Mosharraf Hossain

Mosharraf Hossain Islamic Media Page of Mosharraf H. Digital Marketer and Content Creator of Islamic Cultural Affairs.

14/07/2024
https://youtu.be/9t8UdOsk128?si=qbtfxQ4g2r5IovjS
04/05/2024

https://youtu.be/9t8UdOsk128?si=qbtfxQ4g2r5IovjS

মোবাইলের অপব্যবহার ও ক্ষতিকর বিষয় সম্পর্কে। মুফতি এনামুল হাসান ফারুকী সাহেব #মোবাইলের #অপব্যবহার #বিষয় #মুফতিএনা...

27/04/2024

মু'মিনদের লক্ষ্য ও উদ্দেশ্য।
#মুমিনের #লক্ষ্য #উদ্দেশ্য

06/04/2024

ফিতরা,ঈদের রাতের ফজিলত ও ঈদের দিনের সুন্নত সমূহ। #ঈদের #রাতের #ফজিলত #ঈদেরসূন্নাত

31/03/2024

এতেকাফের ফজিলত ও শবেকদর রাতে দান করার ফজিলত।
#এতেকাফের #ফজিলত #শবেকদর

30/03/2024

শবেকদর রাতের ফজিলত ও আমল। #শবেকদর #রাতের #ফজিলত

নবীজির চোখে শ্রেষ্ঠ মানুষ কারা।  #নবীজির  #চোখে  #সেরামানুষ আমাদের চোখে সেরা মানুষের সংজ্ঞা কী? অনেক পড়াশোনা জানা, অনেক...
24/03/2024

নবীজির চোখে শ্রেষ্ঠ মানুষ কারা।
#নবীজির #চোখে #সেরামানুষ
আমাদের চোখে সেরা মানুষের সংজ্ঞা কী? অনেক পড়াশোনা জানা, অনেক সম্পদের অধিকারী ইত্যাদি। চলুন দেখে নিই আমাদের প্রাণপ্রিয় রাসূলের (সা) চোখে সর্বশ্রেষ্ঠ মানুষের গুণাবলীগুলো। রাসূলের (সা) বিভিন্ন হাদীস থেকে সেরা মানুষের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারি। হাদীসগুলো থেকে কয়েকটি নিচে তুলে ধরা হলো।

হাদীস ১
তোমাদের মধ্যে সর্বউত্তম সে, যে কুরআন শিখে এবং শেখায়।
(বুখারী, পর্ব: ফাজায়েলুল কুরআন, অধ্যায়: ২১ হাদীস নং: ৫০২৭)
হাদীস ২
নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।
(বুখারী, পর্ব: শিষ্টাচার, অধ্যায়: উত্তম চরিত্র, হাদীস নং: ৬০৩৫)
হাদীস ৩
তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো।
(বুখারী, পর্ব: উকীল নিযুক্তকরণ, অধ্যায়: ৬, হাদীস নং: ২৩০৫)
হাদীস ৪
তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার কাছ থেকে সবাই কল্যান আশা করে, অনিষ্টের আশংকা করে না।
( তিরমিজী, পর্ব: ফিতান, অধ্যায়: ৭৬, হাদীস নং: ২২৬৩/২৪৩২)
হাদীস ৫
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, যে তার পরিবারের নিকট ভালো।
(ইবনে হিব্বান, পর্ব: বিবাহ, অধ্যায়: স্বামী-স্ত্রীর জীবনাচার, হাদীস নং: ৪১৭৭)
হাদীস ৬
তোমাদের মধ্যে সে সর্বোত্তম, যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়।
(সহীহুল জামে’, হাদীস নং: ৩৩১৮)
হাদীস ৭
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি, যে সালাতে কোমল-স্কন্ধ। (অর্থাৎ কেউ নামাজের কাতারে প্রবেশ করতে চাইলে কাঁধ নরম করে তাকে সুযোগ করে দেয়)।
( আবূ দাঊদ, পর্ব: সালাহ, অধ্যায় ৯৬, হাদীস নং:৬৭২ )
হাদীস ৮
সেরা মানুষ সে যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো হয়।
(জা-মিউল আহাদীস, হাদীস নং: ১২১০১ )
হাদীস ৯
সেরা মানুষ সে যে মানবতার জন্য অধিক কল্যানকর উপকারী।
(সহীহুল জা-মি’, হাদীস নং: ৩২৮৯ )
হাদীস ১০
আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর নিকট সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।
(তিরমিজী, পর্ব: সদ্ব্যবহার ও সুসম্পর্ক, অধ্যায়: ২৮, হাদীস নং: ১৯৪৪)
হাদীস ১১
শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। সাহাবীগন প্রশ্ন করলেন-সত্যবাদী মুখ বুঝা গেলো, কিন্তু পরিচ্ছন্ন অন্তরবিশিষ্ট কে?
নবীজি ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ-নির্মল, মুত্তাক্বী, যাতে কোন পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ।
(সহীহুল জা-মি’, হাদীস নং: ৩২৯১)
আল্লহ তা’আলা আমাদেরকে সর্বোত্তম মানুষের সবগুলো গুণ দান করুন এবং প্রকৃত ঈমানদার মানুষ হওয়ার তাউফীক দান করুন। আমিন।

আলহামদুলিল্লাহ পবিত্র রমাজান মাসের চাঁদ দেখা গেছে।    #রমাযান اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ،وَالسَّ...
11/03/2024

আলহামদুলিল্লাহ পবিত্র রমাজান মাসের চাঁদ দেখা গেছে। #রমাযান
اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ،
وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ الله
আলহামদুলিল্লাহ! বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরির পবিত্র রমাদান মাসের চাঁদ দেখা গিয়েছে। রোজা শুরু হবে আগামীকাল ১২ মার্চ ২০২৪ মঙ্গলবার থেকে। আজ রাত থেকেই তারাবীহ সালাত আদায় শুরু হবে।
আসুন আমরা এই রমাদানকে বিগত সকল রমাদানের চেয়ে উত্তম ভাবে পালন করি। সকলে সকলের জন্য দুআ করি যেন এই রমাদানে আমরা তাক্বওয়া অর্জন করতে পারি।
রমাদানে আমাদের দানের হাতকে প্রসারিত করি। চেষ্টা করি নিকটাত্মীয়দের মধ্য থেকে যারা অভাবী তাদেরকে সাহায্য করার। প্রতিবেশি ও দূরের আত্মীয়দেরকেও আমরা চেষ্টা করব সাধ্য মত সহযোগিতা করার। দরিদ্রদেরকে ইফতার করানোর সুবর্ণ সুযোগ যেন আমরা হাতছাড়া না করি।
আল্লাহ আমাদের সকলের আমলগুলোকে কবুল করুন। আমীন।

04/03/2024

আল্লাহর নিকট যে চারটি বাক্য অধিক প্রিয়।

Address

Begumgonj, Maijdee Court
Maijdee Court
3800

Alerts

Be the first to know and let us send you an email when Mosharraf Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mosharraf Hossain:

Share