Noannoi Tv

Noannoi Tv বৃহত্তর নোয়াখালীর সকল সংবাদ এখানে।সত্য বিশ্ব দরবারে তুলে ধরতে কাজ করে যাচ্ছে NOANNOI TV

একটি শোক সংবাদ...🥺🤲সদর ৩নং নোয়ান্নই ইউনিয়ন অন্তর্গত সালেহপুর হাজী মোচন আলী চৌকিদার বাড়ীর শ্রদ্ধেয় টিপু সুলতান পলাশ ভাই হ...
19/09/2025

একটি শোক সংবাদ...🥺🤲
সদর ৩নং নোয়ান্নই ইউনিয়ন অন্তর্গত সালেহপুর হাজী মোচন আলী চৌকিদার বাড়ীর শ্রদ্ধেয় টিপু সুলতান পলাশ ভাই হঠাৎ হা''র্ট অ্যা/টাক করার পর ঢাকা নেওয়ার পথেই শে'ষ নিশ্বাস ত্যাগ করেন।
'ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'
Md Tipu Sultan (পলাশ) ভাইয়ের অকাল মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি এবং মহান সৃষ্টি কর্তার কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ যেনো উনাকে জান্নাত বাসি করেন।

নোয়াখালী চৌমুহনী পূর্ব বাজার সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু।
11/09/2025

নোয়াখালী চৌমুহনী পূর্ব বাজার সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

Noannoi Tv:🌕✨ ৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ: বাংলাদেশেও দেখা যাবে ‘ব্লাড মুন’ ✨🌕চলতি মাসেই এক দুর্দান্ত মহাজাগতিক ...
05/09/2025

Noannoi Tv:
🌕✨ ৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ: বাংলাদেশেও দেখা যাবে ‘ব্লাড মুন’ ✨🌕

চলতি মাসেই এক দুর্দান্ত মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীবাসী। আগামী রোববার, ৭ সেপ্টেম্বর রাত থেকে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত দৃশ্যমান হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ—যা পরিচিত “ব্লাড মুন” নামে।

📌 সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
• 🕗 রাত ৮টা ২৮ মিনিট থেকে গ্রহণ শুরু
• 🕘 রাত ৯টা ২৭ মিনিট থেকে চাঁদের একটি অংশ ঢেকে যাবে
• 🕥 রাত ১০টা ৩০ মিনিটে পূর্ণগ্রাস শুরু — এ সময়েই দেখা যাবে লালচে/তামাটে রঙের চাঁদ বা ব্লাড মুন
• 🌅 ভোর পর্যন্ত ধাপে ধাপে চলবে এই গ্রহণ
• 🕖 মোট সময়কাল: প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট

📍 কোথায় দেখা যাবে?
বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপের কিছু দেশ এবং ভারত মহাসাগরের অঞ্চল থেকে পরিষ্কার আকাশে এটি পর্যবেক্ষণ করা যাবে। তবে আমেরিকা মহাদেশের বেশিরভাগ অংশ থেকে দৃশ্যমান হবে না।

🔭 যারা রাতের আকাশ দেখতে ভালোবাসেন, মহাকাশপ্রেমী বা জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এটি হবে এক অনন্য সুযোগ।

⚠️ নিরাপত্তা টিপস:
চন্দ্রগ্রহণ খালি চোখে দেখলে কোনো ক্ষতি হয় না, তাই বিনা দ্বিধায় এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে।

Noannoi Tv: অভিনন্দন ও শুভেচ্ছানোয়াখালী জেলার তিন কৃতি সন্তান, তাদের মেধা, সততা ও কর্ম দক্ষতা অর্জন করে একই দিন সচিব পদ...
21/08/2025

Noannoi Tv: অভিনন্দন ও শুভেচ্ছা

নোয়াখালী জেলার তিন কৃতি সন্তান, তাদের মেধা, সততা ও কর্ম দক্ষতা অর্জন করে একই দিন সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন।

তাঁরা হলেন…
১/ দেশের প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভীন।(বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা)

২/ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।(বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা)

৩/ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন।(বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা)

নোয়াখালীবাসী তাদের এই অর্জনে আনন্দিত। আশাকরি জাতীয় কার্যক্রমের পাশাপাশি জেলার উন্নয়নেও আপনাদের অবদান থাকবে।

21/07/2025

ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্লাসরুমের উপর বিমান বিধ্বস্ত এখনো উদ্ধার কাজ চলমান

21/07/2025

ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্লাসরুমের উপর বিমান বিধ্বস্ত |

চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার চিকিৎসকের সনদ সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ...
04/07/2025

চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার চিকিৎসকের সনদ সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।দেশের বিভিন্ন গণমাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা সংক্রান্ত সংবাদটি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছিলো।


সনদ সাময়িকভাবে বাতিল হওয়া চার চিকিৎসক হলেন-
ডা. ফৌজিয়া ফরিদ,
ডা. সাওদা তাসনীম,
স্বাস্থ্য সহকারী জাহেদ হাসান
ও ডা. মোহাম্মদ আক্তার হোসেন।

এর মধ্যে ডা. ফৌজিয়া ফরিদ ও ডা. মোহাম্মদ আক্তার হোসেন তিন বছর এবং ডা. সাওদা তাসনীম এক বছর ও জাহেদ হাসানের ছয় মাসের জন্য রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।


এই সময়ের মধ্যে তারা বাংলাদেশের অভ্যন্তরে মেডিক্যাল চিকিৎসক হিসেবে কোনো অ্যালোপ্যাথি চিকিৎসা অথবা নিজেকে মেডিক্যাল চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না। নিষেধাজ্ঞাটি ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

বিএমডিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডা. ফৌজিয়া ফরিদের বিরুদ্ধে প্রসূতি উম্মে সালমা নিশির চিকিৎসাকার্যে আনীত অভিযোগের দায় প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২৩(১) এবং বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল প্রবিধানমালা ২০২২ এর বিধান ৩৬(৪) (খ) অনুযায়ী রেজিস্টার থেকে তার নাম প্রত্যাহারপূর্বক প্রদত্ত রেজিস্ট্রেশন তিন বছরের জন্য বাতিল করা হয়েছে।

একই অভিযোগে রেজিস্টার থেকে ডা. সাওদা তাসনীমের নাম প্রত্যাহারপূর্বক প্রদত্ত রেজিস্ট্রেশন এক বৎসরের জন্য বাতিল করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য সহকারী জাহেদ হাসানের রেজিস্ট্রেশন ছয় মাসের জন্য বাতিল করা হয়েছে। এসময়ের মধ্যে তিনি তার জন্য নির্ধারিত ক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালন ও তদ্রূপ পরিচয় জ্ঞাপন করতে পারবেন না।

এছাড়াও ডা. মোহাম্মদ আক্তার হোসেনের নাম রেজিস্টার থেকে প্রত্যাহারপূর্বক প্রদত্ত রেজিস্ট্রেশন তিন বৎসরের জন্য বাতিল করা হয়েছে।

২০২৩ সালের ১৬ অক্টোবর রাতে নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ আউয়াল তার একমাত্র মেয়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা উম্মে সালমা নিশির বাবুর ২৪১ হার্টবিট নিয়ে চিকিৎসার জন্য জেলা সদর মাইজদীতে বেসরকারি সাউথ বাংলা হাসপাতালে আসেন।
ওই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আক্তার হোসেন অভি ও তার স্ত্রী ডা. ফৌজিয়া ফরিদ রোগীর কোনো পরীক্ষা-নিরীক্ষা না করে এবং অভিভাবকের সম্মতি না নিয়েই সিজারে ব্যস্ত হয়ে পড়েন। এতে মুহূর্তেই মা ও সন্তানের মৃত্যু হয়। এসময় ঘটনা ধামাচাপা দিতে চিকিৎসক ডা. আক্তার হোসেন অভি তার স্ত্রী ফৌজিয়া ফরিদসহ হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতির অবস্থা সংকটাপন্ন জানিয়ে আইসিইউ সাপোর্টের কথা বলে তাকে কুমিল্লায় পাঠান।

পরে প্রসূতিসহ নবজাতকের মৃত্যুর ঘটনায় নিশির বাবা সাংবাদিক এম এ আউয়াল বাদি হয়ে মামলা দায়ের করেন।

সাংবাদিক এম এ আউয়াল বলেন, আমার অনুমতি ছাড়া মেয়ের অপারেশন করা হয়েছিলো। এতে করে আমার মেয়ে ও নবজাতককে হত্যা করা হয়। আমি প্রথমে মৌখিক ও পরে ২৩ অক্টোবর সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। সব শেষ আমি আদালতের দ্বারস্থ হয়েছি। হতভাগা বাবা হিসেবে আমার সন্তান ও নাতি হত্যার ন্যায় বিচার চেয়েছিলাম। কিন্তু হাসপাতাল ও অভিযুক্ত চিকিৎসকরা প্রভাবশালী ও বিত্তশালী হওয়ার কারণে আমি নানাভাবে হয়রানির শিকার হয়েছিলাম।

চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসায় আর কাউকে যেন প্রাণ হারাতে না হয়,সে বিষয়ে সকলেরই সজাগ ও দায়িত্ববান হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণেরও প্রত্যাসা করেন সন্তান হারা এ পিতা।

03/07/2025

ক্ষমা চেয়েছেন নোয়াখালীকে নিয়ে ট্রল করা সেই সাংবাদিক রিয়াসাদ আজিজ।

বিপিএলের মত মর্যাদাপূর্ণ মঞ্চে নোয়াখালীর দল নেয়াকে কেন্দ্র করে নোয়াখালী নিয়ে বিরুপ মন্তব্য করা, ব্য'ঙ্গ ও অ-'শ্লী'ল ...
03/07/2025

বিপিএলের মত মর্যাদাপূর্ণ মঞ্চে নোয়াখালীর দল নেয়াকে কেন্দ্র করে নোয়াখালী নিয়ে বিরুপ মন্তব্য করা, ব্য'ঙ্গ ও অ-'শ্লী'ল কথা বলার জন্য ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক রিয়াসাদ আজিম'কে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন নোয়াখালীর ক্রীড়ানুরাগীগণ।

30/06/2025

নতুন দল হিসেবে বিপিএলে আসতে যাচ্ছে নোয়াখালী রয়্যালস।

25/06/2025

Noannoi Tv News: নোয়াখালীর আলোচিত মানব পা/চার ও শিশু অ*প/হ'রন সহ ধ/র্ষ'ণ মামলার প্রধান আ/সা'মি গ্রে/ফ*তার করেছে (RAB 11)

নিখোঁজ সংবাদনোয়াইন্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের(বাঁধেরহাট) ৯ম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোঃ ইয়াছিন হোসেন আপ...
22/06/2025

নিখোঁজ সংবাদ
নোয়াইন্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের(বাঁধেরহাট) ৯ম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোঃ ইয়াছিন হোসেন আপন, পিতাঃ মোঃ সোহাগ উদ্দিন(ব্যবসায়ী, দাদপুর বাজার) মাতাঃ রোজিনা আক্তার, প্রযত্নে- ইসমাইল মিয়ার বাড়ি, গ্রামঃ হুগলী, ডাকঘরঃ ব্রহ্মপুর, উপজেলাঃ নোয়াখালী সদর, জেলাঃ নোয়াখালী - গতকাল ২১/০৬/২০২৫খ্রি. রোজ শনিবার বিকাল আনুমানিক ০৪টায় নিজ বাড়ি হতে ছাতা ক্রয়ের জন্য খলিফার হাট বাজারের উদ্দেশ্যে বের হয়ে অদ্যাবধি বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে তার পিতা নোয়াখালী সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। জিডি নং-১৩০০, তারিখঃ ২১/০৬/২০২৫
তার বয়সঃ আনুমানিক ১৫ থেকে ১৬ বছর
গায়ের রং- ফর্সা
যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন অনুগ্রহ পূর্বক যোগাযোগ করবেন।
পিতা- 01813372066

প্রধান শিক্ষক- 01309107533

Address

Maijdee Court, Chittagong Division, Maijdee Court
Maijdee Court
3800

Telephone

+8809639170765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noannoi Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share