নোয়াখালী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়

নোয়াখালী জেলা আনসার ও ভিডিপি কার্যালয় বিজ্ঞপ্তি

বিমানে উঠার আগে ওমান এয়ারপোর্টে ছবি আপলোড দিয়ে লিখেছে স্বপ্ন যাবে বাড়ি আমার, কে জানতো এই স্বপ্ন এত বড় দুঃ**স্বপ্ন হয়ে যা...
06/08/2025

বিমানে উঠার আগে ওমান এয়ারপোর্টে ছবি আপলোড দিয়ে লিখেছে স্বপ্ন যাবে বাড়ি আমার, কে জানতো এই স্বপ্ন এত বড় দুঃ**স্বপ্ন হয়ে যাবে? পরিবারের ৭ জন মানুষেই নাই, পরিবারের যারা বেঁচে আছে তারা কিভাবে এই শোক টা কাটাবে? সেই ভাষা টা আমার জানা নাই, আল্লাহ যেন সবাইকে জান্নাতের উচ্চ মাকান দান করে।

**জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রদ্ধাঞ্জলি**আজ ৫ আগস্ট ২০২৫—ছাত্র-জনতার গৌ...
05/08/2025

**জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রদ্ধাঞ্জলি**

আজ ৫ আগস্ট ২০২৫—ছাত্র-জনতার গৌরবময় জুলাই গণঅভ্যুত্থান দিবস। দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনাকারী এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

দিবসটির প্রথম প্রহরেই বাহিনীর পক্ষ থেকে জাতির জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্মরণ করা হয় সেই বীর সন্তানদের, যাঁদের আত্মত্যাগে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা পেয়েছে নবপ্রাণ।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। এ সময় দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

এই মহান দিবস উপলক্ষে বাহিনীর সদর দপ্তর, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, রেঞ্জ, জোন, উপজেলা ইউনিট ও বিভিন্ন দপ্তরে দিনব্যাপী আয়োজিত হয় বিভিন্ন কর্মসূচি—যার মধ্যে ছিল স্মৃতিচারণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও চিত্র প্রদর্শনী।

এই কর্মসূচিগুলোর মাধ্যমে বাহিনীর সদস্যরা অতীতের গৌরবগাথা থেকে অনুপ্রেরণা গ্রহণ করে গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হন এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অতীতে যেমন সংকটকালে জাতির পাশে ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব ও বৈষম্যহীন গণতান্ত্রিক অগ্রযাত্রার যোগ্যতর প্রাতিষ্ঠানিক ভিত্তিতে অটুট সহযাত্রী হয়ে থাকবে—এই প্রত্যয়েই উদ্ভাসিত ছিল আজকের দিনটি।
#টিপিডি #আনসার #ভিডিপি #৩৬জুলাই

"হিল ভিডিপি এডভান্স কোর্স প্রশিক্ষণ ২০২৫ -২০২৬ এর অর্থবছরের  প্রথম ধাপের চলমান কার্যক্রম.. খাগড়াছড়ি পার্বত্য জেলা...
31/07/2025

"হিল ভিডিপি এডভান্স কোর্স প্রশিক্ষণ ২০২৫ -২০২৬ এর অর্থবছরের প্রথম ধাপের চলমান কার্যক্রম..
খাগড়াছড়ি পার্বত্য জেলা...

**বাহিনীর ২০২৫-২৬ অর্থ বছরের প্রশিক্ষণ পরিকল্পনার অংশ হিসেবে দেশব্যাপী ভিডিপি ও হিল ভিডিপি অ্যাডভান্স কোর্সের উদ্বোধন**ব...
30/07/2025

**বাহিনীর ২০২৫-২৬ অর্থ বছরের প্রশিক্ষণ পরিকল্পনার অংশ হিসেবে দেশব্যাপী ভিডিপি ও হিল ভিডিপি অ্যাডভান্স কোর্সের উদ্বোধন**

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২০২৫-২৬ অর্থ বছরের প্রশিক্ষণ পরিকল্পনার অংশ হিসেবে ২৯ জুলাই ২০২৫ তারিখ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২৮ দিনব্যাপী ভিডিপি অ্যাডভান্স কোর্স (১ম ধাপ) এবং হিল ভিডিপি অ্যাডভান্স কোর্স (১ম ধাপ)। প্রশিক্ষণ কার্যক্রমটি দেশের ৬১টি সমতল জেলা এবং ৩টি পার্বত্য জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

এবারের প্রশিক্ষণে সমতল জেলার মোট ৪,৯৬০ জন ভিডিপি সদস্য এবং পার্বত্য অঞ্চলের ২৮০ জন হিল ভিডিপি সদস্য অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণ শুধুমাত্র প্রচলিত ধারার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নতুন ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালার আলোকে প্রণীত হয়েছে, যা সদস্যদেরকে আরও প্রস্তুত ও সক্ষম স্বেচ্ছাসেবী শক্তি হিসেবে গড়ে তুলছে।

প্রশিক্ষণ চলাকালীন হাতে-কলমে দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষণার্থীদের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সেবা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।

এছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদস্যদের আরও দক্ষ, দায়িত্বশীল ও চৌকস করে গড়ে তোলার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই প্রশিক্ষণ উদ্যোগ শুধু সদস্যদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করছে না, বরং দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণে একটি শক্তিশালী জনগোষ্ঠী গড়ে তোলার কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
#ভিডিপি #আনসার

খুবই দুঃখ জনক ঘটনা। 😭
27/07/2025

খুবই দুঃখ জনক ঘটনা। 😭

৯০ দশকে গ্রামের বিভিন্ন অঞ্চলে এটিকে "আঁটি দিয়ে বন্ধ" বলা হতো, আপনার এলাকার স্থানীয় ভাষা অনুযায়ী আরও ভিন্ন নাম থাকতে পার...
25/07/2025

৯০ দশকে গ্রামের বিভিন্ন অঞ্চলে এটিকে "আঁটি দিয়ে বন্ধ" বলা হতো, আপনার এলাকার স্থানীয় ভাষা অনুযায়ী আরও ভিন্ন নাম থাকতে পারে।

25/07/2025

আলহামদুলিল্লাহ
জুম্মা মোবারক
শুভ সকাল বন্ধুরা

 # # #আসসালামু আলাইকুম, সম্মানীত নোয়াখালী  বাসি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত  আগামী ২৯/৭/২০২৫ ...
25/07/2025

# # #আসসালামু আলাইকুম,
সম্মানীত নোয়াখালী বাসি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত আগামী ২৯/৭/২০২৫ খ্রি: তারিখ থেকে ২৫/৮/২০২৫ খ্রি: তারিখ পর্যন্ত মোট ২৮ দিন মেয়াদি ভিডিপি এডভান্স ট্রেনিং কোর্স শুরু হতে যাচ্ছে। আপনারা যারা #নোয়াখালী জেলা বা #উপজেলার মধ্যে ১০ দিন মেয়াদী মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত পুরুষ ভিডিপি/টিডিপি সদস্য আছেন তারা আগামী ২-৩ দিনের মধ্যে প্রশিক্ষণ গ্রহনের জন্য নামীয় তালিকা প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন।
inbox Koron
# # ট্রেনিং এর জন্য যে সকল যোগ্যতা থাকতে হবে তা নিম্নে দেওয়া হলোঃ
১/ ১০ দিন মেয়াদী মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে।
২/ জাতীয় পরিচয় পত্র (NID) থাকতে হবে।
৩/ বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
৪/ উচ্চতা ৫'-৫" ইঞ্চি হতে হবে।

প্রশিক্ষণের পরঃ

১। আনসার বাহিনী সনদ( যা দিয়ে ব্যাটালিয়ন, আনসার, পুলিশ, বিজিবি সেনা,নৌ বিমান বাহিনী তে চাকরির অগ্রাধিকার।
২। প্রশিক্ষণ শেষে যাতায়াত ভাতা
৩।প্রশিক্ষণ ভাতা
৪।২৮ দিন খাওয়া ফ্রি
এছাড়াও স্হানীয় সরকার নির্বাচন,সরকার নির্বাচন, পৌরসভা নির্বাচনে দ্বায়িত্ব ।
তাই আজ এ যোগাযোগ করুণ,,,,,,,,

নো ক্যাপশন 🙂সবাইকে শুভ রাত্রি 😊
24/07/2025

নো ক্যাপশন 🙂

সবাইকে শুভ রাত্রি 😊

Address

নোয়াখালী সদর, , মাইজদী বাজার, Maijdee Court
Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when নোয়াখালী জেলা আনসার ও ভিডিপি কার্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share