Post by Rasel

Post by Rasel ক্রিকেটের কথা বলবো।

28/10/2023

আমি শিওর, বাবর আজম যে টিম পেয়েছে, সেই টিম যদি সাকিব আল হাসান পেতো, তাহলে টানা ৪ ম্যাচ হারতো না। বাবর আজম মুখস্থ অধিনায়কত্ব করেন। তার সব পরিকল্পনা বিপক্ষ দল সহজেই বুঝে যায় এমনকি মাঝারি ক্রিকেট জ্ঞান রাখাও দর্শকও বাবর আজমের অধিনায়কত্ব বুঝে যায়।

আগামীকালকে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের super-4 এ প্রথম ম্যাচ খেলবে। ম্যাচটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। পাকিস্...
05/09/2023

আগামীকালকে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের super-4 এ প্রথম ম্যাচ খেলবে। ম্যাচটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। পাকিস্তান স্বাগতিক হওয়াতে ম্যাচটিতে তারা কিছুটা সুবিধা বেশি পাবে।
বাংলাদেশের হয়ে ছন্দে থাকা শান্ত ইনজুরিতে পড়ে বাদ পড়েছে।
এখন গুরুত্বপূর্ণ এই পজিশনে কে খেলবে? তা নিয়ে প্রশ্ন।
বিশ্বের দিকে যদি চিন্তা করি, তাহলে ৩ নাম্বারে খেলানো উচিত মুশফিকুর রহিমকে। দলের সেরা ব্যাটসম্যান ৩ নাম্বার পজিশনে খেলবে এটাইতো স্বাভাবিক ব্যাপার কিন্তু দেশটি যখন বাংলাদেশ সেহেতু এটা হওয়ার সম্ভবনা খুবই কম। কিন্তু দলের আরেক সেরা ব্যাটসম্যান লিটনকে ৩ এ ব্যাটিং করা উচিত। নাম্বার ৩ পজিশন খুবই গুরুত্বপূর্ণ।
ভারতের নাম্বার-৩ এ বিরাট কোহলি গত ৮ বছর খেলে, বাবর আজম-৩ এ, স্মিথ, জো-রুট ও কেইন উইলিয়াম সনও ওডিআইতে ৩এ ব্যাটিং করে।

আমার পছন্দের একাদশ।
১/নাইম শেখ
২/মেহেদি মিরাজ
৩/লিটন দাস
৪/তোহিদ রিদয়
৫/মুশফিকুর রহিম
৬/সাকিব আল হাসান
৭/আফিফ হোসেন
৮/শামিম হোসেন
৯/তাসকিন আহম্মেদ
১০/হাসান মাহমুদ
১১/ শরিফুল ইসলাম

ম্যাচটি অনুষ্ঠিত হবে, গাদ্দাফি স্টোডিয়ামে। যেখানে সাধারণত ৩০০+ হওয়ার সম্ভবনা বেশি।

আমার প্রেডিকশন: যারা টার্গেটে ব্যাটিং করবে, তারা জিতবে।

শান্ত ইনজুরিতে পড়ছে। এশিয়া কাপের বাকী ম্যাচগুলো না খেলেই দেশে চলে আসবে।ক্রিকেট প্রেমীদের মনে বড় ধরনের একটি ধাক্কা লাগলো।...
05/09/2023

শান্ত ইনজুরিতে পড়ছে।
এশিয়া কাপের বাকী ম্যাচগুলো না খেলেই দেশে চলে আসবে।
ক্রিকেট প্রেমীদের মনে বড় ধরনের একটি ধাক্কা লাগলো।
চারদিকে মন-খারাপ।
প্রতিটা ক্রিকেটপ্রেমী, প্রতিটা পেইজ, প্রতিটা সাংবাধিক সবার মন খারাপ।
কেউ ২ বছর আগে চিন্তা করেছে? একজন শান্ত’র বিদায় মানুষকে এতোটা মন খারাপ করাবে??
ভাবে নাই, কেউ ভাবে নাই।
শান্তই গত ২ বছরের পারফর্ম দিয়ে বাধ্য করেছে, আমাদের মন খারাপ করতে।
শান্ত সুস্থ হয়ে আবার ফিরে আসুক।
তার বিশ্বকাপ জার্নি পুরোটা সুস্থতার সাথে ভালো পারফর্ম করে কাটাক।
Post by Rasel

03/09/2023

রশিদ বিশ্বমানের খেলোয়াড়!
বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং সবই সেরা।🔥

03/09/2023

মিরাজতো দেখি সব শর্ট পারে।।
এই ছেলেকে ব্যাটসম্যান বানানো উচিত।

03/09/2023

মিরাজের রানের স্পিড এখনই বাড়াতে হবে। তা না হলে, ৩০-৪০ রান কম হবে৷
যা দলকে বিপদে ফেলবে!
৩২০ রান না করলে বিপদ হতে পারে৷

03/09/2023

নবির বলে ডট কেনো দিবে??
ডট দেওয়া অপরাধের সামিল।

03/09/2023

ওভার-অল মিরাজের ব্যাটিং এ আমি সন্তুষ্ট তবুও তার রানের স্পিড একটু বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত।
ওভারে ৬ এর নিচে যাতে কোনো ভাবেই না আসে তা দেখা উচিত।।

03/09/2023

মিরাজের স্টাইকিং ভালো হইছে! তার ব্যাটিং স্পিড বাড়ানো উচিত।

03/09/2023

সিঙ্গেল ব্লক ভাঙ্গতে হবে।
এতো ডট খেলে মিরাজ কি বুঝাতে চাচ্ছে??

02/09/2023

ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে এতো সুন্দর সম্পর্ক কেনো??
বুঝতেছি না।
ভাই, তোমরা একটু রাইভালি দেখাবা কিন্তু তা না করে কিনা বন্ধু হই বসে রইসো।

01/09/2023

বাংলাদেশ তামিম ও রিয়াদ ভাই থাকলে যা করতো, এখনও তা করছে।
এইটা নিয়ে এতো মন খারাপের কিছু নেই।

Address

Maijdee Court
Maijdee Court

Website

Alerts

Be the first to know and let us send you an email when Post by Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share