25/07/2025
# # #আসসালামু আলাইকুম,
সম্মানীত নোয়াখালী বাসি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত আগামী ২৯/৭/২০২৫ খ্রি: তারিখ থেকে ২৫/৮/২০২৫ খ্রি: তারিখ পর্যন্ত মোট ২৮ দিন মেয়াদি ভিডিপি এডভান্স ট্রেনিং কোর্স শুরু হতে যাচ্ছে। আপনারা যারা #নোয়াখালী জেলা বা #উপজেলার মধ্যে ১০ দিন মেয়াদী মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত পুরুষ ভিডিপি/টিডিপি সদস্য আছেন তারা আগামী ২-৩ দিনের মধ্যে প্রশিক্ষণ গ্রহনের জন্য নামীয় তালিকা প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন।
inbox Koron
# # ট্রেনিং এর জন্য যে সকল যোগ্যতা থাকতে হবে তা নিম্নে দেওয়া হলোঃ
১/ ১০ দিন মেয়াদী মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে।
২/ জাতীয় পরিচয় পত্র (NID) থাকতে হবে।
৩/ বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
৪/ উচ্চতা ৫'-৫" ইঞ্চি হতে হবে।
প্রশিক্ষণের পরঃ
১। আনসার বাহিনী সনদ( যা দিয়ে ব্যাটালিয়ন, আনসার, পুলিশ, বিজিবি সেনা,নৌ বিমান বাহিনী তে চাকরির অগ্রাধিকার।
২। প্রশিক্ষণ শেষে যাতায়াত ভাতা
৩।প্রশিক্ষণ ভাতা
৪।২৮ দিন খাওয়া ফ্রি
এছাড়াও স্হানীয় সরকার নির্বাচন,সরকার নির্বাচন, পৌরসভা নির্বাচনে দ্বায়িত্ব ।
তাই আজ এ যোগাযোগ করুণ,,,,,,,,