Sayera's Awareness Vlog

Sayera's Awareness Vlog পরিবর্তনের প্রথম ধাপ হল সচেতনতা। আর দ্বিতীয় ধাপ হল গ্রহণযোগ্যতা।

04/05/2025

আমি সম্পর্কের জটিল হিসাব বুঝি না,
আমার কাছে সম্পর্ক মানে-
একবার জীবনজুড়ে জড়ালে,
আর কখনো ছেড়ে যাওয়া যাবে না।
সময় দিতে হবে, খোঁজ নিতে হবে-
কথা না বললেও, পাশে থাকতে হবে।
রাগ হবে, অভিমান জমবে, ঝগড়াও হবে,
তবু মনের দূরত্ব বাড়ানো যাবে না।
কারণ, ভালোবাসা মানেই-
সব ভুলের মাঝেও একে অপরের ঠিকানা হয়ে থাকা।

02/05/2025

মানুষ চিনতে কি আর আয়না লাগে? একটা খারাপ সময়ই যথেষ্ট ! 💔

01/05/2025

মানুষ কখনো নিজের পরিচয় নিয়ে জন্মগ্রহণ করে না, তার কর্মই তাকে পৃথিবীর বুকে পরিচয় করে দেয় !!

ভুল মানুষের সাথে নতুন কোনো ভুলে জড়ানোর চেয়ে ঐ খারাপ সময় গুলোতে একা একা সময় কাটানোই খুব বেশি নিরাপদ। পৃথিবীর সব বিপদগ...
01/05/2025

ভুল মানুষের সাথে নতুন কোনো ভুলে জড়ানোর চেয়ে ঐ খারাপ সময় গুলোতে একা একা সময় কাটানোই খুব বেশি নিরাপদ।

পৃথিবীর সব বিপদগ্রস্ত মানুষ গুলো নিরাপদে থাকুন এই দোয়া করি। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।😭🌺

01/05/2025

"যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর"

01/05/2025

বাবার
চেয়ে দামি ছাতা এই পৃথিবীতে আর নেই ভালো থাকুক পৃথিবীর সব বাবার।

01/05/2025

“জীবন কখনো থেমে থাকে না, সময়ের স্রোতে সব বদলায়… শুধু স্মৃতিগুলো থেকে যায়!!"🥀🌸💗💗

01/05/2025

বাধ্যতা ব্যতিত পৃথিবীতে কেউ কারো জন্য না,,,
এজন্য পৃথিবীতে মানুষ চেনা প্রয়োজন,,,,,,

01/05/2025

মনের ভেতর শূন্যতা মাঝে মাঝে যেন পৃথিবীর সব কথা থেমে গেছে। 💔🥀🙁🤕

01/05/2025

মানুষ বলে;
খুব কাছাকাছি এলে নাকি আগ্রহ কমে যায়!তাই আমি না হয় ঠিক ততটাই দূরত্বে থাকি,যতটা দূরত্বে থাকলে আগ্রহ কমে না বরং আরো দ্বিগুণ বাড়ে!

26/04/2025

কারো সাথে খারাপ ব্যবহার করে কেউ কখনো বড়ো হয়েছে যায় না বা যেতে পারে না


25/04/2025

_আহা-মানুষ দুঃখ ও দেয়....!!😞

আবার দোষ ও দেয়....!!💔😊

Address

Noakhali, Maijdee Court
Maijdee Court
3802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayera's Awareness Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category