04/05/2025
আমি সম্পর্কের জটিল হিসাব বুঝি না,
আমার কাছে সম্পর্ক মানে-
একবার জীবনজুড়ে জড়ালে,
আর কখনো ছেড়ে যাওয়া যাবে না।
সময় দিতে হবে, খোঁজ নিতে হবে-
কথা না বললেও, পাশে থাকতে হবে।
রাগ হবে, অভিমান জমবে, ঝগড়াও হবে,
তবু মনের দূরত্ব বাড়ানো যাবে না।
কারণ, ভালোবাসা মানেই-
সব ভুলের মাঝেও একে অপরের ঠিকানা হয়ে থাকা।