Tanisha chowdhury

Tanisha chowdhury keep supporting me! loving me! stay safe! love u all
(4)

Good night ❤️❤️
15/08/2025

Good night ❤️❤️

👉👉 লুচি দীপ্তি গাছের পাতার ৩০টি উপকারিতা ও ব্যবহারবিধি (সৌন্দর্য, স্বাস্থ্য ও জীবনযাপনে)👇👇👇👇লুচি দীপ্তি (Luchi Dipti) এক...
09/08/2025

👉👉 লুচি দীপ্তি গাছের পাতার ৩০টি উপকারিতা ও ব্যবহারবিধি (সৌন্দর্য, স্বাস্থ্য ও জীবনযাপনে)👇👇👇👇

লুচি দীপ্তি (Luchi Dipti) একটি ঔষধি গাছ, যার পাতা আয়ুর্বেদিক ও গ্রামীণ ভেষজ চিকিৎসায় বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে।

👇 লুচি দীপ্তি পাতার ৩০টি উপকারিতা ও ব্যবহার👇

🔸 ত্বক ও রূপচর্চায় (Beauty & Skin Care)

1. ✨ মুখের উজ্জ্বলতা বাড়ায় — পাতা বেটে মাস্ক বানিয়ে মুখে লাগান।

2. 🧴 ব্রণ দূর করে — পাতা ও হলুদের পেস্ট লাগান।

3. 🌿 চুল পড়া কমায় — পাতার তেল স্ক্যাল্পে ম্যাসাজ করুন।

4. ❄️ র‍্যাশ ও অ্যালার্জি কমায় — পাতার রস আক্রান্ত স্থানে লাগান।

5. 🧼 ত্বক পরিষ্কার রাখে — পাতার পেস্ট স্ক্রাব হিসেবে ব্যবহার করুন।

6. 🌸 দাগছোপ হালকা করে — পাতার রসের সঙ্গে গোলাপজল মিশিয়ে লাগান।

7. 🧖‍♀️ পিগমেন্টেশন হ্রাস করে — সপ্তাহে ৩ দিন পাতার মাস্ক ব্যবহার করুন।

8. 💆‍♀️ মাথাব্যথা ও মানসিক চাপ কমায় — পাতা গরম করে কপালে সেঁক দিন।

9. 💇‍♀️ চুল ঘন ও মজবুত করে — পাতার রস তেল মিশিয়ে ব্যবহার করুন।

10. 🛁 গোসলের পানিতে দিলে শরীর ঠান্ডা রাখে ও ত্বক সুগন্ধী হয়।

🍵 স্বাস্থ্য রক্ষায় ও সুস্থতায় (Health & Wellness)

11. 💪 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় — পাতার চা সকালে খালি পেটে খান।

12. 😷 সর্দি-কাশি উপশমে — পাতার ভাপ নিন বা চা পান করুন।

13. 🤒 জ্বর কমায় — পাতার রস বা পেস্ট শরীরে লাগালে উপকার মেলে।

14. 🩹 কাটা-ছেঁড়া দ্রুত শুকায় — পাতার পেস্ট লাগালে জীবাণু ধ্বংস হয়।

15. 🧘‍♀️ মানসিক প্রশান্তি দেয় — পাতার রস ঘ্রাণ নিলে স্নায়ু শান্ত হয়।

16. 💊 গ্যাস্ট্রিক ও হজমে সহায়ক — পাতার চা পান করুন প্রতিদিন।

17. 🩸 রক্ত পরিষ্কার রাখে — পাতার রস রোজ ১ চামচ খেতে পারেন।

18. 🦴 জয়েন্ট ব্যথা ও বাত উপশমে — পাতা গরম করে পেইন স্পটে সেঁক দিন।

19. 💨 শরীরের দূষিত গ্যাস বের করতে সাহায্য করে।

20. 🧠 স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক — নিয়মিত পাতার চা পান করুন।

🥗 খাদ্যাভ্যাসে ও রান্নায় (Food & Cooking Use)

21. 🍽️ ভাজি/ভর্তায় মিশিয়ে খাওয়া যায় — শুকনো পাতা গুঁড়ো করে ব্যবহার করুন।

22. 🍵 ভেষজ চা হিসেবে — পাতা ফুটিয়ে মধু ও লেবু দিয়ে পান করুন।

23. 🥣 স্যুপে ব্যবহার — রান্নায় সুগন্ধ ও পুষ্টি বাড়ায়।

24. 🧂 সালাদে পাতলা কাটা পাতা যোগ করুন — ভিটামিন C বাড়াবে।

25. 🍛 ডাল ও সবজিতে ফ্লেভার বাড়ায়।

🌿 দৈনন্দিন জীবনে ভেষজ ব্যবহার (Daily Herbal Remedy)

26. 🪴 প্রাকৃতিক এয়ার পিউরিফায়ার — শুকনো পাতা ঘরে রেখে দিলে দুর্গন্ধ দূর হয়।

27. 🦟 মশা ও পোকা দূর করে — পাতা পুড়িয়ে ধোঁয়া দিলে মশা পালায়।

28. 🛌 ঘুমের সমস্যা দূর করে — রাতে পাতার চা পান করলে ভালো ঘুম হয়।

29. 💧 মুখের দুর্গন্ধ দূর করে — পাতার রস দিয়ে কুলকুচি করুন।

30. 🧴 ঘাম ও দুর্গন্ধ কমায় — পাতার পেস্ট বগলে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

⚠️ সতর্কতা (Caution):

🌸 প্রথমবার ব্যবহার করলে Patch Test করুন।

👩‍⚕️ গর্ভবতী ও অসুস্থ ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন।

❌ অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে।

📌 সারসংক্ষেপে:

লুচি দীপ্তি গাছের পাতা হচ্ছে প্রকৃতির
এটি ত্বকের সৌন্দর্য, চুলের যত্ন, শরীরের রোগ প্রতিরোধ, হজম, ঘুম, এমনকি রান্নায়ও অনায়াসে ব্যবহারযোগ্য।

26/07/2025

সময় থেমে থাকে না কারোর জন্য, কিন্তু সময় বদলায় সবার জন্যই।❤️‍🩹

09/04/2025

❤️❤️❤️

05/04/2025

কেমন আছেন সবাই

22/03/2025

হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল🤲🤲🤲

মাশাআল্লাহ
30/12/2024

মাশাআল্লাহ

মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর ❤️❤️❤️❤️
29/12/2024

মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর ❤️❤️❤️❤️

28/12/2024

কিসের এতো অহংকার, আপনি মারা গেলে অনেকে আপনার চেহারা দেখবে না রাতে ভয় পাবে বলে,,,

মাশাআল্লাহ ❤️❤️❤️
28/12/2024

মাশাআল্লাহ ❤️❤️❤️

Address

Maijdee Court
Maijdee Court

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanisha chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanisha chowdhury:

Share