আকরাম হোসেন

আকরাম হোসেন জীবন্ত হৃদয় পোড়া মানুষ!

09/09/2025
09/09/2025

ইনশাআল্লাহ!
সত্যের জয় হবে।

ব্লাড মুন’ দেখা যাচ্ছে, চলবে ৮২ মিনিটপূর্ণগ্রাস অবস্থায় চাঁদ লালচে হয়ে ওঠে, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। আজ রোববার (৭ স...
07/09/2025

ব্লাড মুন’ দেখা যাচ্ছে, চলবে ৮২ মিনিট

পূর্ণগ্রাস অবস্থায় চাঁদ লালচে হয়ে ওঠে, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার পর থেকে দেশের আকাশে দেখা যাচ্ছে এই বিরল রক্তিম আভা।

মহাকাশবিষয়ক ওয়েবসাইট স্পেস ডটকম ও বাংলাদেশ আবহাওয়া দফতর জানিয়েছে, এ গ্রহণ চলবে প্রায় ৮২ মিনিট, যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম চন্দ্রগ্রহণ।

এর আগে, রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয় অত্যন্ত বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ‘পেনুম্ব্রাল’ বা সূক্ষ্ম ছায়া পর্ব। রাত সাড়ে ১০টা নাগাদ আংশিকভাবে গ্রহণ শুরু হয়।

এই গ্রহণ এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখা যাচ্ছে। এবারের চন্দ্রগ্রহণ দেখতে পাওয়ার কথা বিশ্বের প্রায় ৮৫ ভাগ মানুষের। বাংলাদেশ থেকেও দেখা যাচ্ছে এই মহাজাগতিক ঘটনা। তবে আকাশে যদি মেঘ থাকে, তাহলে গ্রহণ দেখায় বাধা পড়তে পারে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে তখন, যখন পৃথিবী সরাসরি সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে। ফলে চাঁদ পুরোপুরি পৃথিবীর গাঢ় ছায়া বা আমব্রায় প্রবেশ করে। শুরুতে ও শেষে চাঁদ হালকা ছায়া বা পেনামব্রায় থাকার কারণে কিছুটা ম্লান দেখা দেয়।

লক্ষীপুর, চন্দ্রগঞ্জ সরকারি কলেজ গেটের  একটু সামনে  #আনন্দ_বাস খালে পড়ে যায়।পরিচিত কেউ থাকলে খোঁজ নিন দ্রুত।১০-১৫ জনের ম...
06/09/2025

লক্ষীপুর, চন্দ্রগঞ্জ সরকারি কলেজ গেটের একটু সামনে #আনন্দ_বাস খালে পড়ে যায়।পরিচিত কেউ থাকলে খোঁজ নিন দ্রুত।১০-১৫ জনের মতই নিখোঁজ।

BD Clean - Noakhali, নোয়াখালী, সদর, টিম।
22/08/2025

BD Clean - Noakhali, নোয়াখালী, সদর, টিম।

পরিষ্কার করে ময়লা স্থান, সবুজবাতি জ্বেলে দিলামপরিচ্ছন্ন দেশ গড়তে, আমিও এবার শপথ নিলাম।Amrito pal ভাইয়ের/আপুর লালবাতি চিহ...
22/08/2025

পরিষ্কার করে ময়লা স্থান, সবুজবাতি জ্বেলে দিলাম
পরিচ্ছন্ন দেশ গড়তে, আমিও এবার শপথ নিলাম।

Amrito pal ভাইয়ের/আপুর লালবাতি চিহ্নিত ময়লাযুক্ত স্থানটি আমরা ১৬ জন মিলে পরিচ্ছন্ন করেছি, যার আনুমানিক দৈর্ঘ্য 35 ফুট ও প্রস্থ 25 ফুট, যা ( সোনাপুর বাস স্ট্যান্ড নোয়াখালী) এই ঠিকানায় অবস্থিত। এখানে অপচনশীল বর্জ্যের আধিক্য সহ আনুমানিক ১৫ টন ময়লা ছিলো। একইসাথে উক্ত স্থানটি দুর্গন্ধযুক্ত হওয়ায় আশাপাশের স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত সহ নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধিতেও প্রভাব ফেলেছিল।

নতুন প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞায় আমরা আমাদের নাগরিক দায়িত্ব পালন করেছি। এবার আপনার পালা।

#বিডিক্লিন
#সবুজবাতি

BD Clean - Noakhali
22/08/2025

BD Clean - Noakhali

গোধূলি দুপুর!
05/08/2025

গোধূলি দুপুর!

01/08/2025
30/07/2025
24/07/2025

Thoughts of Billal

Address

Maijdee Court
Maijdee Court
3802

Telephone

+8801617480527

Website

Alerts

Be the first to know and let us send you an email when আকরাম হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আকরাম হোসেন:

Share