Mehjabin&Faiza

Mehjabin&Faiza আল্লাহ্ সর্বশক্তিমান
For sponsors
[email protected]

কালুরঘাট ব্রিজে আজকের ট্রেন দুর্ঘটনায় কলিজার টুকরোকে হারিয়ে স্তব্ধ এক পিতা 😭😭 "আল্লাহু আকবার! আল্লাহু আকবার!" বলে আকাশ-...
06/06/2025

কালুরঘাট ব্রিজে আজকের ট্রেন দুর্ঘটনায় কলিজার টুকরোকে হারিয়ে স্তব্ধ এক পিতা 😭😭 "আল্লাহু আকবার! আল্লাহু আকবার!" বলে আকাশ-বাতাস কাঁপানো তার আহাজারি এখনো কানে বাজে...

কোথা থেকে সান্ত্বনা পাবেন এই বাবা? কী বললে ব্যথা কমবে তার?
ঈদের আনন্দ নিয়ে প্রিয়জনদের সঙ্গে বাড়ি ফেরার পথেই ঘটে গেল অপুরণীয় এক দুর্ঘ-টনা। এক মুহূর্তেই সব বদলে গেল চিরতরে।

একটি নিষ্পাপ শিশুর চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
হে আল্লাহ, তুমি এই পরিবারকে অপূরণীয় এই শোক সহ্য করার শক্তি দাও।
শিশুটিকে তোমার জান্নাতের শ্রেষ্ঠ স্থানে স্থান দাও।
আর আমাদের সবাইকে হেফাজতে রাখো, নিরাপদে রাখো, এই দোয়া রইল। 🤲

আমিন।

হে রব! আমাকেও একদিন ডাক দিও...আজ যারা মিনায়, আরাফায়, মুজদালিফায়—তারা তোমার প্রিয় মেহমান।তারা সেই সৌভাগ্যবান মানুষ, যাদের...
05/06/2025

হে রব! আমাকেও একদিন ডাক দিও...

আজ যারা মিনায়, আরাফায়, মুজদালিফায়—তারা তোমার প্রিয় মেহমান।
তারা সেই সৌভাগ্যবান মানুষ, যাদের তুমি ডেকেছো,
তাদের চোখের অশ্রু তুমি দেখে নিচ্ছো, তাদের কণ্ঠের "লাব্বাইক" তুমি শুনছো—আর আমি এখানে বসে কেবলই কান্না চাপি।

হে আল্লাহ, আমি যাইনি,
কিন্তু আমার হৃদয় যেন উড়ে গেছে আরাফার ময়দানে।
আমি সবার ছবি দেখি, ভিডিও দেখি, তাকবীর শুনি,
আর নিঃশব্দে তোমার দরবারে বলি— "হে প্রভু, আমাকেও একদিন ডাক দিও😥🤲🤲©️

ইনশাআল্লাহ
04/06/2025

ইনশাআল্লাহ

ভাগ্য কতোটা সুন্দর হতে পারে!কাবা ঘরের সামনে শে'ষ নি'শ্বাস ত্যাগ করেন, আল্লাহ আমাদেরও এমন সৌভাগ্য দান করুক,আমিন।
04/06/2025

ভাগ্য কতোটা সুন্দর হতে পারে!
কাবা ঘরের সামনে শে'ষ নি'শ্বাস ত্যাগ করেন,
আল্লাহ আমাদেরও এমন সৌভাগ্য দান করুক,আমিন।

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থা...
04/06/2025

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থাকেন৷ হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে৷ জুতার ফিতাটা হইলেও চান৷ একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই৷ আপনার কেউ আছে ভাবতেছেন৷ কালকে হয়তো সে নাও থাকতে পারে৷

কাজেই দিল খুলে দোয়া করেন৷
আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া৷ দোয়া কবুলের দিন৷ যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন৷ এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন৷

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর৷’

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই৷ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া৷ নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন৷ এর বেশি পড়লে আরো ভালো৷ যত পড়া যায় এই দোয়া৷

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন৷

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে৷ আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...।

28/05/2025




দেশের আকাশে চাঁদ দেখা গেছে। ঈদুল আজহা ৭ জুন,আলহামদুলিল্লাহ আর এই আমল গোলা এই ১০ দিনIslami Andolan Bangladesh
28/05/2025

দেশের আকাশে চাঁদ দেখা গেছে। ঈদুল আজহা ৭ জুন,আলহামদুলিল্লাহ আর এই আমল গোলা এই ১০ দিন
Islami Andolan Bangladesh


28/05/2025

Address

Maijdee Court
Maijdee Court

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehjabin&Faiza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share