05/09/2023
আগামীকালকে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের super-4 এ প্রথম ম্যাচ খেলবে। ম্যাচটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। পাকিস্তান স্বাগতিক হওয়াতে ম্যাচটিতে তারা কিছুটা সুবিধা বেশি পাবে।
বাংলাদেশের হয়ে ছন্দে থাকা শান্ত ইনজুরিতে পড়ে বাদ পড়েছে।
এখন গুরুত্বপূর্ণ এই পজিশনে কে খেলবে? তা নিয়ে প্রশ্ন।
বিশ্বের দিকে যদি চিন্তা করি, তাহলে ৩ নাম্বারে খেলানো উচিত মুশফিকুর রহিমকে। দলের সেরা ব্যাটসম্যান ৩ নাম্বার পজিশনে খেলবে এটাইতো স্বাভাবিক ব্যাপার কিন্তু দেশটি যখন বাংলাদেশ সেহেতু এটা হওয়ার সম্ভবনা খুবই কম। কিন্তু দলের আরেক সেরা ব্যাটসম্যান লিটনকে ৩ এ ব্যাটিং করা উচিত। নাম্বার ৩ পজিশন খুবই গুরুত্বপূর্ণ।
ভারতের নাম্বার-৩ এ বিরাট কোহলি গত ৮ বছর খেলে, বাবর আজম-৩ এ, স্মিথ, জো-রুট ও কেইন উইলিয়াম সনও ওডিআইতে ৩এ ব্যাটিং করে।
আমার পছন্দের একাদশ।
১/নাইম শেখ
২/মেহেদি মিরাজ
৩/লিটন দাস
৪/তোহিদ রিদয়
৫/মুশফিকুর রহিম
৬/সাকিব আল হাসান
৭/আফিফ হোসেন
৮/শামিম হোসেন
৯/তাসকিন আহম্মেদ
১০/হাসান মাহমুদ
১১/ শরিফুল ইসলাম
ম্যাচটি অনুষ্ঠিত হবে, গাদ্দাফি স্টোডিয়ামে। যেখানে সাধারণত ৩০০+ হওয়ার সম্ভবনা বেশি।
আমার প্রেডিকশন: যারা টার্গেটে ব্যাটিং করবে, তারা জিতবে।