22/04/2025
বর্তমানে যারা অনলাইনে লীগের পক্ষে কলম ধরেছেন তাদের বেশিরভাগই সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে মনে হয় না। লীগ ক্ষমতায় থাকতে উনারা ক্ষমতার উচ্ছিষ্ট খান নাই, বরং ক্ষেত্রবিশেষ লীগের সমালোচনা করেছেন।
পক্ষান্তরে যারা জুতালীগ মোজালীগ নামক নানান হাইব্রিড প্লাটফর্মের রাজনীতি করেছে, লুটেপুটে খেয়েছে তারা আজ শেখ মুজিবের ছবিটাও কভারে দিতে ভয় পাচ্ছে, জয় বাংলা মুখে আনছে না। এমন ভাব ধরে বসে আছে যে তারা জীবনেও আওয়ামিলীগ করেনাই।
এখন জয় বাংলার মিছিলে লুংগি পরে যে মুরব্বি যাচ্ছেন খোঁজ নিলে দেখবেন গত ১৫ বছর তিনি শুধু নৌকায় ভোটই দিয়ে গেছেন, কিন্তু লীগ তাকে প্রাপ্য সম্মান দেয়নাই।
কিন্তু দূর্যোগের সময় ঠিকই সকল অভিমান ভুলে তিনি সামনে চলে এসেছেন। আবার লীগ ক্ষমতায় গেলে হয়তো উনাকে আবারও ভুলে যাবে। কিন্তু এতে উনার কিছু যায় আসে না। উনি চাটাচাটির রাজনীতি করেন না, উনি সহসভাপতির রাজনীতি করেন না, উনি মজিবরের রাজনীতি করেন।
এটাই তৃণমূল, এটাই লীগের শক্তি, একেই আমরা বলি ৩০% রিজার্ভ। এরা যতদিন আছে ততদিন বাংলাদেশ থেকে আওয়ামিলীগকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না।
হাইব্রিড আসবে যাবে, কিন্তু এই তৃণমূল যাওয়া আসা করে না, যথাসময়ে তারা তাদের অবস্থান জানান দেয়। এখন দিচ্ছে, কয়েকমাস অপেক্ষা করেন আরও দেবে।
লীগ ক্ষমতায় আসলে এই কলম সৈনিকেরা আবার নিজেদের ফিল্ডে ফেরত যাবে, গরীব কৃষক তার কৃষিকাজে মনোযোগ দেবে। তখন আবার সেই পুরোনো আগাছা পরগাছা লীগকে ঘিরে না ফেলে এটাই কাম্য।