প্রেসিডেন্ট এবং Expo Freight-সহ একাধিক প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর।
নোয়াখালীর একটি সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিবর্তন আসবে।