Nsimul goni

Nsimul goni It is my personal new page...

জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, জীবন বড় বিচিত্র।
05/10/2024

জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, জীবন বড় বিচিত্র।

আবেগ আর বাস্তবতা এক জিনিস নয়। একটা যদি হয় উত্তর মেরু তো আরেকটা থাকে দক্ষিন মেরুতে। একটা থেকে আরেকটার পার্থক্য আকাশ পাতা...
21/06/2024

আবেগ আর বাস্তবতা এক জিনিস নয়।

একটা যদি হয় উত্তর মেরু তো আরেকটা থাকে দক্ষিন মেরুতে। একটা থেকে আরেকটার পার্থক্য আকাশ পাতাল। আবেগের সাথে বাস্তবতার কোন মিল নেই। আবেগের বশবর্তী হয়ে আমরা মুখে অনেকেই অনেক কিছুই করি বা করার চেষ্টা করি কিন্তু বাস্তবতা কতটা নিদারুণ কঠিন তা একমাত্র সেই জানে যে এই কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছে। আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যার যার অবস্থান থেকে তাহলে সবার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এমন কয়েকটি কঠিন বাস্তবতার কথাই বলি যেমন ধরুন

ছাত্র জীবনঃ ছাত্র জীবনে বন্ধু-বান্ধবীর অভাব হয় না আড্ডা কিংবা সময় কাটানোর জন্য। কিন্তু তখন মনের চাহিদা মেটানোর জন্য যেই পরিমান টাকার দরকার সেই পরিমাণ টাকা থাকেনা আবার কর্ম জীবনের কথাই ধরুন কর্ম-জীবনে টাকা পয়সা ও বন্ধু-বান্ধবী দুইটাই থাকে পর্যাপ্ত কিন্তু হাতে সময় থাকে না বন্ধুদের সাথে আড্ডা কিংবা ঘুরাঘুরি করার । অপূর্ণতা থেকে গেল শেষে মানুষ যখন বৃদ্ধ বয়স পারি দেয়, তখন টাকা পয়সা ও সময় দুইটাই থাকে পরিপূর্ণ কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, তখন কোন বন্ধু বলেন বান্ধবী বলেন কাউকেই কাছে পাবেন না। এটাই জীবন এবং এটাই বাস্তবতা। আসলে অপূর্নতা আমাদের জীবনেরই অপ্রত্যশিত একটি অংশ ।

13/06/2024

𝘾𝙤𝙣𝙜𝙧𝙖𝙩𝙪𝙡𝙖𝙩𝙞𝙤𝙣 𝘽𝙖𝙣𝙜𝙡𝙖𝙙𝙚𝙨𝙝!🥺❤️🇧🇩

02/04/2024

সূরা এখলাস🖤

”শিবিরের শাশ্বত সত্যের সংগ্রামদিকে দিকে চলবেই অবিরাম,পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউথামব না মালেকের সাথীরাতো কেউগড়ে নিতে ...
06/02/2024

”শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম
দিকে দিকে চলবেই অবিরাম,
পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ
থামব না মালেকের সাথীরাতো কেউ
গড়ে নিতে সুন্দর পরিণাম।”

 #বয়কট
22/01/2024

#বয়কট

21/01/2024

আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ। শায়েখ জসিম উদ্দিন রহমানি এখন মুক্ত বাতাসে ।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনার এই সবরের বিনময়ে দুনিয়া ও আখিরাতে সম্মান আরো বাড়িয়ে দিক। যারা শায়েখের কারামুক্তির সম্পূর্ণ প্রসেসটা আঞ্জাম দিয়েছেন তাদেরকে দোয়ায় রাখতে ভুলবেন না যেনো।

01/01/2024

আমি মানুষকে তাদের পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছি। (কিন্তু) যদি কখনো তারা তোমাকে আমার সাথে কাউকে শরিক করার জন্য জবরদস্তি করে, (যেহেতু) এ ব্যাপারে তোমার কাছে সঠিক কোন জ্ঞান নেই, তাই তুমি তাদের কোন আনুগত্য করো না; কেননা তোমাদের তো ফিরে যাবার জায়গা আমার কাছেই। আর তখন আমি অবশ্যই তোমাদের বলে দেবো, তোমরা দুনিয়ার জীবনে কি কাজ করেছিলে!

[সূরা আল আনকাবুত: আয়াত-০৮ ]

03/11/2023

হে নবী যদি আপনার পায়ের ধুলো পেতাম..!

Address

Maijdee Court
Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when Nsimul goni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nsimul goni:

Share

Category