03/03/2023
নিজে পড়েন এবং অন্যকে পড়ার সুযোগ করে দিন।
প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বাংলাদেশ নামক রাষ্ট্র এই দেশের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু কথা আপনাদের যানাবো। গত ১৫ বছর ধরে বর্তমান সরকার ক্ষমতায়। দেশে হাজারো উন্নের আইডল।কিন্ত আপনার জানেন কি দেশে হাজারো ক্ষতির কারণ এই সরকার। সরকারের এই সব কর্মকান্ড মিডিয়া আমাদের সামনে আনতেছে না। কারণ এইসব আনলে তাদের চেন্যাল ব্যান্ড করে দিবে সরকার। আর বাকি থাকি আমরা। আমরা যদি এইসব নিয়ে কথা বলি তাহলে আমাদের অবস্থা হবে জেল পুলিশের অর্ত্তাচার। বর্তমানে সরকার প্রকাশে একধরণের লাঠিয়াল বাহিনী তৈরি করা আছে তা হল পুলিশ। এদের জনগনের বন্ধু বলা হয়। বর্তমানে এরা জনগণের শত্রু। এরা সরকারের কথা মত কাজ করে। বর্তমান সরকারের দুর্নীতির কথা কি বলবো এটাই সবাই কমবেশি জানে। আজ আমি শুধু একটা কথা বলবো সেটা হচ্ছে। সরকার বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে কি করে? আপনেে আমি এক কথায় বলবো দেশের উন্নয়ন করে। চলন দেখি কি উন্নয়ন করে। সরকার এই সব টাকা দিয়ে রাস্তা, ব্রিজ, কালবার্ড, সেতু নির্মাণ করে। কা এইসবের বাইরে কি আর কিছু নির্মাণ করতে পারে না। যেমন শিল্প কারখানা, কোন বড় পেকটুরি নির্মাণ যাতে হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়।সরকার এইসব করবে না করলে কিভাবে হাজার কোটি টাকা দুনীতি করবে। ধরেন একটি রাস্তা করেত বাজেট হয় ৫০ কোটি টাকা। এই ৫০ কোটি টাকা দিয়ে যদি রাস্তা করা হত। ৫০ বছরে এই রাস্তার কিছু হত না। কিন্ত আমাদের দুর্ভাগ্য ১০ কোটি টাকার কাজ হয় না। সব দুর্নীতি হয়ে যায়। আমরা এমন দেশে বাস করি। আসলে আমরা এই বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশ সম্পর্কে আমরা কতটুকু জানি। কখনো কি জানতে চেছি। অতচ সরকার আমাদের মাথা বেঁচে বিদেশ থেকে ঋণ নিছে। বাংলাদেশ বিশ্ব ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে তার পরিমান দিগুণ হয়ে গেছে। আপনারা কি চিনা এক্রচেজ ব্যাংক সম্পর্কে কিছু জানেন। যার কারণে সিল্কা দেওলিয়া হয়ে গেছে। সমস্যা নেই সেই ব্যাংকে বাংলাদেশের ঋণ আছে। এখন প্রশ্ন বাংলাদেশ কি করবে? আজ এইটুকু বাকিটা সময় পেলে আবার বলবো। শুধু একটি কথাই বলবো আপনি আমি সচেতন হলে এই দেশটা পরিবর্তন করা সম্ভব। প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বাংলাদেশ নামক রাষ্ট্র এই দেশের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু কথা আপনাদের যানাবো। গত ১৫ বছর ধরে বর্তমান সরকার ক্ষমতায়। দেশে হাজারো উন্নের আইডল।কিন্ত আপনার জানেন কি দেশে হাজারো ক্ষতির কারণ এই সরকার। সরকারের এই সব কর্মকান্ড মিডিয়া আমাদের সামনে আনতেছে না। কারণ এইসব আনলে তাদের চেন্যাল ব্যান্ড করে দিবে সরকার। আর বাকি থাকি আমরা। আমরা যদি এইসব নিয়ে কথা বলি তাহলে আমাদের অবস্থা হবে জেল পুলিশের অর্ত্তাচার। বর্তমানে সরকার প্রকাশে একধরণের লাঠিয়াল বাহিনী তৈরি করা আছে তা হল পুলিশ। এদের জনগনের বন্ধু বলা হয়। বর্তমানে এরা জনগণের শত্রু। এরা সরকারের কথা মত কাজ করে। বর্তমান সরকারের দুর্নীতির কথা কি বলবো এটাই সবাই কমবেশি জানে। আজ আমি শুধু একটা কথা বলবো সেটা হচ্ছে। সরকার বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে কি করে? আপনেে আমি এক কথায় বলবো দেশের উন্নয়ন করে। চলন দেখি কি উন্নয়ন করে। সরকার এই সব টাকা দিয়ে রাস্তা, ব্রিজ, কালবার্ড, সেতু নির্মাণ করে। কা এইসবের বাইরে কি আর কিছু নির্মাণ করতে পারে না। যেমন শিল্প কারখানা, কোন বড় পেকটুরি নির্মাণ যাতে হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়।সরকার এইসব করবে না করলে কিভাবে হাজার কোটি টাকা দুনীতি করবে। ধরেন একটি রাস্তা করেত বাজেট হয় ৫০ কোটি টাকা। এই ৫০ কোটি টাকা দিয়ে যদি রাস্তা করা হত। ৫০ বছরে এই রাস্তার কিছু হত না। কিন্ত আমাদের দুর্ভাগ্য ১০ কোটি টাকার কাজ হয় না। সব দুর্নীতি হয়ে যায়। আমরা এমন দেশে বাস করি। আসলে আমরা এই বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশ সম্পর্কে আমরা কতটুকু জানি। কখনো কি জানতে চেছি। অতচ সরকার আমাদের মাথা বেঁচে বিদেশ থেকে ঋণ নিছে। বাংলাদেশ বিশ্ব ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে তার পরিমান দিগুণ হয়ে গেছে। আপনারা কি চিনা এক্রচেজ ব্যাংক সম্পর্কে কিছু জানেন। যার কারণে সিল্কা দেওলিয়া হয়ে গেছে। সমস্যা নেই সেই ব্যাংকে বাংলাদেশের ঋণ আছে। এখন প্রশ্ন বাংলাদেশ কি করবে? আজ এইটুকু বাকিটা সময় পেলে আবার বলবো। শুধু একটি কথাই বলবো আপনি আমি সচেতন হলে এই দেশটা পরিবর্তন করা সম্ভব।