Juwel Rana

Juwel Rana আমি গর্বিত আমি বাঙালি আমি মুক্তিযোদ্ধা সন্তান।

সভাপতি
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ,নোয়াখালী জেলা শাখা।
সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক, নোয়াখালী জেলা ছাত্রলীগ।
যুগ্ন আহবায়ক
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, নোয়াখালী জেলা শাখা।��

22/04/2025

বর্তমানে যারা অনলাইনে লীগের পক্ষে কলম ধরেছেন তাদের বেশিরভাগই সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে মনে হয় না। লীগ ক্ষমতায় থাকতে উনারা ক্ষমতার উচ্ছিষ্ট খান নাই, বরং ক্ষেত্রবিশেষ লীগের সমালোচনা করেছেন।

পক্ষান্তরে যারা জুতালীগ মোজালীগ নামক নানান হাইব্রিড প্লাটফর্মের রাজনীতি করেছে, লুটেপুটে খেয়েছে তারা আজ শেখ মুজিবের ছবিটাও কভারে দিতে ভয় পাচ্ছে, জয় বাংলা মুখে আনছে না। এমন ভাব ধরে বসে আছে যে তারা জীবনেও আওয়ামিলীগ করেনাই।

এখন জয় বাংলার মিছিলে লুংগি পরে যে মুরব্বি যাচ্ছেন খোঁজ নিলে দেখবেন গত ১৫ বছর তিনি শুধু নৌকায় ভোটই দিয়ে গেছেন, কিন্তু লীগ তাকে প্রাপ্য সম্মান দেয়নাই।
কিন্তু দূর্যোগের সময় ঠিকই সকল অভিমান ভুলে তিনি সামনে চলে এসেছেন। আবার লীগ ক্ষমতায় গেলে হয়তো উনাকে আবারও ভুলে যাবে। কিন্তু এতে উনার কিছু যায় আসে না। উনি চাটাচাটির রাজনীতি করেন না, উনি সহসভাপতির রাজনীতি করেন না, উনি মজিবরের রাজনীতি করেন।

এটাই তৃণমূল, এটাই লীগের শক্তি, একেই আমরা বলি ৩০% রিজার্ভ। এরা যতদিন আছে ততদিন বাংলাদেশ থেকে আওয়ামিলীগকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না।

হাইব্রিড আসবে যাবে, কিন্তু এই তৃণমূল যাওয়া আসা করে না, যথাসময়ে তারা তাদের অবস্থান জানান দেয়। এখন দিচ্ছে, কয়েকমাস অপেক্ষা করেন আরও দেবে।

লীগ ক্ষমতায় আসলে এই কলম সৈনিকেরা আবার নিজেদের ফিল্ডে ফেরত যাবে, গরীব কৃষক তার কৃষিকাজে মনোযোগ দেবে। তখন আবার সেই পুরোনো আগাছা পরগাছা লীগকে ঘিরে না ফেলে এটাই কাম্য।

05/03/2025

"সবাইকে আওয়ামী লীগ বানানোর দরকার ছিলো না। সবাইকে আওয়ামী লীগ বানালে যা হয়, তার ফলাফল এখন দেখছেন। ২০০৮ সালে যারা আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলো তাদের ধরে রাখতে পারলেই, আজকের এই দিন দেখা লাগতো না।"

04/10/2024

‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ্।’অর্থ : ‘আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ মহান, আল্লাহ ব্যতিত কোনো উপাস্য নেই; সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ মহান।’
#আল্লাহ #ইয়ারাসুলাল্লাহ #ইয়ানবীআল্লাহ
#মক্কা #মদিনা #আল-আকসা

🏴শোক সংবাদ 🏴মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বৃহত্তর নোয়াখালী জেলার মুজিব বাহিনীর প্রধান সাবেক সাংসদ সদস্য এবং সাবেক নোয়া...
09/10/2023

🏴শোক সংবাদ 🏴
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বৃহত্তর
নোয়াখালী জেলার মুজিব বাহিনীর প্রধান
সাবেক সাংসদ সদস্য
এবং সাবেক নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি
জনাব মাহামুদুর রহমান বেলায়েত
কিছুক্ষণ আগে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজীউন।
নোয়াখালী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
দোয়া করি আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন,
আমিন।

শুভ জন্মদিন Barrister Sheikh Nayem ভাই-💞যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ।। আপনার সুস্বাস্থ্যে ও দীর্ঘ আয়ু কা...
07/08/2023

শুভ জন্মদিন
Barrister Sheikh Nayem ভাই-💞
যুগ্ম সাধারণ সম্পাদক,
বাংলাদেশ আওয়ামী যুবলীগ।।
আপনার সুস্বাস্থ্যে ও দীর্ঘ আয়ু কামনা করছি।
দোয়া করি আল্লাহ্ যেন আপনার সকল মনের আশা পূরণ করেন।।।

31/01/2023

আদর করে দিচ্ছি তোকে,,, লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে,,, হুম,,লক্ষী সোনা, আদর ...💕❤️

Address

Maijdee Court
Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when Juwel Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Juwel Rana:

Share