Romel Rayhan

Romel Rayhan The more needs are controlled, the better life is.

24/09/2025
24/09/2025

❤️আপনি যদি আসা-যাওয়া (রিটার্ন) টিকেট নিতে চান, কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আছে যেগুলো মনে রাখা ভালো:❤️

1. টিকেটের ধরন এবং মেয়াদ

Flexi / refundable টিকেট বেছে নিন যদি সম্ভব হয়।

Discounted বা non-refundable টিকেটে পরিবর্তন বা ক্যানসেলেশনের চার্জ বেশি হয়।

2. তারিখ পরিবর্তনের নিয়ম

ফ্লাইটের তারিখ পরিবর্তন করলে চার্জ কত হবে তা আগে চেক করুন।

কিছু এয়ারলাইন্স শুধুমাত্র নির্দিষ্ট সময় পর্যন্ত পরিবর্তন অনুমতি দেয়।

3. মেডিকেল ও জরুরি পরিস্থিতি

ইমার্জেন্সিতে refundable সুবিধা থাকলে তা ব্যবহার করা যায়।

ট্রাভেল ইন্সুরেন্স নিয়ে রাখলে সমস্যা কম হয়।

4. ভিসা ও এন্ট্রি রুলস

ভিসার মেয়াদ এবং এন্ট্রি নিয়ম অনুযায়ী রিটার্ন ডেট ঠিক রাখুন।

বিশেষ করে যেসব দেশে অন-অ্যারাইভাল ভিসা বা শর্ত আছে, সেগুলো আগে চেক করুন।

5. প্রাইস তুলনা

কখনো কখনো দুটি এক-ওয়ে টিকেট আলাদাভাবে নিলে রিটার্ন টিকেটের চেয়ে সস্তা হতে পারে।

6. যাত্রী তথ্য

পাসপোর্ট নাম, জন্মতারিখ, এবং অন্যান্য তথ্য ঠিক রাখতে হবে।

ভুল তথ্য থাকলে চেক-ইন সময় সমস্যা হতে পারে।

7. সিট ও ক্লাস

সিট আগে বুক করলে ফ্লাইটে বসার সমস্যা কম হয়।

যদি ফ্লাইটে সিট আলাদা থাকে, আগেই এয়ারলাইন্সে চেক করুন।

8. এয়ারলাইন্সের নিয়ম

বিশেষ ছুটির দিন বা ফেস্টিভ সময়ে রিটার্ন টিকেটের চার্জ এবং নিয়ম ভিন্ন হতে পারে।

9. প্রয়োজনে এয়ারলাইন কাস্টমার কেয়ার

কোনো সমস্যা হলে সরাসরি এয়ারলাইন্সের অফিস বা হেল্পলাইনে যোগাযোগ করুন।

24/09/2025

Where the waves kiss the shore and traditions sail with the wind—Cox’s Bazar is more than just the world’s longest sea beach, it’s a story waiting to be lived. From the vibrant fishing boats reflecting the culture of coastal life to the endless horizon of the Bay of Bengal, every step here feels like poetry in motion..

Lose yourself in the rhythm of the waves, watch the fishermen bring life from the sea, and let the salty breeze awaken your wanderlust. 𝗖𝗼𝘅’𝘀 𝗕𝗮𝘇𝗮𝗿 isn’t just a destination—it’s an experience of nature, heritage, and adventure..

𝗖𝗼𝘅’𝘀 𝗕𝗮𝘇𝗮𝗿—where the journey becomes the memory you’ll never forget.
Fly Now.

24/09/2025

রিয়াদ থেকে বাংলাদেশে সালামএয়ারের সাথে উড়ে যান! ✈️ Rayhan Travels & Tour

Now choice your favorite payment method. 🙂😂
11/09/2025

Now choice your favorite payment method. 🙂😂

25/08/2025

Someone: তুমি আগের চেয়ে অনেক চেঞ্জ হয়ে গেছো !!
Me: হ্যা!software update হয়েছে আমার 😏

25/08/2025

Work hard.
Dress good.
Eat well.
Talk less.
Stay humble.
Avoid drama.
Chase goals.
❤️

ভ্রমণের নেশা থেকেই এক দেশ থেকে আরেক দেশে ঘুরে চলেছেন বাংলাদেশি এক তরুণ। অথচ তিনি যে পুরোদস্তুর ট্রাভেল ব্লগার হবেন, সেটা...
19/08/2025

ভ্রমণের নেশা থেকেই এক দেশ থেকে আরেক দেশে ঘুরে চলেছেন বাংলাদেশি এক তরুণ। অথচ তিনি যে পুরোদস্তুর ট্রাভেল ব্লগার হবেন, সেটা কখনো ভাবেননি। বলছি ভ্রমণ বিষয়ক জনপ্রিয় ইউটিউব চ্যানেল Nadir On The Go এর মালিক নাদির নিবরাসের কথা।

২০১৬ সালের ১৭ ডিসেম্বর তিনি প্রথম ইউটিউব চ্যানেল খুলেন। সেই চ্যানেলের ভিডিও ছিল নিতান্তই নিজের জন্য। পরিবার ও বন্ধুদের নতুন জায়গা দেখানো ছিল সেইসব ভিডিওর উদ্দেশ্য। আজকাল অনেকে রাতারাতি ভাইরাল হয়ে খ্যাতি অর্জন করলেও, নাদির পরিচিতি তৈরী করেন ধীরে ধীরে। দুই বছরে এ ব্লগার মোট ২৫টা ভিডিও আপলোড করেন। তখন তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল মাত্র ১০০ জন। তা–ও পরিচিতজনরা। পরের দুই বছরে সেই সংখ্যা পৌঁছায় ২০০ জনে।

২০২০ সালে করোনার ঘরবন্দী দিনগুলোতে বাসায় বসে বসে ভ্রমণের ভিডিও দেখতেন নাদির। একসময় নিজের পুরোনো একটি ইংরেজি ভ্লগ দেখে বাংলায় একটি ভ্লগ বানান। যে ভিডিওটি আপলোড করতেই হু হু করে বেড়ে যায় ভিউ। রীতিমতো ভাইরাল হয় নাদিরের প্রথম বাংলা কনটেন্ট ‘বাংলাদেশী পাসপোর্টে ৪৮ দেশে ভিসা-ফ্রি ভ্রমণ’।

ইউটিউবে ৩০ লাখেরও বেশি দেখা হয়েছে এই ভিডিও। এরপরই মূলত ভ্রমণ ভিডিও বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। বেরিয়ে পড়েন বিশ্বের নানা প্রান্তে। কখনো আমাজনের গহিন বনে, তো কখনো হাওয়াইয়ের সবচেয়ে সুন্দর জায়গায়। আজ একগাদা জ্যান্ত সাপ হাতে, তো কাল হাঙরের সঙ্গে।
Nadir On the Go ♥️

13/07/2025

{ধর্ষনের সাজা} 👹👹👹

👉আমেরিকা: ধর্ষিতার বয়স ও ধর্ষনের মাত্রা দেখে ৩০ বছর পর্যন্ত কারাদন্ড ।
👉রাশিয়া: ২০ বছর সশ্রম কারাদন্ড।
👉চীন: কোনো ট্রায়াল নেই, মেডিকেল পরীক্ষার পর মৃত্যুদন্ড ।
👉পোল্যান্ড: হিংস্র বুনো শুয়োরের খাঁচায় ফেলে মৃত্যুদন্ড ।
👉মধ্যপ্রাচ্য আরব দুনিয়া: শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুড়ে মৃত্যু, ফাঁসি, হাত পা কাটা, যৌনাঙ্গ কেটে অতি দ্রুততার সাথে মৃত্যুদন্ড দেওয়া ।
👉 সৌদি আরব: শুক্রবার জুম্মা শেষে জনসম্মক্ষে শিরচ্ছেদ!
👉দক্ষিন আফ্রিকা: ২০ বছরের কারাদন্ড।
👉মঙ্গোলিয়া: ধর্ষিতার পরিবারের হাত দিয়ে মৃত্যুদন্ড দিয়ে প্রতিশোধ পুরণ ।
👉 নেদারল্যান্ড: ভিন্ন ভিন্ন সাজা ।
👉আফগানিস্তান: ৪ দিনের ভিতর গুলি করে হত্যা ।
👉মালয়শিয়া: মৃত্যুদন্ড।

👉 বাংলাদেশে:👇
-: প্রতিবাদ🙌
-: ধর্না😉
-: তদন্ত😉
-: কয়েকসদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
-: সমঝোতার চেষ্টা😉
-: ঘুষ দেওয়া😛
-: প্রভাবশালীদের লোক 😉
-: ধমক-চমক😛
-: মেয়েটির চরিত্র নিয়ে গবেষণা😰
-: বোরকা পরে ছিলো কি না?😰
-: সংবাদমাধ্যমে আলোচনার আসর😒
-: রাজনীতি করন😡
-: জাতি নির্ধারণ😡
-: জামিন😡
-ফের ধর্ষন😯😱
-:মেয়েটির আত্মহত্যা 😭

হুম এটাই আমাদের বাংলাদেশ 🙃

Share please
12/07/2025

Share please

🔴 আপনি যদি আগামী ১০ বছরে কোটিপতি হতে চান, তাহলে এই কাজগুলো করুন...১. নিজ শহর ছেড়ে অন্য জায়গায় যান (Move out of your home...
05/04/2025

🔴 আপনি যদি আগামী ১০ বছরে কোটিপতি হতে চান, তাহলে এই কাজগুলো করুন...

১. নিজ শহর ছেড়ে অন্য জায়গায় যান (Move out of your hometown)

আপনার পরিচিত কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনার ব্যক্তিত্ব তৈরি হয় তিনটি বিষয়ের মাধ্যমে:
✅ আপনি কী অভিজ্ঞতা অর্জন করেছেন (What you've experienced)
✅ কার সাথে বেশি সময় কাটান (Who you hang out with)
✅ কী শিখেছেন (What you've been taught)

নতুন জায়গায় গেলে আপনি:
✔️ নতুন মানুষের সাথে পরিচিত হবেন (Meet new people)
✔️ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন (Seek new challenges)
✔️ নতুন অভিজ্ঞতা পাবেন (Experience new realities)

ফলাফল: আপনার ব্যক্তিগত উন্নতি ১০ গুণ দ্রুত হবে।

---

২. উচ্চমানের মানুষের সাথে সংযোগ তৈরি করুন (Connect with high-value people)

তবে তার আগে নিজেকে প্রস্তুত করুন:
✔️ মানানসই ও পরিচ্ছন্ন পোশাক পরুন (Dress clothes that fit)
✔️ ভালো জুতা ব্যবহার করুন (Invest in your shoes)
✔️ নিয়মিত চুলের যত্ন নিন (Have a good haircut)
✔️ নিজের শরীর এবং পোশাকে সুগন্ধ রাখুন (Smell nice)

কোথায় উচ্চমানের মানুষের সাথে পরিচিত হতে পারেন? (Places to meet high-value people):
✅ কনফারেন্স ও সেমিনারে (Attend conferences and seminars)
✅ প্রিমিয়াম ক্লাব ও হাই-এন্ড ক্যাফেতে (High-end bars)
✅ জিমে (At the gym)
✅ অনলাইনে (Online communities, LinkedIn, Twitter)

আপনি আর কোথায় ভাবছেন? (Where else?)

---

৩. স্বাস্থ্য নিয়ে সচেতন হোন – সপ্তাহে ৫ দিন ব্যায়াম করুন (Work out 5x a week)

যদি নিজের শরীরের যত্ন না নেন, তাহলে সফলতা পাওয়া কঠিন।

দিনে মাত্র ৪০ মিনিট সময় দিন (Set aside 40 mins a day):
✔️ ৩০০ পুশ আপ (30×10 push-ups)
✔️ ২০০ স্কোয়াট (20×10 squats)
✔️ ২ মিনিট প্ল্যাঙ্ক (1 min × 2 planks)
✔️ মাউন্টেন ক্লাইম্বার (Mountain climbers)

ফলাফল: ৬ মাসের মধ্যে শক্তিশালী হাত, পেশিবহুল বুক এবং মজবুত পা পাবেন।

---

৪. একটি উচ্চ আয়ের স্কিল শিখুন (Learn a high-income skill)

আপনার ক্যারিয়ার গড়তে একটি শক্তিশালী স্কিল খুবই গুরুত্বপূর্ণ। জটিলভাবে ভাববেন না, সহজভাবে শুরু করুন:
✅ একটি স্কিল বেছে নিন (Choose a skill)
✅ ১০-২০টি ইউটিউব চ্যানেল খুঁজে নিন (Select 10-20 YouTube channels teaching the skill)
✅ প্রতিদিন ভিডিও দেখে ১০০ দিন সময় দিন (Binge-watch for 100 days)
✅ শিখতে শিখতে অনুশীলন করুন (Practice as you get better)

---

কোন স্কিল শিখবেন? (Which skills should you learn?)

✅ ভিডিও এডিটিং (Video Editing): ইউটিউব, সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওর চাহিদা প্রতিদিন বাড়ছে।
✅ গ্রাফিক্স ডিজাইন (Graphics Design): পোস্টার, ব্যানার, এবং ব্র্যান্ডিং ডিজাইনের জন্য বিশাল বাজার রয়েছে।
✅ ইউআই/ইউএক্স ডিজাইন (UI/UX Design): ওয়েবসাইট ও অ্যাপ ডিজাইন একটি হট স্কিল।
✅ ইউটিউব গ্রোথ (YouTube Growth): নিজের বা অন্যের ইউটিউব চ্যানেল বাড়ানোর কৌশল শিখুন।
✅ ডিজিটাল মার্কেটিং (Digital Marketing): ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং গুগল অ্যাডস দিয়ে ব্যবসা প্রসার করুন।
✅ প্রোডাক্ট ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি (Product Photography & Videography): ই-কমার্সের বিশাল বাজার রয়েছে।
✅ থ্রিডি মডেলিং এবং অ্যানিমেশন (3D Modeling & Animation): গেমিং ও সিনেমা ইন্ডাস্ট্রিতে বিশাল চাহিদা।
✅ কোডিং (Coding): ওয়েবসাইট, সফটওয়্যার এবং অ্যাপ ডেভেলপমেন্টের মূল ভিত্তি।
✅ কপিরাইটিং (Copywriting): বিজ্ঞাপন এবং কনটেন্ট লেখার মাধ্যমে ভালো উপার্জন সম্ভব।
✅ সেলস এবং মার্কেটিং (Salesmanship): ব্যবসা এবং পণ্যের বিক্রি বাড়ানোর দক্ষতা শিখুন।

সত্য কথা: একটি শক্তিশালী স্কিল একটি ডিগ্রির চেয়ে ১০ গুণ মূল্যবান।

---

৫. বিনিয়োগ করতে শিখুন (Learn how to invest)

প্রথমে নিজের মধ্যে বিনিয়োগ করুন, কারণ আপনি নিজেই আপনার প্রথম সম্পদ।

নিজের মধ্যে বিনিয়োগ করুন (Invest in yourself):
✅ স্বাস্থ্যকর খাবার খান (Eat healthy)
✅ ভালো মানের বিছানা কিনুন (Invest in your bedding)
✅ নিজেকে একা নিয়ে সময় কাটান (Take yourself on a solo date)

শিক্ষা এবং জ্ঞান অর্জনে বিনিয়োগ করুন (Invest in knowledge):
✅ নতুন কোর্স করুন (Take courses)
✅ একজন মেন্টরের কাছে শিখুন (Seek mentorship)
✅ এমন সম্পদ কিনুন যেগুলোর দাম সময়ের সাথে বাড়ে (Buy appreciating assets)
✅ একাধিক ইনকাম সোর্স তৈরি করুন (Open 15+ businesses)

---

🚀 শেষ কথা (Final Words):

কোথা থেকে শুরু করবেন? একটি স্কিল বেছে নিয়ে আজই শুরু করুন।
ধীরে ধীরে ছোট অভ্যাসগুলো বড় ফলাফল নিয়ে আসবে।
আপনার পরিশ্রমই একদিন আপনাকে সফল এবং কোটিপতি বানাবে!

আপনি কি আজ থেকে শুরু করতে প্রস্তুত? চলুন স্বপ্নকে বাস্তবে রূপ দেই!

Collected From Advice Wall

উন্ন্যত দেশ গুলা এ সামান্য খাবার খেয়ে বেছে ও থাকে, সুস্থ ও থাকে, আর আমরা গরুর মত খাই, হস্পিটাল হস্পিটাল গুরি 😃কখনো কখনো ...
04/04/2025

উন্ন্যত দেশ গুলা এ সামান্য খাবার খেয়ে বেছে ও থাকে, সুস্থ ও থাকে, আর আমরা গরুর মত খাই, হস্পিটাল হস্পিটাল গুরি 😃
কখনো কখনো তো ICU তেও আমাদের রাখেনা।
Expirdate ।🐸🐸

Address

Sonaimuri, Maijdee Court
Maijdee Court
3838

Telephone

+8801926629252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Romel Rayhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category