Loves you too

Loves you too রাজনৈতিক আর রাজনীতি দুটো এক জিনিস নয়।

সোনাইমুড়ী উপজেলা বিএনপি'র নব গঠিত কমিটি" নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ,,
10/09/2025

সোনাইমুড়ী উপজেলা বিএনপি'র নব গঠিত কমিটি" নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ,,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও স্বার্থক হোক। Masuder Rahmanমাসুদের রহমানTalentNoakhali ...
01/09/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও স্বার্থক হোক। Masuder Rahmanমাসুদের রহমানTalentNoakhali TV Update - নোয়াখালী টিভি আপডেটMir Mohammed Helal Uddin- মীর হেলালBNP Media CellBangladesh Nationalist Party-BNPBarrister A. M. Mahbub Uddin KhokonMahbub Alamgir AloHarun Ur Rashid AzadKhalil & Friends মোহাম্মদ সোহাগNurul Afsar Raju

01/09/2025

জাতীয়তাবাদের মশাল হাতে মাসুদের রহমান

বিশেষ প্রতিবেদক :
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে সর্বস্ব দিয়ে লড়াই চালিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম মাসুদের রহমান। তিনি সদ্য বিলুপ্ত সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ছিলেন।

নোয়াখালীর এই উপজেলা বিএনপিতে দীর্ঘসময় তারুণ্য নির্ভর নেতৃত্ব দেখা যায়নি। গত আহবায়ক কমিটিতে বেশ কয়েকজন তরুণ যুগ্ন আহবায়ক পদে নির্বাচিত হন তাদের মধ্যে একজন মাসুদের রহমান।

নির্বাচিত হওয়ার ফ্যাসিবাদ বিরোদী সংগ্রামে নিজেকে জড়িয়ে রেখেছিলেন সবসময়। সাধারণ কর্মীদের মাঝেও তিনি ব্যাপকভাবে পরিচিতি পান। এই সময়ে রাজপথে সাহসী নেতৃত্ব গড়ে তুলে মাসুদের রহমান দলের কাছে সমাদৃত হন। দীর্ঘ সময় পর দেউটি ইউনিয়ন যে কজন তরুণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নের আগ্রহ দেখান তাদের মধ্যেও মাসুদের রহমান একজন।

সাবেক এই ছাত্রদল নেতা সাংগঠনিক কর্মকান্ডে বেশ দক্ষতা দেখান। আন্দোলনের দিনগুলোতে তার সাংগঠনিক স্বক্ষমতা এবং দৌড়ঝাঁপ দলের কর্মীদেরই কেবল চাঙা করেনি পাশাপাশি প্রতিপক্ষেরও চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ফলে নানা সময়ে হামলার চেষ্টা এবং মামলা দিয়ে তাকে নিবৃত রাখার চেষ্টা করা হয়। তবে মাসুদের রহমান এর কৌশল আর তারুণ্য নির্ভর রাজনীতি তাকে এগিয়ে রাখে।

জানা যায়, মাসুদের রহমান ২০০৩ সালে সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি ছাত্রদলকে সংগঠিত করতে কাজ করে যান। ২০১০ সালে তিনি দেউটি ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ ও ২০১৩ সালে দুই মেয়াদে দেউটি ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নানা উদ্যেগ গ্রহণ করেন। ২০১৬ সালে সোনাইমুড়ী উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। তখন পুরো উপজেলায় তিনি চষে বেড়ান।

এই সময়ে মাসুদের রহমান জাতীয়তাবাদের উত্থানে আরো বেশী সহায়ক ভূমিকা পালন করেন। তার সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি আনুগত্য একজন আদর্শিক কর্মীর উদাহরণ। ২০১৭ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

মাসুদের রহমান উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক এর দায়িত্ব পালনের সময় সবচেয়ে বেশী চ্যালেঞ্জের মুখে পড়েন। এই সময়ে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। দীর্ঘ সময় এই লড়াইয়ে মাসুদের রহমান টার্গেটে পরিণত হন। অন্যান্যদের মতো তাকে দমাতে তখনকার সরকার প্রায় ১১ টা মিথ্যা মামলা দায়ের করে তার বিরুদ্ধে। তারপরও মাসুদের রহমান থেমে যাননি। জাতীয়তাবাদের পতাকা সমুন্নত রাখতে তিনি নোয়াখালী থেকে ঢাকার রাজপথে শামিল থাকতেন।

উপজেলা বিএনপির আগামী কমিটিতে মাসুদের রহমান আবারো নিজের যোগ্যতার প্রমাণ রাখবেন বলে আশা করে তার শূভাকাঙ্খীরা। এ বিষয়ে কথা হলে মাসুদের রহমান বলেন, ‘দলের প্রতি আস্থা এবং ভালোবাসায় কাজ করে যাচ্ছি। সুখী সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে এখন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছি। ভবিষ্যতে দল যে দায়িত্ব অর্পণ করে সেভাবেই কাজ করে যাবো। ’

12/06/2025

#মাসুদের_রহমান সোনাইমুড়ি উপজেলা বিএনপির #সদস্য_সচিব_পদপ্রার্থী আশা করি তৃণমূলের আশা আকাংখা পূরণ হবে। Masuder Rahmanমাসুদের রহমানBNP Media CellBangladesh Nationalist Party-BNPMir Mohammed Helal Uddin- মীর হেলালBarrister A. M. Mahbub Uddin KhokonMahbub Alamgir AloHarun Ur Rashid AzadMir HelalNoakhali TV Update - নোয়াখালী টিভি আপডেটKhalil & Friends Talentমোহাম্মদ সোহাগ

21/05/2025

তারুণ্যের সমাবেশ চট্রগ্রাম পলোগ্রাউন্ড মাঠে Masuder Rahmanমাসুদের রহমানBNP Media CellBangladesh Nationalist Party-BNPMir Mohammed Helal Uddin- মীর হেলালBarrister A. M. Mahbub Uddin KhokonMahbub Alamgir AloHarun Ur Rashid AzadMir HelalNoakhali TV Update - নোয়াখালী টিভি আপডেটTalentNurul Afsar RajuKhalil & Friends Msh Babluমোহাম্মদ সোহাগ

সামান্য তথ্য দিলাম Masuder Rahmanমাসুদের রহমানBNP Media CellBangladesh Nationalist Party-BNPMir Mohammed Helal Uddin- মী...
21/05/2025

সামান্য তথ্য দিলাম Masuder Rahmanমাসুদের রহমানBNP Media CellBangladesh Nationalist Party-BNPMir Mohammed Helal Uddin- মীর হেলালBarrister A. M. Mahbub Uddin KhokonMahbub Alamgir AloHarun Ur Rashid AzadMir HelalNoakhali TV Update - নোয়াখালী টিভি আপডেটTalentNurul Afsar RajuKhalil & Friends Msh Babluমোহাম্মদ সোহাগ

Address

Noakhali, Maijdee Court
Maijdee Court
3843

Alerts

Be the first to know and let us send you an email when Loves you too posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share