হাড়ি ভাঙ্গা

হাড়ি ভাঙ্গা এই পেজে ডিপ্রেশন দুর করা হয়..

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
29/03/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

সূর্য ডুবেছে। মসজিদে মাগরিবের আজান শেষ হলো। দোকানদাররা দোকান সাজিয়ে বাতি জ্বালিয়ে চলে গেলেন মসজিদে। প্রতিটি দোকানের একই ...
22/02/2025

সূর্য ডুবেছে। মসজিদে মাগরিবের আজান শেষ হলো। দোকানদাররা দোকান সাজিয়ে বাতি জ্বালিয়ে চলে গেলেন মসজিদে। প্রতিটি দোকানের একই অবস্থা। সাজানো-গুছানো পুরো সবজি বাজার ফাঁকা পড়ে রইল। এমন অভাবনীয় দৃশ্য দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের শান্তির বাজারের।

ওই এলাকার ইউপি সদস্য আশিকুর রহমান জানান, এই বাজারটি অনেক ছোট । এখানে একটি ছোট দোতলা মসজিদ আছে। এই বাজারের অধিকাংশ মানুষ নামাজ পড়ে। আমার জানামতে সবজি বাজারের বিক্রেতারা সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন। তাই মাগরিবের নামাজের সময় অল্প হওয়ায় নামাজের সময় ফাঁকা হয়ে যায় সবজি বাজারটি।

কাঁচা বাজারের ভেতরে চা ব্যবসায়ী মো. আনিছুর রহমান জানান, নামাজের সময়ে আমিও দোকান খোলা রেখেই নামাজে যাই। সে সময় কোনো বিক্রেতাই থাকে না।

আমাদের break up হওয়ার কা'হিনী তোমরা পড়ে বলো তো দো'ষটা কার ছিল, আমার নাকি ওর '!🙁
22/02/2025

আমাদের break up হওয়ার কা'হিনী তোমরা পড়ে বলো তো দো'ষটা কার ছিল, আমার নাকি ওর '!🙁

27/11/2024

মূর্তি পূজা যারা করে তারা মানুষের রক্তের দাম কেমনে বুঝবো?

- গোবর আর মাটির মূর্তিই তাদের সম্পদ।

Written by Shahriar Bakht Saju জল্লাদের জেল জীবনই পারফেক্ট ছিলো।মুক্ত বাতাসে জল্লাদকে কেমন জানি বেমানান লাগতো। মুক্ত জল্...
27/06/2024

Written by Shahriar Bakht Saju
জল্লাদের জেল জীবনই পারফেক্ট ছিলো।মুক্ত বাতাসে জল্লাদকে কেমন জানি বেমানান লাগতো। মুক্ত জল্লাদের চেহারায় অসহায়ত্বের একটা ছাপ ছিলো।মুক্ত জীবন জল্লাদের জন্য এতো করুন হবে জানলে হয়ত জল্লাদ কখনই মুক্ত হতে চাইতেননা।জল্লাদের জল্লাদ পরবর্তী জীবন আর জল্লাদ থাকাকালীন জীবনে কতো যে পার্থক্য তা কেউ অনুমান করতে পারবেননা।জল্লাদ শাহজাহানের জল্লাদ থাকাকালীন জীবন কিছুটা দেখার সুযোগ হয়েছে আমার।কি দাপট! বাপরে বাপ জল্লাদ যখন জেলের ভেতরে চলাফেরা করতেন তখন মনে হতো কোনো রাজা বাদশা হাটতেছেন আর তার সাথে পাইক পেয়াদারা রাজাকে গার্ড অফ অনার দিচ্ছেন।সাদা পোশাক আর কোমরে পিতলের বেল্ট সাথে অন্যান্য সহযোগী জল্লাদরাও সেইম পোশাক পরে যখন জেলের মধ্যে চলাফেরা করতেন তখন ছোট বড় হাজতি, কয়েদি থেকে শুরু করে সবাই সালাম সালাম বলে রাস্তা ছেড়ে দিতো।কোথাও বসলে সবাই জড়ো হয়ে কোশল বিনিময় করতো। আমি যখন বার কাউন্সিল পরীক্ষার ট্রাজেডি মামলায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে যাই,এর এক দুই দিন পর ভলিবল খেলতে নামি,প্রতিপক্ষের টিমে বিডিয়ার বিদ্রোহের আসামী কয়েকজন প্রফেশনাল প্লেয়ার ছিলেন।আমি তাদের কয়েটা হিট ডিফেন্স করেছিলাম। সম্ভবত এটা উনি দেখছিলেন, পরের দিন প্রচন্ড গা ব্যাথা করায় আর খেলতে নামিনি,বাইরে বসে খেলা দেখছিলাম, হঠাৎ পেছন থেকে কেউ একজন আমার পিঠে হাত দিয়ে বলে, কি আজকে খেলবেন না,ফিরে থাকিয়ে দেখি জল্লাদ শাহজাহান, মুহুর্তে আমার গলা শুকিয়ে গেছে,কি যে ভয় পাইছি আল্লাহ মালুম।জেলের মধ্যে সবাই এরকম সমীহ করতো উনাকে।অথচ মুক্ত জীবনে কি অমানবিক আর অবহেলার জীবন! এই জীবন উনার আর বেশী দিন সহ্য করতে হয়নি,মুক্ত হয়ে ১ বছরও বাচতে পারলেননা,সারা জীবনের জন্য দুনিয়ার জিন্দেগী থেকে মুক্ত হয়ে গেলেন।শেষ কথায় আসি,যে দিন মুক্ত হই অইদিন বের হওয়ার সময় উনাকে দেখেছিলাম, আমি বের হতে দেখে শুধু বললেন ভালো থাইকেন।বের হয়ার পর যখন জেলের মূল ফটক থেকে বাইরে আসবো তখন ভাবছি আমাকে নিতে এখানে দুজন মানুষ আসবেন, একজন আমার খালাতো ভাই খছরু ভাইয়া,আরেকজন আরেক খালাতো ভাই জাবির ভাইয়া(ফাজিল সাহেব নানাজির নাতি)।কিন্তু বেরিয়ে দেখি শুধু খছরু ভাইয়া দাড়িয়ে আছেন।উনার সাথে কোলাকুলি করার পর গাড়ি নিয়ে একটা হোটেলে উঠলাম ফ্রেশ হওয়ার জন্য।গোছল করে ভাইয়াকে জিগাবো জাবির ভাই আসেননি? কিন্তু জিগানোর আগেই উনি একটু সময় নিয়ে বললেন জাবির মারা গেছে।আল্লাহ এই মুহুর্তে আমার মনের অবস্থা কি ছিলো বলে বুঝাতে পারবোনা।ঘটনা গুলু বলার কারণ হচ্ছে,কেমন যেনো কাকতালীয় ভাবে একটার সাথে একটা ঘটনা মিলে যাচ্ছে।গতকাল জল্লাদ শাহজাহান মারা গেছেন,অইদিকে আমার খছরু ভাইয়া হার্ট অ্যাটাক করে হাসপাতালে আছেন।আল্লাহ খছরু ভাইয়াকে যেনো দ্রুত সুস্থতা দান করেন সকলে দোয়া করবেন।জাবির ভাই,জল্লাদ শাহজাহানকে আল্লাহ জান্নাত বাসী করুন।।

27/06/2024

যারা আমাকে দেকতে পারেন না এ্যাংরি রিএক্ট দেন, শত্রুদের চিনে রাখি!

04/03/2024

প্রদীপের শিখার মাঝে নিজের দুর্বলতা কে খুজতে যেও না।প্রদীপ তোমাকে তার নিজ আলোতে রাঙিয়ে তুলবে,কিন্তুু তোমাকে কষ্টের আলোটা বুঝিয়ে দিয়ে চলে যাবে।
মুখে থাকবে মুক্ত হাসি,আর অন্তরে থাকবে কষ্টের ফাসি...... :)

কোনোদিন মাছ চুরি করমু না!🙂🤲
14/11/2023

কোনোদিন মাছ চুরি করমু না!🙂🤲

এইবার একটু শান্তিতে ফেসবুক চালানো যাবে.. 🙂
05/11/2023

এইবার একটু শান্তিতে ফেসবুক চালানো যাবে.. 🙂

Address

Noakhali, Maijdee Court
Maijdee Court
43300

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাড়ি ভাঙ্গা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাড়ি ভাঙ্গা:

Share

Category