
06/06/2025
কালুরঘাট ব্রিজে আজকের ট্রেন দুর্ঘটনায় কলিজার টুকরোকে হারিয়ে স্তব্ধ এক পিতা 😭😭 "আল্লাহু আকবার! আল্লাহু আকবার!" বলে আকাশ-বাতাস কাঁপানো তার আহাজারি এখনো কানে বাজে...
কোথা থেকে সান্ত্বনা পাবেন এই বাবা? কী বললে ব্যথা কমবে তার?
ঈদের আনন্দ নিয়ে প্রিয়জনদের সঙ্গে বাড়ি ফেরার পথেই ঘটে গেল অপুরণীয় এক দুর্ঘ-টনা। এক মুহূর্তেই সব বদলে গেল চিরতরে।
একটি নিষ্পাপ শিশুর চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
হে আল্লাহ, তুমি এই পরিবারকে অপূরণীয় এই শোক সহ্য করার শক্তি দাও।
শিশুটিকে তোমার জান্নাতের শ্রেষ্ঠ স্থানে স্থান দাও।
আর আমাদের সবাইকে হেফাজতে রাখো, নিরাপদে রাখো, এই দোয়া রইল। 🤲
আমিন।