10/07/2025
🍰 হোম বেকিং দুনিয়ায় ১২ ধরনের বেকার আছে– আসুন চিনে নেই কে কোন ক্যাটাগেরির বেকার! 😁
১. বড়লোক বেকার:
ফ্রেশ ক্রিম শেষ? – “কোনো সমস্যা না, ডেলিভারির চার্জ যতই হোক, এখনই আনো!”
এই বেকাররা কেক বানানোর মাঝপথে KitchenAid মিক্সার কিনে ফেলেন। 😎 আবার কাস্টমাদের সব সময় ১ পাউন্ড এর যাইগায় ১.৫ পাউন্ড কেক দিয়ে দেয়।
২. মধ্যবিত্ত বেকার:
জিনিসপত্র কিনবে, কিন্তু ইনবক্সে বলবে, “আপু, ছোট সাইজের স্প্যাচুলা নাই?”প্রাইস ঠিক করলে বলবে, “আগামী মাসের শুরুতে নিচ্ছি ইনশাআল্লাহ।” 😅
৩. হতাশ বেকার:
৪০০ টাকায় হুইপড ক্রিম কিনে ১ সপ্তাহ পর দেখে সেল ৩৪০ — তারপর ডিপ্রেশন।
“আহারে! আরেকটু ওয়েইট করলে তো কমে যেত!” 😭
৪. দ্বিধাগ্রস্ত বেকার:
একই মোল্ড ৫ দিনে ৬টা পেইজে দেখে — এখনো ডিসিশন নেই নাই। শেষে বলে, “এইটা কি গ্যাসেও ইউজ করা যাবে?” 🙄
৫. গোয়েন্দা বেকার:
সব সেলারকে ইনবক্স করে দাম জানে, স্ক্রিনশট নেয়, কিন্তু কেনে না।
আসলে সে নিজে সেলার — প্রতিদ্বন্দ্বীদের রেট জানার জন্যই এসব করছে। 🤐
৬. Ultra Pro Max বেকার:
বিভিন্ন পেইজে একসাথে ৪–৫টা প্রোডাক্ট অর্ডার করে।
ডেলিভারিম্যান এলে বলে, “এইটা কার পেইজ? আমি তো মনে করতে পারছি না!” 😅
৭. স্বপ্নবাজ বেকার:
সারাদিন ইউটিউবে Korean vintage cake দেখছে, নজেল পছন্দ করে।ফোনে ৭টা পেইজের লিংক সেভ করে রেখেছে,এখনো বলে, “মা রাজি না হলে নেব না।” 😌
৮. ফেসবুক বেকার – সুন্দর কোনো কেক দেখলে স্ক্রিনশট নিয়ে বলে, “এমন একটা বানাতে চাই ইনশাআল্লাহ।” কিন্তু কখনো অই কেক বানানো ই হয় না। গ্যালারি তে পিকচার টা পড়ে থাকে। 🤳🍰
৯. বকাঝকা বেকার:
স্বামী ঘুমালে অর্ডার নেয়,
কেকে ক্রিম লাগাতে লাগাতে বাচ্চাকে ঘুম পাড়ায় —
ডেলিভারির সময় ডেলিভারিম্যান এলে বলে,
“ভাইয়া, আস্তে ডাকেন… উনি জানেন না আমি কেক নিচ্ছি!” 😬বাসায় শুনতে হয়: “তুমি কি পুরো বাসার খরচ কেকেই চালাও?” 🫠
১০. হাতে ময়দা, মুখে দোয়া বেকার:
কেক বানাতে বানাতে বলে, “আল্লাহ, কেকটা ঠিকঠাক হোক।” কেক অভেনে দেওয়ার সময় মনে মনে বলে"আল্লাহ কারেন্ট টা জানি না যায়"
ফুল বানানোর পর ফ্রিজে রাখার সময়ও পড়ে, “ইয়া আল্লাহ, শক্ত হোক।"প্রফিট নয়, কাস্টমারের দোয়া আর নিজের শান্তিই এদের আসল লাভ।ভুল হলে ভাবে, “নিয়ত ঠিক ছিলো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।” 🕊️
১১. ভাগ্যবান বেকার:
একটা বাটিতে স্পঞ্জ, ওপরে হুইপ, একটু চকো চিপ ছিটিয়ে…
ছবি তুলে ক্যাপশন দেয় —
“মিনি ট্রাইফেল — আজকে SOLD OUT 🥰”
কমেন্টে ৩ জন বলে — “আপু এইটা কিভাবে বানাই?”
অর্ডারও আসে! অথচ অন্যজনের ৭ ঘণ্টার ফুল কেক পড়ে থাকে ৩ দিন 🫠
১২. বিলুপ্তপ্রায় বেকার:
আগে অনেক কেকর অর্ডার নিতো, রিল পোস্ট করত “Life is sweet with buttercream”
এখন শুধু কমেন্ট করে — “Mashallah ❤️”
নিজে আর করে না, টুলও বিক্রি করে দিয়েছে। 🥲
🎯 আপনি কোন ক্যাটাগরিতে পড়েন?
কমেন্টে জানাও!
আর যদি নিজেকে ৩–৪টা টাইপের মধ্যে পেয়ে যাও —"Welcome to the Whisked Life” 😄🧁
আর হ্যাঁ, হাস্যরস করলাম — তাই মাইন্ড না কইরা কেক বানানোতে মন দিয়েন 😄😁
゚viralシfypシ゚viralシalシ