NK news tv

NK news tv নোয়াখালী মাইজদীর নির্ভরযোগ্য স্থানীয় নিউজ সোর্স।

13/08/2025
🚨 নোয়াখালীতে যুবদল নেতা ধরা খেল! 🚨📍 স্থান: সুন্দলপুর, কবিরহাট, নোয়াখালী👮‍♂️ পুলিশ হাতে নেট-দুনিয়ার ভাইরাল নিউজ!ডাকাতির ট...
10/08/2025

🚨 নোয়াখালীতে যুবদল নেতা ধরা খেল! 🚨

📍 স্থান: সুন্দলপুর, কবিরহাট, নোয়াখালী
👮‍♂️ পুলিশ হাতে নেট-দুনিয়ার ভাইরাল নিউজ!

ডাকাতির ট্রাক 🚛 + লোহার রড় 🪓 = একেবারে সিনেমা কাহিনি!
কবিরহাট থানা পুলিশের অভিযানে যুবদল নেতা সুজন ও তার দুই সহযোগী ধরা খেয়েছে হাতেনাতে।

পুলিশ বলছে, এলাকাবাসীর অভিযোগের পর অভিযান চালিয়ে ট্রাকসহ তাদের আটক করা হয়েছে। মামলা চলছে, জেল তো পাকা!

সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: কাঠের কারখানা ও ২৫ দোকান ভস্মীভূতনোয়াখালীর সেনবাগে রাত ১টার দিকে লাগা আগুনে সেবারহাট ...
10/08/2025

সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: কাঠের কারখানা ও ২৫ দোকান ভস্মীভূত

নোয়াখালীর সেনবাগে রাত ১টার দিকে লাগা আগুনে সেবারহাট বাজারের একটি কাঠের কারখানা ও প্রায় ২৫টি দোকান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের প্রচেষ্টায় তিন ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

"The Rebel Within You" শিল্প শিবিরে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও দেশপ্রেমের জাগরণজুলাই গণঅভ্যুত্থানকে স্মরণে ও তরুণ প্র...
08/08/2025

"The Rebel Within You" শিল্প শিবিরে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও দেশপ্রেমের জাগরণ

জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণে ও তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে The Daily Star-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ শিল্প শিবির “The Rebel Within You”। রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়সের চিত্রশিল্পী ও শিক্ষার্থীরা।

শিল্প শিবিরে অংশগ্রহণকারীরা তাদের ক্যানভাসে ফুটিয়ে তোলেন ১৯৭০-এর দশকের গণঅভ্যুত্থানের সংগ্রাম, ত্যাগ এবং স্বাধীনতার চেতনা। চিত্রকর্মগুলোতে প্রতিফলিত হয় ন্যায়বিচারের আহ্বান, স্বাধীনতার স্বপ্ন এবং দেশের প্রতি গভীর ভালোবাসা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিল্প কেবল সৃজনশীলতার প্রকাশ নয়—এটি জাতির ইতিহাসকে জীবন্ত রাখার একটি শক্তিশালী মাধ্যম।” তারা আরও উল্লেখ করেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করবে।

আয়োজকরা জানান, “The Rebel Within You” শুধু একটি কর্মশালা নয়, বরং এটি ছিল ইতিহাস, সৃজনশীলতা ও দেশপ্রেমের এক মিলনমেলা, যা অংশগ্রহণকারীদের মনে স্বাধীনতার চেতনা আরও দৃঢ় করেছে।

07/08/2025

গাজীপুরে পৃথক দুইটি ঘটনায় সাংবাদিকদের ওপর বর্বর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

---

🟥 সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর নির্মম হামলা

গত বুধবার (৬ আগস্ট ২০২৫) বিকেলে গাজীপুর মহানগরের সাহাপাড়া এলাকায় দৈনিক *বাংলাদেশের আলো* পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের ওপর একদল দুর্বৃত্ত নির্মম হামলা চালায়। ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তরা তাকে রাস্তায় ফেলে লাঠি ও ইট দিয়ে পেটাতে থাকে, এমনকি তার পায়ের ওপর লাফিয়ে পড়ে। পুলিশ সদস্যদের উপস্থিতিতেও হামলাকারীরা নির্দ্বিধায় এই বর্বরতা চালায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আনোয়ারের মা বাদী হয়ে সদর মেট্রো থানায় মামলা দায়ের করেছেন, এবং পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে [1] ।

---

🟥 সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা

পরদিন বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) রাত ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক *প্রতিদিনের কাগজ* পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিন ফুটপাতের অবৈধ দোকানপাটে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভ করার পর এই হামলার শিকার হন। তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন, তখনই সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে [1] ।

---

🟡 সাংবাদিক সমাজের উদ্বেগ ও প্রতিবাদ

চালকের দোষেই ৭ জনের মৃত্যু: বেগমগঞ্জে মাইক্রোবাস দুর্ঘটনারনিহতের পরিবার দাবি করেছেন, চালকের ঘুমাজনিত অবহেলা ও তাড়াহুড়োতে...
06/08/2025

চালকের দোষেই ৭ জনের মৃত্যু: বেগমগঞ্জে মাইক্রোবাস দুর্ঘটনার

নিহতের পরিবার দাবি করেছেন, চালকের ঘুমাজনিত অবহেলা ও তাড়াহুড়োতে এই দুর্ঘটনা ঘটেছে—যখন তারা বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন। চালক দুর্ঘটনার পর পালিয়ে গিয়েছেন; পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়েছেন। বেগমগঞ্জ থানায় মামলা প্রস্তুত চলছে।

নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭।নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় ...
06/08/2025

নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এ সময় মাইক্রোবাসটির সাতজন যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তাঁরা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার বিষয়টি নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিতে এক প্রবাসীর পরিবারের সদস্যরা ছিলেন। ওমানফেরত ওই প্রবাসীকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

মোজাম্মেল হক আরও বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ১১ জন ছিলেন। এর মধ্যে দুর্ঘটনার পর চালকসহ ৪ জন বের হয়ে যান। অন্য ৭ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা মাইক্রোবাসের পেছনের সিটগুলোতে ছিলেন।
মাইক্রোবাসের চালকের ঘুম ঘুম ভাব থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোজাম্মেল হক। নিহত ব্যক্তিদের লাশ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জানতে চাইলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। হতাহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের আলোকে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ফাউজিয়াহ ফাতেমা নাইসু’র চিত্রাঙ্কনে নোবিপ্রবির ‘ক’ গ্রুপে প্রথম স্থান।ফাউজিয়াহ ফাতেমা নাইসু, Mosharef Grammar School , ম...
05/08/2025

ফাউজিয়াহ ফাতেমা নাইসু’র চিত্রাঙ্কনে নোবিপ্রবির ‘ক’ গ্রুপে প্রথম স্থান।

ফাউজিয়াহ ফাতেমা নাইসু, Mosharef Grammar School , মাইজদীর ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন।
এই গৌরবোজ্জ্বল অর্জনের জন্য নাইসুকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। তার সৃজনশীলতা ও পরিশ্রম আগামীদিনে আরও বড় সাফল্যের পথে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
নাইসুর এই অর্জন তার বিদ্যালয় ও জেলার জন্য গর্বের বিষয়।

#নোবিপ্রবি

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩নোয়াখালীর বেগমগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ। পরে...
05/08/2025

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

নোয়াখালীর বেগমগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে চৌমুহনীর রেলস্টেশন রোড এলাকা থেকে মিছিলটি বের হয়ে চৌমুহনী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করিমপুর এলাকায় প্রবেশ করে।

ব্যবসায়ীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের ব্যানার লিফলেট নিয়ে ২০-২৫ জনের একটি মিছিল বের হয়। এসময় তারা আওয়ামী লীগের পক্ষে ও অন্তর্বর্তী সরকারের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি চৌমুহনী বাজারের প্রধান সড়ক দিয়ে করিমপুর রোডে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের তত্ত্বাবধানেই মিছিলটি বের করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চৌমুহনীতে এটিই প্রথম কোনো মিছিল। নাজমুল শিহাব নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের ঘনিষ্ঠ অনুসারী।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন মিছিলের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‌‘আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ চৌমুহনীতে একটি মিছিলের খবর আমরা শুনেছি। খবর পেয়ে আমাদের নেতাকর্মীরা তাৎক্ষণিক সেখানে গেলে কাউকে পায়নি।’

নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মিছিলে থাকা তিনজনকে আটক করেছে পুলিশ। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

শিরোনাম:নোয়াখালী মাইজদীতে তীব্র জলাবদ্ধতা: ৪১,৮৪০ পরিবার এখনো পানিবন্দি।মাইলস্টোন:জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, তীব্র বর্...
05/08/2025

শিরোনাম:
নোয়াখালী মাইজদীতে তীব্র জলাবদ্ধতা: ৪১,৮৪০ পরিবার এখনো পানিবন্দি।

মাইলস্টোন:
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, তীব্র বর্ষণ ও উপরের ঢাল থেকে আসা জলবাহী কারণে ৪১,৮৪০ পরিবার পানিবন্দি, যা প্রায় ২,০৩,১০০ জন মানুষ প্রভাবিত করেছে।
আনুমানিক ৪৬৬ টি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে জরুরি অবস্থায়।

ক্ষয়ক্ষতির বিবরণ:
প্রায় ৪০টি বাড়ি ধ্বংস হয়েছে।
মাইজদীতে ঘন জলাবদ্ধতা; বিশেষ স্থানগুলো: জেলা প্রশাসকের অফিস, জেলখানাপথ, মিউনিসিপ্যাল মার্কেট রোড।
স্থানীয়রা জানায়—বর্ষণ না থাকলেও নিম্নগতিতে পানি নামছে না, এবং সড়ক ও প্রাঙ্গণ এখনও ডুবে আছে।

⏳ এরপর পরিস্থিতির আপডেট

ব্রেক সোজন হলেও অগ্রগতি ধীর:
৪৬,০৭০ পরিবার অন্তত ১,৯২,৫০৩ জন এখনো পানিবদ্ধ অবস্থায় আছে (১১–১৩ জুলাই), নিম্নাঞ্চলের পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়ে গেছে।

স্কুল বন্ধ ও পুনরায় প্লাবিত এলাকা:
১০–১২ জুলাই প্রথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়। বিদ্যালয়গুলোকে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়।

ভর্তুকি ও ক্ষয়ক্ষতি মোকাবিলা:
পরবর্তী অপেক্ষা করা হচ্ছে ফের নতুন বৃষ্টিপাতের।
মুখ্য লক্ষ্য: নালা ও খাল দখল মুক্ত করা ও নিয়মিত জল নিষ্কাশন নিশ্চিত করা।

দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলোচনা:
সেন্টার অব অ্যাডভাইজার্স কর্তৃক মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজার পরিকল্পনা, এবং স্থায়ী বাঁধ নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার রূপায়ন নিয়ে আলোচনা চলছে। বিশ্বব্যাংকের সহায়তায় কাজ চলছে।

21/04/2022

আমি তোমাকে নিয়ে বিচিত্র রঙে সিক্ত আকাশের পুরো পৃথিবী দেখতে চাই ❤️

Address

Maijdee Court
Maijdee Court
3800

Telephone

+8801724712275

Website

Alerts

Be the first to know and let us send you an email when NK news tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share