FN Saiful

FN Saiful Hi! There,
I'm Saiful Islam Digital Marketing Specialist.

06/11/2024
আমাগো কলেজের সপাপতি😆😆কেউ চিনেন⁉️
19/05/2024

আমাগো কলেজের সপাপতি😆😆
কেউ চিনেন⁉️

আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল শ্রমিকদের জন্য শ্রদ্ধা ও সম্মান জানাই। এই দিনে আমরা সকল কর্মকাণ্ডে যোগ দিয়ে শ্রমিকদের মূল ...
30/04/2024

আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল শ্রমিকদের জন্য শ্রদ্ধা ও সম্মান জানাই। এই দিনে আমরা সকল কর্মকাণ্ডে যোগ দিয়ে শ্রমিকদের মূল অধিকার এবং মানবিক শরণার্থী অধিকারের প্রতি সচেতন হতে অনুরোধ করি। আমাদের সমাজের প্রগতি ও উন্নতির সাথে শ্রমিকদের অবিচ্ছিন্ন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
#আন্তর্জাতিকশ্রমিকদিবস

আংগো হিট অফিসার  #বুসরা আপু আপনি এখন কোথায়⁉️নাকি  #টিকটকে আছেন।
21/04/2024

আংগো হিট অফিসার #বুসরা আপু আপনি এখন কোথায়⁉️
নাকি #টিকটকে আছেন।

Wishing you abundant joy and happiness in your life during Eid ul-Fitr. Eid Mubarak!
10/04/2024

Wishing you abundant joy and happiness in your life during Eid ul-Fitr. Eid Mubarak!

Happy independence day
26/03/2024

Happy independence day

03/07/2023
কেন বই পড়বেন?বই পড়ার মত ২৫টি কারণ, কমেন্টে জানান নিচের কোনটি আপনার বই পড়ার কারণ - ১। দুঃশ্চিন্তা থেকে মুক্তি পেতে।২। সহজ...
03/07/2023

কেন বই পড়বেন?

বই পড়ার মত ২৫টি কারণ, কমেন্টে জানান নিচের কোনটি আপনার বই পড়ার কারণ -

১। দুঃশ্চিন্তা থেকে মুক্তি পেতে।
২। সহজেই বর্তমান, অতীতের সময়ে যাবার জন্য।
৩। নিজের কল্পনাশক্তি বৃদ্ধির জন্য। (আইনস্টাইন বলেছেন, "চিন্তাশক্তি জ্ঞানের থেকেও গুরুত্বপূর্ণ।"
৪। অন্যের দৃষ্টিকোণ থেকে পৃথিবী দেখতে।
৫। নতুন কিছু জানতে বা শিখতে।
৬। নিজের বাইরে অন্যের চিন্তাশক্তি ব্যবহার করতে বা বুঝতে।
৭। নতুন শব্দ শিখতে বা পুরোনোগুলো মনে রাখতে।
৮। মন খুলে হাসতে।
৯। মনকে শান্ত করতে।
১০। জেগে থেকেও স্বপ্ন দেখতে।
১১। নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য সঠিক বাক্য বা শব্দ পেতে।
১২। ঘরের বাইরে না গিয়েও পৃথিবীর বিভিন্ন প্রান্ত ভ্রমণ করতে।
১৩। ডিজিটাল ডিভাইসগুলো থেকে লম্বা সময় দূরে থাকতে।
১৪। পুরোনো স্মৃতি মনে করতে।
১৫। সামনাসামনি দেখা না করেও নতুন মানুষদের সম্পর্কে জানতে।
১৬। নিজেকে উদ্ধুদ্ধ ও অনুপ্রাণিত করতে।
১৭। বাচ্চাদের কাছে নতুন দিগন্ত উন্মোচন করতে।
১৮। অন্যের জবানিতে নিজের জীবনের মিল খুঁজে পেতে।
১৯। নতুন দিগন্ত ও নতুন দৃষ্টিভঙ্গী পেতে।
২০। বাচ্চাদের বইয়ের ম্যাজিকের সাথে পরিচয় করিয়ে দিতে।
২১। নিজের নিঃসঙ্গতা দূর করতে।
২২। পৃথিবীর বিখ্যাত সব মানূষদের জানতে ও তাদের মতাদর্শ জানতে।
২৩। নিজেকে ভালোভাবে জানতে।
২৪। নিজের ভিতরে সহমর্মিতা জাগাতে।
২৫। ভালভাবে ঘুমানোর জন্য।
I love read .

Md. Saiful Islam

আসলে উন্নয়নের সীমা থাকা দরকার।   Md. Saiful Islam
30/06/2023

আসলে উন্নয়নের সীমা থাকা দরকার।


Md. Saiful Islam

Happy Bangli New Year 1430💃 💃 💃 💃 💃 💃
14/04/2023

Happy Bangli New Year 1430
💃 💃 💃 💃 💃 💃

বেহাল অবস্থা নোয়াখালীর সরকারি বেসরকারি হাসপাতাল গুলোর।নোয়াখালী জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
11/04/2023

বেহাল অবস্থা নোয়াখালীর সরকারি বেসরকারি হাসপাতাল গুলোর।
নোয়াখালী জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

বেহাল দশা নোয়াখালীর হাসপাতালগুলোরWelcome to the Official YouTube Channel of Channel24 »» One-Click Subscription Link: https://cutt.ly/Channel24»» Read more n...

29/01/2023

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: “যে ব্যক্তি এমন কোনো বৈঠকে (মজলিসে) বসেছে যেখানে সে আল্লাহ্‌র যিক্‌র করে নি, তার সে বসাই আল্লাহ্‌র নিকট থেকে তার জন্য আফসোস ও নৈরাশ্যজনক হবে। আর যে ব্যক্তি এমন কোনো শয়নে শুয়েছে যেখানে সে আল্লাহ্‌র যিক্‌র করে নি, তার সে শোয়াই আল্লাহ্‌র নিকট থেকে তার জন্য আফসোস ও নৈরাশ্যজনক হবে।”
আবূ দাউদ ৪/২৬৪, নং ৪৮৫৬ ও অন্যান্য। দেখুন, সহীহুল জামে‘ ৫/৩৪২

29/01/2023



FN Saiful Islam

Md. Saiful Islam

Address

Noakhali, Maijdee Court
Maijdee Court
3800

Alerts

Be the first to know and let us send you an email when FN Saiful posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FN Saiful:

Videos

Share